Guest Book

Admi­ra­tions, Sug­ges­tions, Com­ments, Ques­tions, Com­plaints, Frus­tra­tions, Con­cerns, Irri­ta­tions, Inspi­ra­tions or what­ever else is in your mind, please be my guest and feel free to leave notes here. I am look­ing for­ward to your comments!

17 Replies to “Guest Book”

  1. একটু আগে এক ভাইয়ার সাথে ফোনে হৃদয় ভাঙ্গা ঢেউ (the heart braking blow!!)-এর আপডেট শুনে এতটাই হাসি পেল যে সাথে সাথে মুভি রিভিউ খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আপনার সাইটে আসা!! ভাল লাগল, সব কিছুই ! Keep it up!!! Smile

    1. অনেক ধন্যবাদ।
      আমি খুবই সাধারণ মানুষ। তাই আমার সাইটে খুব একটা মানুষজন আসে না।
      আমার খুব সৌভাগ্য যে একটি পোস্টে “হৃদয় ভাঙা ঢেউ” নামটি লিখেছিলাম। তাই আপনার মত অনেক পাঠক ‘ভুল’ করে এখানে চলে আসে।
      আপনি যে বিরক্ত না হয়ে সাইটটা ঘুরে দেখেছেন সে জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।

  2. ‘Khoj- the search’ khujte giye ‘paichi- the found’ ei hocche apnar site e ashar keccha. Bichoron sheshe, chika mara obossho kortobbo mone korlam Grin valo thakben.

  3. এখানে তো অনেক কিছুই লিখলেন।
    CCC-র site-টাতেও কিছু-মিছু লিখে দেন না !!!
    বিশেষত আসন্ন ceremony (u no which) সম্পর্কে একটা কিছু লিখতে হবেই !!!

    However, ব্লগটা খুব সুন্দর ।

    1. ধন্যবাদ, মুয়াজ। CCC তো অনেকটা মরা মরা অবস্থায় আছে। তবে তুমি বলছো যখন অবশ্যই লিখবো। আগে ceremony টা কাছে আসুক।

  4. আমি নীরব। কামরাঙ্গীর চর থেকে লিখছি। অভ্রনীল ভাইয়ার অসংখ্য গুণমুগ্ধ ভক্তের একজন আমি। প্রথম লিনাক্স ব্যবহার করা শিখি অভ্রনীল দা’র ব্লগ থেকে। নিয়মিত সময় করে ঘুরে যাই ভাইয়ার ব্লগে। আজকে এসে পেয়ে গেলাম আপনার এই ‘নুজহাত’স নেস্ট’। ভালো লেগেছে। ব্লগের চেহারা খুব সাধারণ-সুন্দর। সাধারণের মধ্যে একটা নির্মল সৌন্দর্য থাকে। সেটাই বোধহয় আগে ধরা পড়েছে আমার চোখে। এখানে আপনি লিখে গেছেন আপনার কথা। খুব সাদামাটা নিজস্ব ঢংয়ে। এখানেও ভালো লাগাটা বোধহয় সেই সাধারণ-সৌন্দর্য ছিলো বলেই। লিখুন নিজের মতো করে। খুব ভালো আর গুছিয়ে লিখার চেষ্টা করতে যাবেন না। নিজের মতো, একান্ত নিজের মতো করে লিখবেন। তাহলেই লেখার ভেতরকার সহজাত সৌন্দর্য ছাঁপ ফেলবে, লেখার শরীর জুড়ে। আর্কির তাত্ত্বিক বিষয়গুলো নিয়েও লিখবেন মাঝে মাঝে। আর, আপনার মায়ের জন্য শ্রদ্ধা রেখে যাচ্ছি। শুভ কামনা রইলো। আবার হয়তো কখনো চলে আসবো। আর্কি নিয়ে লিখা কোন আর্টিকেলের খোঁজে। কিংবা, আপনার লিখা পড়তে। কিংবা কখনো হয়তো নিতান্ত অকারণেই। ভালো থাকুন প্রতিক্ষণ। জীবনটা হয়ে উঠুক শতভাগ জীবনময়।

    1. ভাই, আপনি কিন্তু আমাকে গুছিয়ে লিখতে মানা করে নিজেই খুব সুন্দর গুছিয়ে লিখেছেন!
      অনেক ধন্যবাদ আপনাকে।

      1. আবার চলে এলাম। আজকে এসেছিলাম এমনিতেই। তবে ভেবেছি, যদি আর্কি নিয়ে কোন বাংলা পোষ্ট পেয়ে যায়, তাহলে বেশ হবে। লিখেননি। আর্কিটেকচার নিয়ে লিখবেন কিছু? আর্কিটেকচারের অন্দরের বিষয়গুলো নিয়ে আলোচনাধর্মী কোন পোষ্ট? গতানুগতিক ইতিহাসের বিবরণী ভালো লাগে না। হতে পারে কোন অনুসন্ধানী কিংবা গবেষনা টাইপের একটু ভারী কোন লেখা..। লিখুন…। আবার আসবো হয়তো লেখা খুঁজতে…। শুভ কামনা রইলো। ফিরতি ধন্যবাদ রেখে গেলাম। সময় পেলে নিয়ে নেবেন। ভালো থাকবেন ইচ্ছেমতো।

        1. ভাইরে…. সময় তো পাই না।
          সামনে পরীক্ষা, একটু সময় পেলে অবশ্যই লিখবো।

          1. অপেক্ষায় থাকলাম। আপনার পরীক্ষা ভালো হোক। ভালো থাকুন আপনিও। শুভ কামনা রেখে যাচ্ছি।

  5. ভাল লাগল সাইটটা। আর্কির পড়ার এত্ত চাপের মধ্যেও কেউ কেউ যে এরকম অন্য ধরণের কিছু করতে পারে, তা দেখে খুবই ভালো লাগছে…… Smile

  6. ব্লগ টা অনেক সুন্দর সাজিয়েছেন। দেখে ভাল লাগলো। এসেছিলাম ‘পল্লীবর্ষা’ কবিতাটা পড়ার জন্য। পুরো ব্লগটাই দেখে গেলাম। অসাধারন !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *