The Mighty INDIA CALLING: ইলোরার অদ্ভূত জগতে সারাদিন (পর্ব ২৭)

ঘুম থেকে উঠার আগেই টের পেলাম মজুমদার সুস্থ হয়ে উঠেছে। ওই আমাকে ঘুম থেকে ডেকে তুলতে লাগলো। মজুমদার একদম ভোরে উঠে গোসল করে ফ্রেশ হয়ে বসে আছে। আমাদেরকে সবাইকে জ্বালানোর জন্য ও বেশ লজ্জিত। আমরাও ওকে এই সুযোগে আরও জ্বালাতন করতে লাগলাম। গতকাল ওর কারণে আমরা কি কি কষ্ট করেছি সেগুলো বারবার ওকে  মনে করিয়ে দিতে লাগলাম। আমরা সময় নষ্ট না করে চটপট রেডি হয়ে গেলাম নাশতা করার জন্য। আমাদের হোটেলে কাছেই নাকি খাওয়ার জায়গা আছে বলে জাফর জানালো। জাফর সমেত আমরা চারজন বের হয়ে পড়লাম।

হোটেল থেকে নামতেই একটা ধাবার মতন টিনের চালা দেওয়া হোটেল পেলাম। নাশ্তার জন্য সবাই মিলে আমরা রুটি, ডিম ভাজা আর পরোটা অর্ডার দিলাম। আমরা আমাদের মতন বসে গল্পগুজব করতে লাগলাম। জাফরকে কোন এক জুনিয়র জানতে চাইলো ইন্ডিয়ায় ট্যুরের বিষয়ে। ওরা কয়েকজন নাকি ট্যুর দিতে চায় অল্প পরিসরে। আমরা এইসব বিষয় আশয় নিয়ে ব্যাপক আলোচনা করতে লাগলাম। এক পর্যায়ে আমাদের সব গল্পগুজব ফুরিয়ে গেলো, কিন্তু নাশতা আর আসলো না। আমরা বার বার দেখতে লাগলাম, তাগাদা দিতে লাগলাম- কিন্তু কারও কোন তাড়া আছে বলে মনে হলো না। একজন লোক আস্তে ধীরে পরোটার গোল্লা বানাতে লাগলো, সেটা সুন্দর করে বেলতেই লাগলো বেলতেই লাগলো, তারপর ধীরে সুস্থে তাওয়ায় তেল দিলো, এক সময় তেল গরম হলো, আস্তে করে তিনি পরোটাটা তাওয়ায় ছড়িয়ে দিলেন- এই পরোটা ভাজা শেষ হলে উনি আরেকটা পরোটা ঠিক একইভাবে বানানো শুরু করলেন। আমরা ধৈর্য ধরে সব দেখতে লাগলাম। পাঁচটা পরোটা একই নিয়মে বানানোর পর উনি আস্তে ধীরে দুইটা ডিম ভেঙ্গে, পিয়াজ মরিচ দিয়ে ফিটে ধীরে সুস্থে একটা ডিম ভাজলেন। সব মিলিয়ে প্রায় ৪৫ মিনিট পর উনি ৫টা পরোটা আর ৫টা ডিম ভাজা নিয়ে আমাদের টেবিলের সামনে দিয়ে গেলেন। কিন্তু আমাদের অর্ডার পাঁচটা পরোটা ছিলো না। অনেকে রুটি চেয়েছিলো, তাই উনি পরোটা ফেরত দেওয়ার সময় বলে গেলেন এখনই রুটি বানানো শুরু করবেন। এই কথা শুনে ভয় পেয়ে রুটির অর্ডার ক্যান্সেল করে সবাই পরোটা নিয়ে নিলো। এখন রুটি বানানো শুরু করলে নিশ্চয়ই পাক্কা আরও এক ঘন্টার ধাক্কা!

কোনমতে খেয়ে দেয়েই আমরা দৌড় দিলাম। রুমে গিয়ে আগের দিন রাতে গুছিয়ে রাখা ব্যাকপ্যাকটা নিয়ে নেমে পড়লাম সবাই। কিছুক্ষণের মধ্যেই আমাদের গোয়েল ছেড়ে দিলো। আমরা চলতে লাগলাম ইলোরার উদ্দেশ্যে। গোয়েল চলতেই লাগলো দুপাশের বন জঙ্গল পার বয়ে। এর মধ্যে চিং আর উর্মির বেশ জ্বর ছিলো। উর্মি বেচারির মুখ জ্বরের চোটে লাল হয়ে রইলো। মোটমাট আমাদের চার ঘন্টা লাগলো ইলোরায় পৌঁছাতে। বাস আমাদের যেখানে নামিয়ে দিলো সেখান থেকে ইলোরার গেট কিছুটা দূর। বাস থেকে নেমেই আমরা টসটসে আঙ্গুর কিনে নিলাম ১০ রুপি দিয়ে। আমাদের দেশে ১০ টাকার আঙ্গুরের কথা ভাবাই যায় না। সবাই অতি উৎসাহে টপাটপ আঙ্গুর খাওয়া শুরু করলো। আমি খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্টের ওয়াশ রুম বের করলাম। সেখানে বেসিনে সুন্দর করে ধুয়ে নিলাম আঙ্গুরগুলো। তারপর খাওয়া শুরু করলাম।

আঙ্গুর খাওয়া শেষ হতেই ঝটপট অটো ভাড়া করে আমরা রওয়ানা হলাম ইলোরার দিকে। ঠিক হলো অটো আমাদের পুরো ইলোরা ঘুরে দেখাবে। প্রথমেই আমাদের নামিয়ে দিলো ২৯ নম্বর গুহায়। সেই আগের মত পাথর কেটে বানানো গুহা তবে এইখানে আছে বিশাল বিশাল সব পাথুরে মূর্তি। একেকটা ১৫-২০ ফিটের সমান। এই গুহা গুলো অজন্তার তুলনায় বেশ খোলামেলা, আর আলো বাতাস পূর্ণ। একটা করে গুহা দেখা শেষ হয় আর আমরা ছুটে গিয়ে অটোতে উঠি। অটো আমাদের নিয়ে রওয়ানা হয় পরের গুহার দিকে। অজন্তার গুহা গুলা যেমন খুব কাছাকাছি ছিলো, ইলোরারটা মোটেও সেরকম নয়। বরঞ্চ অনেক দূরে দূরে। এভাবে ঘুরতে ঘুরতে ৩২ নম্বর গুহায় গিয়ে হাজির হলাম। সেটা ছিলো দোতলা গুহা। ভিতরে সিড়ি আছে উপরের তলায় যাওয়ার জন্য। সিড়ি গুলো খুবই অদ্ভূত। অনেক খাড়া আর অনেক সরু। একেকটা রাইজার প্রায় এক ফিট উঁচু হবে আর ট্রেড অনেক সরু যাতে কোনমতে পায়ের পাতার অর্ধেকটা আঁটে। টুরিস্টদের পদচারনার চোটে খসখসে পাথুরে সিড়ি মসৃন হয়ে গেছে যেটা দেখে আমি সবচেয়ে বেশি ভয় পেলাম। যাই হোক আল্লাহ নাম নিয়ে উঠে পড়লাম সিড়ি বেয়ে। তবে নামার সময় ভয়টা হলো আরও। জেরিনকে বলতে শুনলাম, ‘সিড়িগুলা কি জায়ান্টদের জন্য বানানো?’

ওফ
দূরে থেকে ইলোরার গুহা (কৃতজ্ঞতায় রফিকুল ইসলাম তুষার)

কোন কোন গুহা খোলা পাহাড়ের উপরে, কোনটার সিলিঙে বিশাল পদ্ম ফুল খোদাই করে বানানো, কোনটায় যেতে হয় অনেক চড়াই উতরাই পার হয়ে, কোন গুহা দেখতে আবার একদম ঘরবাড়ির মত- দরজা, জানালা, রুম গুলা ভাগ করা, কোনটার সামনে বিশাল এক গরুর মূর্তি যাকে বলা হয় নান্দী বুল- এই রকম নানা বৈশিষ্ট্যের গুহা আমরা ঘুরে ঘুরে দেখলাম। দেখতে দেখতে আমাদের প্রায় সব এনার্জি বের হয়ে গেলো। শেষমেশ অটো আমাদের ১৬ নম্বর গুহার সামনে নামিয়ে দিয়ে গেলো। আমরা অটো ভাড়া ১৬০ রুপি দিয়ে অটো ছেড়ে দিলাম। এসে দাঁড়ালাম একটা পাথুরে পাহাড় কেটে বানানো অর্থাৎ ‘মনোলিথিক রক কাট’ বিশাল এক মন্দিরের সামনে যার নাম ‘কৈলাস টেম্পল’। এই মন্দির পাহাড়ের উপর থেকে পাথর কেটে কেটে ভিতরে গর্ত করে বানানো হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম সেটা বলতে গেলে পাহাড়ের পেটের মধ্যে গর্ত করে বানানো সমতল জায়গাটা। সমতল জায়গাটার মাঝখানে উঁচু একটা মন্দির আর তার চারপাশে উঁচু হয়ে আছে পাহাড়। আমি পুরা থ হয়ে গেলাম। কি আশ্চর্য, হাজার বছর ধরেও এই রকম একটা জায়গায় মন্দিরটা টিকে আছে!

শ খানেক হাতির উপর কৈলাশ মন্দির
শ খানেক হাতির উপর কৈলাশ মন্দির

আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মন্দিরের চারপাশে খোলা জায়গা ছাড়াও পাথুরে পাহাড়ের দেওয়ালে গর্ত করে মোটা মোটা পাথুরে কলাম দিয়ে সাপোর্ট করা প্রদক্ষিণ পথ ছিলো। আমরা সেখান দিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। এই পুরো পাহাড়টা কেন যে ধসে পড়ে যাচ্ছে না সেইটা ভাবতে ভাবতেই আমি ঘুরতে লাগলাম। শতকোটি মূর্তি বিশিষ্ট মন্দিরটা চক্কর দিয়ে ফেলে আমরা ভিতরে ঢুকে পড়লাম। বাইরে পাথর কেটে নকশা করা ছাড়াও সারা মন্দিরটা ছিল হাল্কা কমলা রঙয়ের, এর মধ্যে লাল, সবুজ আর হলুদ রঙ দিয়ে অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ করা। অনেক জায়গার রঙই নষ্ট হয়ে গেছে। হাজার বছরের পুরানো রঙ- কম কথা নয় তো! ভিতরের অবস্থা তো আরও জটিল, সেখানে সত্যি সত্যি পুজা অর্চনা হচ্ছে। আমি খানিক্ষণ নিশ্বাশ বন্ধ করে দেওয়ালের কারুকাজগুলার উপর হাত বুলালাম। আবছা আলোতে দেখলাম রঙ্গিন সিলিং। সব দেখে টেখে আমরা খোলা বারান্দার মত জায়গায় বের হয়ে আসলাম। আমি মিমের সাথে গল্প করতে করতে হাঁটতে লাগলাম। একটা ‘নান্দী বুল’ পার হয়ে আমরা বসে অনেক্ষণ গল্প করলাম। এই আশ্চর্য রহস্যময় জায়গাটা থেকে চোখ সরাতে পারছিলাম না। মনের ভিতর ভাবনা চলতেই লাগলো হাজার বছর আগে কেমন করে সম্ভব হয়েছিলো এই রকম পাথুরে পাহাড়ে এই রকম স্থাপনার? কেমন করে?

পাহাড়ের তলায় প্রদক্ষিণ পথ
পাহাড়ের তলায় প্রদক্ষিণ পথ

ফোন আসতে লাগলো, সবাই নাকি খেতে বসে গিয়েছে। আমি আর মিমও ছুটলাম ক্যান্টিনের দিকে। আমি আর রুবাইদা মিলে অর্ডার দিলাম ৮০ রুপির ভেজ ফ্রায়েড রাইস। একটু শক্ত চালের হলেও খেতে ভালোই ছিলো। খেয়ে দেয়ে আমরা ধীরে সুস্থে গোয়েলে ফেরত গেলাম। সেখানে অনেক ফেরিওয়ালা নানা রকম মালা নিয়ে ঘোরাঘুরি করছিলো। ছোট ছোট পুতির একটা ভারি প্যাঁচানো মালা ৫০ রুপি দিয়ে সবাই কিনতে লাগলো গণ হারে। এক পর্যায়ে সারা তল্লাটের সকল ফেরি ওয়ালা দৌড়ে আসলো মালা সমেত। একজন লোক আবার ছোট্ট চালের দানার উপর নাম লিখে চিকন এক শিশি তেলের ভিতর ভরে চাবির রিং বানিয়ে দিচ্ছিলো। আমি একটা চাবির রিং বানিয়ে নিলাম আমার কামলা পিউয়ের জন্য। তারপর দেখলাম এই যাত্রাই আমাদের গোয়েলের সাথে শেষ যাত্রা বলে সবাই একটু ছবিটবি তুলতে আগ্রহী হয়ে উঠলো। আমরা গোয়েলের সাথে অনেক ছবি তুললাম, ভিডিও ও করলাম। সবশেষে বিকাল ৬টার দিকে রওয়ানা হলাম গোয়ার উদ্দেশ্যে। গোয়েল যাত্রা শুরু করতেই আমরা একটা আনন্দধ্বণির চিৎকার করে উঠলাম।

গোয়েল চলতেই শুরু করলো। সন্ধ্যা ঘনিয়ে রাত হলো। ওদিকে বাসের শেষে বসে রিন্তু নানা রকম কর্মকান্ড করে আমাদের হাসাতে লাগলো। রিন্তু একসময় বিটিভির ধারাভাষ্য দিতে শুরু করলো। অবনী শুরু করে দিলো রাত দশটার ইংরেজি সংবাদ পড়া। আমরা হাসতে হাসতে গড়িয়ে পড়লাম। একে একে রিন্তু একচেটিয়া বিভিন্ন সুর নকল করে প্যারোডি করতে লাগলো ইত্যাদি, ছায়াছন্দ আর সিসিমপুরের। সারা বাস জুড়ে হাসির রোল উঠলো। হাসতে হাসতে আমাদের পেট ব্যাথা হতে লাগলো।

প্রায় গভীর রাতে আমাদের বাস এসে থামলো অর্পিতা ধাবা নামের এক ধাবায়। এটা বাঙালি ধাবা। ভিতরের লোকজন সব বাংলায় কথা বার্তা বলছে শুনে আমার খুব ভালো লাগলো। বাস থেকে নেমেই আমরা বাথরুমের সন্ধানে গেলাম। এখানকার মেয়েদের বাথরুমে কোন লাইট নাই। কি আর করা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে সেই সমস্যার সমাধান করা হলো। আমরা ৪৬ জন মানুষ গাদা খানেক জিনিস অর্ডার দিয়ে বসে রইলাম। অর্ডার আর আসে না। প্রথমে আমরা আলু মাসালা আর নান অর্ডার দিয়েছিলাম। এটা দিতে দেরি হবে দেখে আমি আর রুবাইদা চট করে অর্ডার চেঞ্জ করে পাও ভাজি অর্ডার দিয়ে দিলাম। আমাদের অর্ডার চলে এলো সাথে সাথেই। অন্যরা আমাদের দিকে হিংসাপূর্ণ দৃষ্টি দিতে লাগলো। আমি আর রুবাইদা মজা করে পাওভাজি খেলাম। আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরও অনেকের অর্ডার তখনও আসে নাই। শুভ তো রেগেমেগে না খেয়েই বের হয়ে আসলো ওখান থেকে। আমি পানি আর বিস্কুট কিনে নিলাম। তারপর আবার চড়ে বসলাম গোয়েলে।

গভীর রাতে আমাদের নিয়ে গোয়েল চলতে শুরু করলো। সারা বাস ঘুমিয়ে পড়লো, আমি আর রুবাইদা অনেক রাত পর্যন্ত গল্প করলাম। ঘুমন্ত বাসে শুধু আমাদের দুইজনের গলাই শোনা গেলো।

The Mighty INDIA CALLING: পথ হারিয়ে এক বিকেলে অজন্তার রহস্যময় গুহায় (পর্ব ২৬)

ঘাড়, কোমর আর হাঁটুর টনটনে ব্যাথার কারনে একটু পরপর ঘুমে ব্যাঘাত ঘটছিলো। এই করতে করতে টের পেলাম খুব সকালবেলা আমাদের গোয়েল থামলো এক ধাবাতে। আমরা আড়মোড়া ভেঙ্গে আস্তে ধীরে নামতে লাগলাম। রুবাইদাকে দেখলাম ব্যাগ খুলে বদনা বের করে আনতে। আমরা সবাই খুশি হলাম, যাক- বোতল আর খুঁজতে হলো না। ফ্রেশ হয়ে দাঁতটাত মেজে ধাবাতে খাওয়াদাওয়া খোঁজ করলাম, তেমন কিছুই নাই। জ্যাব্জ্যাবে তেল দেওয়া একটা পরোটা পাওয়া যাচ্ছে। দেখে খাওয়া পছন্দ হলো না। তাই কিছু না খেয়েই আবার বাসে চড়ে বসলাম। বাস চলতে শুরু করলো।

যতভাবেই বসে থাকি, একটু গা এলিয়ে দিলেই ঐ তিনটা পয়েন্টে টনটনে ব্যাথা শুরু হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে আমাদের কথাবার্তাও বাড়তে থাকে। এক সময় ঘুম ঘুমভাব ছেড়ে পুরা বাস জেগে ওঠে। আমরা নিজেরা হৈচৈ করেতে থাকি। কিন্তু কতক্ষণ আর হৈচৈ করা যায়, পথ তো শেষ হয় না। অনেকে উশখুশ করতে থাকে- ঘড়ি দেখতে থাকে। গুগল ম্যাপ বের করে খোঁজাখুঁজি করা শুরু হয়। সব দেখে মনে হতে থাকে আমরা বোধহয় গন্তব্য থেকে দূরে সরে যাচ্ছি। ব্যাপারটা সঠিক কিনা জানার জন্য নানাভাবে গবেষণা শুরু হয়। একসময় সত্যিই মনে হতে থাকে আমরা ভুল রাস্তায় যাচ্ছি। কমিটির লোকজন ড্রাইভারকে গিয়ে একথা জানায় কিন্তু ড্রাইভারের কোন ভাবান্তর নাই। সে একমনে বাস চালিয়ে যেতেই লাগলো। আমরা ম্যাপে দেখতে লাগলাম আমরা কোথায় যাচ্ছি। প্রতি মূহুর্তে আমরা আওরংগবাদ থেকে কয় কিলোমিটার দূরে সরে যাচ্ছি নিলয় এসে আপডেট দিতে লাগলো।

এতদিন ট্যুর করে আমরাও কেমন যেন অদ্ভূত টাইপের মানুষ হয়ে গেছি। কোথায় সবাই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দিবে- তা নয়। বরং সবাই বেশ ঠাট্টা তামাশা করতে লাগলো যে আমরা পথ হারিয়েছি। আমরা নিজেরা নিজেরা রাস্তা হারিয়েছি বলে হাসি তামাশা শুরু করে দিলাম। এভাবে মোটমাট ঘন্টা দুয়েক চলার পর আমরা ম্যাপে রিডিং দেখলাম যে সঠিক পথে যাচ্ছি, গন্তব্যের সাথে আমাদের দূরত্ব কমতে লাগলো। তবে বাস চলতেই লাগলো। আমরা ধৈর্য ধরে বসেই রইলাম।

মোটমাট ১২-১৪ ঘন্টার জার্নি ১৮ ঘন্টায় শেষ করে আমরা নামলাম সরাসরি অজন্তায়। গনগনে দুপুরবেলায় আমরা বাস থেকে নেমে হাত পা ছুঁড়তে লাগলাম। সামনে একজন লোক পেয়ারা নিয়ে বসে ছিলো। ১০ রুপি দিয়ে সুন্দর একটা পেয়ারা কিনে তাতে কামড় বসিয়ে দিলাম। একেবারে খালি পেটে ফল খেতে হলো, আল্লাহ আল্লাহ করলাম পেটে যেন কোন সমস্যা না হয়। কমিটির লোকজন টিকেট কেটে আনতে গেলো। আমি বসে বসে পেয়ারা চিবাতে লাগলাম। কমিটির মধ্যে আমাদের শিডিউল নিয়ে একটা সমস্যা হচ্ছে টের পাচ্ছিলাম। সত্যি সত্যি শুভ ঘোষনা দিলো, আমাদের হিসাব থেকে মূল্যবান ৬ ঘন্টা হারিয়ে গেছে এই অজন্তায় আসার পথে। আমাদের পরবর্তী গন্তব্য মুম্বাই যেটা এখান থেকে আরও ৭-৮ ঘন্টার জার্নি। মুম্বাইয়ে আমাদের আধা বেলা থাকার কথা ছিলো তারপরই রওয়ানা দেওয়ার কথা গোয়ার উদ্দেশ্যে। গোয়ায় নির্দিষ্ট সময়ে আমাদের বাস ছেড়ে দিতে হবে তাই সেটার নড়চড় করা যাবে না। এখন মুম্বাইয়ের দিকে যাওয়া সম্ভব না কারণ ড্রাইভারকে ঘুমাতে দিতে হবে। আর যদি কষ্টকরে আমরা যাইও ৭-৮ ঘন্টা জার্নি করে, মাত্র কয়েকঘন্টার মধ্যে আমাদের আবার একটা বড় জার্নি করতে হবে গোয়ার উদ্দেশ্যে। তাই সব কিছু চিন্তা করে কমিটি ডিসিশন নিয়েছে আমাদের মুম্বাই ট্রিপ ক্যান্সেল। তারচেয়ে বরং আজকে রাতে আমরা আওরঙ্গবাদে থেকে যাবো। কাল ইলোরা দেখে সেখান থেকেই গোয়ার উদ্দেশ্যে রওয়ানা হবো।

মুম্বাই বাতিল হয়ে যাওয়ায় আমাদের মন খারাপ হয়ে গেলো। কিন্তু অনেকেই পড়লো বিপদে যেমন- রাত্রি। রাত্রির চাচাতো ভাইয়ের বাসা মুম্বাইয়ে। সেখানে ওর সাথে দেখা করার জন্য ওর চাচা আরেক শহর থেকে ফ্লাই করে এসে বসে আছে। আজকে সকাল পর্যন্ত ও চাচার সাথে যোগাযোগ করে বলে এসেছে যে ও আসছে মুম্বাই। এখন ও না গেলে ব্যাপারটা খুব খারাপ হয়। এই নিয়ে ও বেশ টেনশনে পড়ে গেলো। অন্যদিকে মৌলির বাবা মুম্বাইয়ের এক লোকের মাধ্যমে মৌলির কাছে টাকা পাঠাচ্ছে। এখন মুম্বাই না গেলে কেমন করে সেই টাকা ও যোগাড় করবে? সব কিছু মিলিয়ে আমরা কিছুটা মন খারাপ, কিছুটা দুঃখ, কিছুটা আশংকা নিয়ে ঢুকতে লাগলাম অজন্তায়।

দূর থেকে দেখা পাহাড়ের গায়ে অজন্তার গুহা
দূর থেকে দেখা পাহাড়ের গায়ে অজন্তার গুহা

হাঁটতে লাগলাম অনেক দূর। কেমন যেন বাজারঘাট, পার্ক -সব পার হয়েও আমরা হাঁটতে লাগলাম। তারপর পেলাম এক বাস। ৪০ রুপি দিয়ে টিকেট কেটে সবাই উঠে পড়লাম সেই বাসে। বাস আমাদের নিয়ে পাহাড়ি ঢাল বেয়ে উঠতে লাগলো। প্রায় ১৫-২০ মিনিট জার্নির পর আমাদের নামিয়ে দিলো এক জায়গায়। সেখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে গেলাম অজন্তার গুহাসারির সামনে। গুহা সারি বললাম এই কারণে যে পাথুরে পাহাড়ের এক পাশে খাদ আর অন্য পাশে সারি সারি গুহা। আমরা হেঁটে হেঁটে একেকটা গুহায় ঢুকতে লাগলাম। প্রথমে কারুকাজ করা কলাম ওয়ালা একটা গুহায় ঢুকলাম। ভেতরটা বেশ অন্ধকার। কিন্তু এর মধ্যে ইলেক্ট্রিক বাল্বের হালকা নীলচে আলোয় জ্বলজ্বল করছে বিশাল এক বুদ্ধ মূর্তি। আমরা সবাই অন্ধকারে দাঁড়িয়ে মুর্তিটার দিকে তাকিয়ে রইলাম। কেমন যেন অদ্ভূত অনুভূতি হলো। হাজার হাজার বছর আগে কতশত মানুষ কতই না কষ্ট করে আসতো -এই গুহাগুলোতে –ইলেক্ট্রিক লাইট বিহীন এই ঘুটঘুটে অন্ধকার জায়গায়-  এই সব ভাবতে ভাবতে কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো আমার। ছাদের দিকে তাকিয়ে দেখলাম, লাল নীল রঙয়ের জ্যামিতিক কারুকাজে ভরা পুরা সিলিংটা যার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে কিন্তু অনেকাংশই টিকে আছে হাজার বছর ধরে। আবছা আলোয় দেওয়ালের হাতে আঁকা রঙ্গিন ফ্রেস্কো চিত্রকর্ম দেখে থ হয়ে গেলাম। হাজার বছর আগের এই পাহাড়ি গুহার  দেওয়াল ও ছাদ জুড়ে থাকা রঙ্গিন সব জটিল কারুকাজ, ফুলেল নকশা ও চিত্রকর্ম দেখে নিজেকে কেমন যেন বেকুব বেকুব লাগলো।

এক নম্বর গুহায় দ্বিমিকবাসী
এক নম্বর গুহায় দ্বিমিকবাসী

এক নম্বর গুহা থেকে বের হয়ে আমরা পরের গুহাগুলোর দিকে হাঁটতে লাগলাম। দেখতে লাগলাম আরও অনেক মূর্তি, এদের কোনটা বুদ্ধের, কোনটা অন্যদের, কোনটা অনেক বড়, কোনটা আবার ছোট্ট, কোনটা দাঁড়ানো, কোনটা বসা, কোনটা আবার নাচের ভঙ্গিতে। দেখলাম পুরোহিতদের ঘুমানোর জন্য পাথুরে দুইটা বিছানাসহ ছোট্ট ছোট্ট ঘর। আরও দেখলাম চৈত্য হল, চৈত্য জানালা, প্রদক্ষিণ পথ, স্তুপা- বইয়ে যা যা পড়েছিলাম সবই! এইভাবে একে একে দেখা হয়ে গেলো ৩০ টা গুহা। শেষের দিকে এসে প্রায় দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম কারণ গুহা বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে আসছিলো। এক পাশে অদ্ভূত সুন্দর সবুজ পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, অন্য পাশে মানব সৃষ্ট পাথর কেটে বানানো হাজার বছরের পুরানো গুহা- দেখতে দেখতে কখন যে দিনে আলো কমতে শুরু করেছিলো তা টেরই পাই নাই। তাই শেষে দৌড়ে দৌড়ে অজন্তা থেকে বের হয়ে যেত লাগলাম আমরা। আশেপাশে বসে থাকা বানরগুলো আমাদের দিকে মুখ ভ্যাংচাতে লাগলো, সেই দিকে পাত্তা না দিয়ে আমরা ৪৬ জন তাড়াহুড়া করে পার হতে লাগলাম পাথুরে রাস্তা।

দফ
মা বানর ও বাচ্চা বানর (কৃতজ্ঞতায় রফিকুল ইসলাম তুষার)

অজন্তা থেকে বের হতে হতেই হুড়াহুড়ি করে বাসে উঠলাম আমরা। বাস আমাদের যখন সেই বাজার টাইপের জায়গায় নামিয়ে দিলো তখন সন্ধ্যা হয়ে গেছে। সেই সকাল থেকেই কিছু খাওয়া হয় নাই। আমরা কোন ভাবনা চিন্তা না করেই সবাই ভাগ হয়ে দুইটা দোকানে বসে পড়লাম। আমি আর রুবাইদা অর্ডার দিলাম ৫০ রুপির পাও ভাজি। রুবাইদা মুম্বাই গিয়ে পাও ভাজি খাওয়ার প্ল্যান করে রেখেছিলো, যেহেতু মুম্বাই ক্যান্সেল- তাই এখানেই চেখে ফেললাম পাও ভাজি। এটা তেমন আহামরি কোন খাবার নয়। বনরুটির সাথে মটরের ডাল জাতীয় একটা তরকারি দেওয়া হয় যার উপর অনেক পিঁয়াজ কুচি ছড়ানো থাকে। খেতে খারাপ মোটামুটি। এমন একটা টাইমে খেলাম যে বুঝতে পারছিলাম রাতে আর খাওয়া হবে না। আমরা তাই ধীরে সুস্থে আয়েশ করে খেলাম। খাওয়াদাওয়া শেষে অনেকে কেনাকাটা করতে লাগলো। ঐশী, নোভারা দরাদরি করে পাথরের মালা মোটামুটি কম দামেই কিনতে লাগলো। আমি ঘুরে ফিরে বিস্কুটের প্যাকেট কিনে নিলাম ঘুমানোর আগে খাওয়ার জন্য। মোটমাট রাত আটটার দিকে আমরা গোয়েলে গিয়ে উঠলাম।

গোয়েল আমাদের নিয়ে গেলো হোটেল মুরলি মনোহরে। গোয়েল থামতেই টের পেলাম মজুমদার অসুস্থ। মৌলি ওকে ধরে বসে আছে। আমাদের ও বললো রুমে চলে যেতে। আমি আর রুবাইদা রুমে চলে গেলাম। বেশ ছিমছাম একটা হোটেল। বেশ বড় রুম, সাথে ঝকঝকে বাথরুম আর বড় একটা খোলা বারান্দা। রুমে ঢুকেই প্রথমে রুবাইদা গেলো গোসলে। আমি ততক্ষণে জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে বসে আছি গোসলে যাবার জন্য। মজুমদার রুমে এসেই শুয়ে পড়লো বিছানায়, মৌলি বললো একবার বমি করেছে- খাওয়াটা মনে হয় সুবিধার ছিলো না। রুবাইদা বের হতেই আমি গোসলে ঢুকলাম। বাথরুম থেকেই টের পেলাম রুমে বেশ চিৎকার-হৈচৈ হচ্ছে। তাড়াতাড়ি গোসল শেষ করে বের হয়ে দেখলাম মজুমদার বলতে গেলে কারও ডাকেই সাড়া দিচ্ছে না। খুব খারাপ লাগছে নাকি ওর। রুম ভর্তি মানুষজন। একেক জন একেক সাজেশন দিতে লাগলো। তবে সবাই এক বাক্যে বললো, ওষুধ খাওয়ানোর আগে পেটে খাওয়া দিতে হবে। শুভ নাকি ভাত খুঁজতে বের হয়ে গেছে। এই মহারাষ্ট্রে এসে এত রাতে ভাত খুঁজে পাওয়া কি সোজা কথা? কিন্তু আমাদের অবাক করে দিয়ে শুভ কোথা থেকে যেন এক প্যাকেট ভাত, কড়া একটা ডিম ভাজা, লাল মরিচ দিয়ে বাগার দেওয়া ঘন ডাল নিয়ে আসলো। এই দৃশ্য দেখে মজুমদার শত অসুস্থতার মধ্যেও আবেগে আপ্লুত হয়ে গেলো! রুম সার্ভিসে খবর দিয়ে একটা প্লেট আনালাম। সেই প্লেটে শক্ত ভাত ডাল দিয়ে মেখে আমি মজুমদারকে খাওয়াতে লাগলাম। মজুমদার মুখ বিকৃত করে ডাল ভাত গিলতে লাগলো। একটু খাওয়ার পরই আমরা ওকে স্যালাইন আর অ্যান্টাসিড খাইয়ে দিলাম। ও পড়ে ঘুম দিতে লাগলো। ওদিকে সৌরভের বার্থডে পার্টি ছিলো রাতে। মজুমদার অসুস্থ বলে আমরা কেউ গেলাম না। আমাদের একটা এক্সট্রা তোষক দিয়ে গেলো রুম সার্ভিস থেকে। রুবাইদা সেখানে নিজের শোবার ব্যবস্থা করলো। এরই মধ্যে উঠলো ঝড়! আক্ষরিক অর্থেই ঝড়! ঠিক যেন কাল বৈশাখি!

হঠাৎ করে প্রবল বাতাসের ঝাপ্টায় জানালার কাঁচ থরথর করে কেঁপে উঠলো। আমি দৌঁড়ে বারান্দায় মেলে দেওয়া কাপড়, জুতা নিয়ে আসতে গেলাম। বারান্দায় গিয়ে আমার মনে হলো এটা বোধহয় ধুলি ঝড়। চোখে মুখে প্রচন্ড বাতাসের সাথে বালির ঝাপটা এসে লাগলো। আমি অল্প একটু চোখ ফাঁক করে দেখলাম আশেপাশে আর কিছুই দেখা যাচ্ছে না। সব ঢেকে গেছে ধুলার কুয়াশায়। তাড়াতাড়ি ঘরে ফিরে বন্ধ করে দিলাম বারান্দার দরজা। মজুমদারের পাশে আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম। ভাবলাম ইন্ডিয়ায় এসে ধুলার ঝড়ের সাথেও দেখা হয়ে গেল, কি ভাগ্য!

The Mighty INDIA CALLING: CEPT, NID, IIMA -সব শিক্ষা প্রতিষ্ঠান দেখার একটি ‘শিক্ষনীয়’ দিন (পর্ব ২৫)

আগেই বলেছিলাম বেজমেন্টের রুমে দিনরাত বোঝা যায় না। তাই আবারও আমাদের উঠতে দেরি হয়ে গেলো। ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। নাস্তা না খেয়েই ছুটলাম একেবারে ঝড়ের বেগে। সেপ্টের সাথে সময় ঠিকঠাক করে রাখা আছে। দেরি করে গেলে ব্যাপারটা লজ্জার হবে। আমাদের মত অন্য সবাইও ছুটলো ঝড়ের বেগে। আমরা একটা অটো ঠিক করে নিলাম। অটোতে উঠে গুগল ম্যাপটা খুলে বসলাম। মাঝে একবার ড্রাইভারকে রাস্তা বলে দিতে হলো। তারপর ঠিকঠাক এসে পড়লাম সেপ্টে।

গেট দিয়ে ঢুকে দেখলাম আমাদের কেউ নাই। বুঝলাম তাড়াহুড়া করে আমরাই সবার আগে এসে পড়েছি। আমরা গেটের কাছে বসে রইলাম। খুব সুন্দর পরিবেশ। অনেকটা আমাদের মিন্টো রোডের বাড়িগুলোর মতন অবস্থা। চারিদিকে সবুজ গাছ আর হাজার পাখির কিচিরমিচির। সকাল বেলা সবকিছু শান্ত চুপচাপ, এর মধ্যে আমরা কয়েকজন বসে আছি হাফ ওয়ালে আর আমাদের সামনে দিয়ে শিক্ষার্থীরা হেঁটে হেঁটে যেতে লাগলো। আমি এই সুযোগে ব্যাগ থেকে ‘থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ’ বের করে পড়তে লাগলাম পা ঝুলিয়ে।

ছায়া ঘেরা CEPT ক্যাম্পাস
ছায়া ঘেরা CEPT ক্যাম্পাস

একে একে সবাই আসলে আমরা ভিতরে ঢুকে পড়ি। ঢুকতেই আমরা একটা ক্যাফের সামনে থেমে পড়ি। জাফরের দেখাদেখি ২৫ রুপির বাটার টোস্ট অর্ডার দিলাম। ক্যাফের লোকগুলা এত্ত ঢিলা যে আমার মনে হলো অনন্তকাল অপেক্ষা করার পর আমি একটা বাটার মাখানো টোস্ট পেলাম। আহামরি কিছু না। তবে ২৫ রুপি দামটা বেশি লাগলো।  নাশতা খাওয়া হয়ে গেলে আমরা এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকি। ওপেন স্পেস গুলা খুব মজার। এখানে সেখানে হুটহাট করে আমরা বসে পড়ি। ওদের স্টুডিওগুলা দেখলাম। একটাতে তো জুরি চলছে। খানিক্ষণ দাঁড়িয়ে জুরি দেখলাম। স্টুডিওগুলা বেশ ইন্টারেক্টিভ। ছিম ছাম সাজানো স্পেসগুলো ঘুরে বেড়াতে আমাদের খুব ভালো লাগছিলো। এখানে ভারতীয়দের সাথে অনেক সাদা চামড়াও পড়ে। এমনকি টিচাররাও অনেকে সাদা চামড়া। আমরা ছোট্ট স্টেশনারি শপ থেকে কেনাকাটা করতে লাগলাম। দোকানটা আমাদের আউয়ালের মত। আর লোকটা কোলকাতার। আমাদের পেয়ে বাংলাতেই কথা বলা শুরু করে দিলো। আমরা কম দামে লিড হোল্ডার, স্কেচ বুক এইসব জিনিসপত্র কিনে নিলাম।

খুব বেশিক্ষন আমরা ওখানে থাকলাম না। সেপ্ট থেকে অটোতে করে রওয়ানা দিলাম NID এর উদ্দেশ্যে। ঢুকে আমরা এদিক সেদিক ঘুরে বেড়ালাম। বিভিন্ন ওয়ার্কশপগুলো দেখলাম। তারপর দেখলাম ডিসপ্লে সেন্টার। সেখানে সব ডিপার্টমেন্টের কাজ ডিস্প্লে করা আছে। অটোমোবাইল ডিপার্টমেন্টের কাজ দেখে আমাদের ইশতিয়াকের মাথা খারাপ হয়ে গেলো। এমনিতেই ওর এইসব গাড়ি বিষয়ক ঝোঁক আছে, তার উপর কাবজাব মার্কা গাড়ির ডিজাইন দেখে ও মাথা নেড়ে বলতে লাগলো, ‘আমি বুয়েট ছেড়ে এইখানে চলে আসবো……’ । এইখানকার স্পেস গুলোও অনেক সুন্দর। একটা খুবই সুন্দর স্পাইরাল সিঁড়ি দেখে আমরা মুগ্ধ হলাম। ঘুরতে ঘুরতেই টের পেলাম বেলা হয়ে গেছে, কিছু খেয়ে নেওয়া প্রয়োজন। খুঁজে খুঁজে ক্যাফেটা বের করলাম। গাছ তলায় অনেকটা সেমি ওপেন জায়গায় কিছু কিছু স্ন্যাক্স বানানো হচ্ছে আর খোলা আকাশের নিচেই চেয়ার টেবিলে বসে অনেকে খেয়েদেয়ে নিচ্ছে। আর ইন্ডোর ক্যাফেতে অনেক লম্বা লাইন। অনেক চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি করার জন্য আমি.৪০ রুপির ভেজ পিৎজা অর্ডার দিলাম। লোকটা আমার সামনেই ধীরে সুস্থে একটা রুটি বানালো, তার উপর সস দিলো, কিছু পিয়াজ দিলো, তারপর আস্তে আস্তে চিজ কুচি কুচি করে ছড়িয়ে দিলো, সবশেষে জিনিসটা ওভেনে ঢুকিয়ে দিলো। আমি ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম। ওভেনে টিং করে শব্দ হলো তারপর উনি আস্তে ধীরে পিৎজাটা বের করে আনলেন। তারপর আস্তে ধীরে সেটাকে কেটে টুকরা করে প্যাকেট করে আমার হাতে তুলে দিলেন। আমি অবাক হয়ে গেলাম, এত শত শত শিক্ষার্থীকে এই গতিতে খাবার দিয়ে কেমন করে তারা চলতে পারে? আর সবাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে কেমন করে?

আমি প্যাকেটটা হাতে নিয়েই দৌড় দিলাম। গেটের সামনে সবাই আমার জন্য অপেক্ষা করেছে। গিয়ে দেখি অটো ঠিক করা হয়ে গেছে, আমি আসতেই সবাই ধুপধাপ উঠে পড়লাম। রওয়ানা দিলাম ক্রসওয়ার্ডের উদ্দেশ্যে। আমি অটোতে বসেই গপাগপ কামড় দিয়ে পিৎজাটা খেয়ে নিলাম। অল্পক্ষণের মধ্যেই আমরা ক্রসওয়ার্ড নেমে পড়লাম। উরে বাব্বাহ, বিশাল বইয়ের দুনিয়া! শুধু কি বই, গাদা গাদা স্টেশনারি দিয়ে ভরা জায়গাটা। আমরা সবাই বই ফেলে স্টেশনারির দিকে ছুটলাম। অনেক জিনিস আছে অনেক সুন্দর তবে সেটা সত্যিকারে তেমন কোন কাজে আসবে না। আমরা রঙ্গিন কলমের সেট খুঁজতে লাগলাম। বড়গুলো সব মনে হয় গতকাল যারা এসেছিলো তারা কিনে নিয়ে গেছে, আমরা তেমন কোন সেটই পেলাম না। অনেক কিছুই পছন্দ হচ্ছিলো কিন্তু দাম বেশি। এর মধ্যেও আমরা ট্রলি ঠেলে ঠেলে জিনিসপাতি দেখতে লাগলাম। রঙ পেন্সিল, পেস্টাল, রিডিং লাইট, লিড হোল্ডার, ইরেজার, কালার পেন- এইসব কেনা কাটা করেই আমরা তাড়াহুড়া করে বের হয়ে আসলাম। তাড়াতাড়ি করে আবার অটো ঠিক করে ছুটলাম IIMA এর উদ্দেশ্যে।

লুই কানের করা IIMA এর পুরানো ক্যাম্পাস
লুই কানের করা IIMA এর পুরানো ক্যাম্পাস

আইআইএমে এসে দেখলাম অনেকেই এসে পড়েছে। আমরা অপেক্ষা করতে লাগলাম বাকিদের জন্য। নিশাতকে দেখলাম ‘ক্যান্ডেল’ নামের একটা দোকান থেকে সুন্দর সুন্দর সব স্টেশনারি কিনেছে। দেখে মনে হলো, ক্রসওয়ার্ড না গিয়ে ক্যান্ডেল গেলেই মনে হয় ভালো হতো! সবাই চলে আসলে আমরা একসাথে ভিতরে ঢুকতে লাগলাম। আমাদের সাথে এই ইন্সটিটিউটের এক জন লোককে দেওয়া হলো সব ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। বিল্ডিংটা দূর থেকে দেখেই সবাই বুঝে ফেললাম, লুই কানের নকশা করা! আমাদের সংসদ ভবনের লাল ইটের কমপ্লেক্সগুলোর মত এই বিল্ডিংও বিশাল বিশাল আর্চ দেওয়া একেকটা লাল ইটের কম্পোজিশন। প্রায় একই সময় করা নাকি এই দুইটা ডিজাইন! আমরা বিশাল ক্যাম্পাস ঘুরে ফিরে দেখতে লাগলাম। কোন এক হিন্দি সিনেমা নাকি এখানে শুটিং করা হয়েছিলো। যারা যারা সেই সিনেমাটি দেখেছে তারা একেকটা জায়গা দেখে চিনতে পারলো আর আমাদের কাছে বলতে লাগলো দৃশ্যগুলোর কথা। অনেকক্ষণ হেঁটে হেঁটে আমরা পুরানো ক্যাম্পাস দেখা শেষ করে গেলাম নতুন ক্যাম্পাসের দিকে। নতুনটা তো আরও সুন্দর! কনক্রিট আর গ্লাস দিয়ে বানানো নতুন ক্যাম্পাসের সাথে পুরানোটার তেমন কোন মিল নাই বললেই চলে। দেখে কেমন যেন মনে হয় যে রফিক আজমের ডিজাইন! এই বিকাল বেলায় এখানে কোন ক্লাস-টাস নাই। তাই ছিমছাম জনমানব শূন্য ক্যাম্পাসে আমরা ঘুরে ফিরে বেড়াতে লাগলাম। সুন্দর গাছপালা, সবুজ ঘাস, সাথে খোলামেলা চকচকে ঝকঝকে হলগুলো দেখতে দেখতে আমাদের বুক থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো, হায়- এরকম এক দুইটা ক্যাম্পাস যদি আমাদের দেশে থাকতো!  পুরো ক্যাম্পাস ঘুরেফিরে আমরা ফুরফুরা মেজাজে বের হয়ে আসলাম।

IIMA এর নতুন ক্যাম্পাস
চার্লস কোরেয়ার করা IIMA এর নতুন ক্যাম্পাস

এখান থেকে বের হয়ে দেখলাম অবনী আর তানভীর মিল ওনার্স এসোসিয়েশনে যাবে। আমিও ওদের সাথে জুটে গেলাম। তারপর আমরা একটা অটো নিয়ে রওয়ানা দিলাম আগের দিনের আশ্রম রোডে মিল ওনার্সের বিল্ডিঙের দিকে। পৌঁছাতেই দুঃসংবাদ পেলাম, দারোয়ান বললো অফিস বন্ধ- তাই ভিতরে ঢুকা যাবে না। আমরা তো মহা মুসিবতে পড়লাম। পরে অবনী আর তানভীর অনেক বুঝিয়ে সুঝিয়ে দারোয়ানকে রাজি করিয়ে ভিতরে ঢুকার ব্যবস্থা করলো। পুরো বিল্ডিং বন্ধ এর মধ্যে আমরা সিড়ি দিয়ে উপরে উঠলাম। লুই কানের নকশা করা বিল্ডিংটার এক পাশ মূলত কালো আর হলুদ আর অন্য পাশে অনেক রকম রঙ। শেষ বিকালের লালচে রোদে হলুদ একটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম। আমরা ঠিক যখন বের হতে যাবো তখনই দেখলাম মায়িশা, নোভা ওরাও গেট দিয়ে ভিতরে ঢুকছে। ওদের সাথে দেখা করেই আমরা বের হয়ে পড়লাম। আশ্রম রোডেই আমরা ‘এগ ফাস্ট রেস্টুরেন্ট’ নামের একটা খাবার দোকানে থামলাম, কারণ তানভীর আর অবনী লাঞ্চ করে নাই। দোকানটার ইন্টেরিয়র খুবই সুন্দর। আর শুধুমাত্র ডিমের তৈরি খাবারই পাওয়া যায়। ওরা মজা করে খেলো। এরপর আমরা যাবো কাঙ্কারিয়া লেক।

আমরা একটা অটো ঠিক করলাম। অটোওয়ালা ভালো মানুষের মত বললো, ‘ মিটারে যা ভাড়া আসবে তাই দিবেন’। অটোতে যে মিটার আছে সেটা আমরা খেয়ালই করি নাই। ঠিক আছে, মিটারে যেতে যেহেতু রাজি হয়েছে, আমরা খুশি মনে উঠে পড়লাম। সূর্য ডুবতে ডুবতেই আমরা পৌঁছে গেলাম লেকের গেটে। অটোওয়ালা আমাদের ভাড়া জানালো ১৫০ রুপি। আমাদের আক্কেল গুড়ুম হয়ে গেলো শুনে। ১৫০ রুপি মানে! দশ পনের মিনিট লাগলো পৌঁছাতে আর ভাড়া ১৫০ রুপি কেমন করে হয়? অটো ওয়ালা বিরক্ত হয়ে আমাদের মিটারের রিডিং দেখিয়ে কি সব চার্ট থেকে কিলোমিটারের সাথে রুপি গুন দিয়ে হিসাব করে দেখাতে লাগলো যে ভাড়া ঠিকই আছে। তানভীর সব বুঝে গম্ভীর হয়ে বললো, ‘ হিসাব ঠিক আছে, অন্য কোনভাবে কারসাজি করেছে’। আমি গ্যাঞ্জামে জড়াতে চাইলাম না। অবনীকে বললাম দিয়ে দিতে যা ভাড়া চেয়েছে। কিন্তু অবনী বেঁকে বসলো, ‘মগের মুল্লুক নাকি’। অবনী ছুটে গেলো লেকের গেটে দাঁড়ানো দারোয়ানের কাছে। তাদের কাছে গিয়ে অবনী সব খুলে বললো। লোকগুলো হিন্দীতে বললো, ‘আপনারা ওঠার সময় মিটারে রিডিং জিরো দেখে উঠেন নাই?’ আমরা বললাম যে আমরা তো প্যাচঘোচ বুঝি নাই যে ভাড়ায় দুই নম্বরী করা যাবে। লোকগুলো তখন অটোওয়ালার সাথে কথা বললো। প্রথমে অটোওয়ালা বেশ শক্ত ছিলো। কিন্তু দারোওয়ানগুলো যখন ঝাড়ি মেরে উঠলো তখন সে মিনমিন করতে লাগলো। শেষমেশ ৭০ রুপিতে দফা রফা হলো। ভাড়া মিটিয়ে দিতেই ব্যাটা চোখের পলকে চলে গেলো। দারোয়ানগুলো আমাদের বললো যে সাধারনত কেউ মিটারে যেতে রাজি হয় না, আমরা বিদেশি টের পেয়েই ব্যাটা মামদোবাজী করতে চেয়েছিলো।  আমাদেরকে সাবধান করে দিলো পরেরবার যেন মিটারে জিরো দেখে অটোতে উঠি। ঝামেলা চুকে যাওয়ার পর আমরা আমরা যখন বললাম যে লেক দেখতে চাই তখন দারোয়ান আমাদেরকে জানালো যে সন্ধ্যার সময় লেক বন্ধ হয়ে যায়, রাতে ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমরা অনেক বোঝালাম যে একবার দেখে যেতে চাই লেকটা। কিন্তু তারা কিছুতেই রাজি হলো না। আমরা শেষ পর্যন্ত গেটের ফাঁক দিয়ে তাকিয়ে লেকটা দেখলাম। গোল একটা লেক, মনে হলো আসেপাশের পার্কটা বেশ সুন্দর। শেষমেষ কি আর করা, আমরা আরও কিছুদূর হেঁটে আবার অটো নিলাম। এবার খুব সাবধানে কথাবার্তা বলে ভাড়া ঠিক করে নিলাম। এই অটোওয়ালা ঠিকভাবেই আমাদের হোটেলের কাছাকাছি নামিয়ে দিলো। বাকিটা পথ আমরা হেঁটেই চলে গেলাম।

হোটেলে ফিরেই সব ঠিকমত গুছিয়ে নিলাম। রাতের খাবার খেয়ে নেওয়া দরকার, কিন্তু আর কাউকে পাচ্ছিলাম না পার্টনার হিসেবে। শেষ পর্যন্ত একাই চলে গেলাম এক তলার সেই খাবার রেস্টুরেন্টে। দেখলাম একটা টেবিলে জুবায়ের বসে খাচ্ছে। সেই টেবিলে বসেই অর্ডার দিলাম টমেটু মাসালা আর পুরি। এত সুস্বাদু ছিলো খাবারটা যে আমি গোগ্রাসে খেতে লাগলাম। কিছুক্ষণ পর জুবায়ের খেয়ে উঠে চলে গেলো। আমি একা একা বসেই চেটেপুটে খেতে লাগলাম। খাওয়া শেষ করে বিল দিয়ে বের হয়ে আসতে যাবো, এমন সময় দেখলাম অনেকে ছোট ছোট প্যাকেটে পানি কিনছে। দুই রুপি করে একেকটা প্যাকেট। অনেকটা সাবানের প্যাকেটের সমান সাইজ। দেখে মজা লাগলো।

সব গুছিয়ে আমরা বেজমেন্ট থেকে আমাদের মালপত্র উপরে উঠাতে লাগলাম। টের পেলাম আমার সানগ্লাসটা খুঁজে পাচ্ছি না। মন খারাপ হয়ে গেলো। একটা সানগ্লাস অলরেডি হারিয়েছি, এই দুই নম্বরটাও যদি হারায় তাহলে ……। এমন সময় নিশাত এসে সানগ্লাসটা দিয়ে বললো, ‘আমাদের রুমে ফেলে গিয়েছিস’। মনে মনে বলে উঠলাম, ‘আলহামদুলিল্লাহ’। আমরা হোটেলের সামনে ছেচল্লিশ জন দুনিয়ার লাগেজ নিয়ে অপেক্ষা করছি গোয়েলের জন্য। কিন্তু গোয়েল আর আসে না। ওদিকে রাস্তাঘাট, হোটেল আর আশেপাশের সব লোকজন আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো, এত মানুষ- এত লাগেজ……। অবশেষে গোয়েল আসলো। আমরা ঝাঁপাঝাপি করে উঠে বসলাম। কমিটির লোকজন ধৈর্য নিয়ে লাগেজ ওঠা তদারকি করতে লাগলো। প্রায় ১০টার দিকে আমরা রওয়ানা দিলাম। এবারে আমাদের গন্তব্য আওরঙ্গবাদ।

আমি চুপচাপ ভাবতে লাগলাম আহমেদাবাদের কথা। এখানকার রান্না খুবই মজার আর অ-নে-ক সস্তা। বিআরটিএস বাস সার্ভিসটা মেইন হলেও সব সময় বাসে করে সব জায়গায় যাওয়া যায় না। অটোই ভরসা কিন্তু অটোওয়ালাগুলো সবচেয়ে খারাপ। এই কয় দিনের মধ্যে সবচেয়ে খারাপ অটোওয়ালাদের সাথে দেখা হওয়ার অভিজ্ঞতা হয়েছে আমার। তবে সাধারন মানুষগুলো ভালোই। বেশভূষা আমাদের দেশের মানুষদের মতন। সব মিলিয়ে মনে হলো শুধু খাওয়াদাওয়ার জন্যই আরেকবার আহমেদাবাদ আসলে মন্দ হয় না।

সারা দিনের ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে আমি চোখ বন্ধ করলাম। বিশাল জার্নি করতে হবে আমাদের। প্রায় চৌদ্দ ঘন্টা। এখন চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া দরকার। সলিড বিশ্রাম।

 

The Mighty INDIA CALLING: গান্ধী মেমোরিয়াল, ল’ গার্ডেন, মুভি দেখা এবং কমিটির গ্র্যান্ড ডিনার (পর্ব ২৪)

বেসমেন্টে রুমে থাকার একটা সমস্যা হলো দিন রাতের পার্থক্য বুঝতে না পারা। কি সকাল, কি দিন, কি রাত- সবসময় একই রকম অন্ধকার থাকে রুমটা। অন্ধকার রুমে যখন ঘুম ভাংলো তখন দেখলাম সাড়ে নয়টা বাজে। তাড়াহুড়া করে উঠে আমরা ফ্রেশ হয়েই রুম থেকে বের হয়ে গেলাম। তারপর টের পেলাম শুধু আমরা না, কেউই এখনো পর্যন্ত রেডি হয় নাই। তারমানে সবারই রওয়ানা দিতে বেশ দেরি হবে। এই হোটেলে না খেয়ে ভাবলাম আসেপাশে ঘোরাঘুরি করে খাওয়াদাওয়া করি।

আমি আর রুবাইদা বের হয়ে ডান দিকে হাঁটতে লাগলাম। হোটেলের একটু পাশেই একটা মুসলমান হোটেল পেলাম যেখানে হালাল মাংস পাওয়া যাচ্ছিলো। আমরা সেখানে বসে পড়লাম। আমি অর্ডার দিলাম ৩ রুপি করে দুইটা নান রুটি আর ৩০ রুপির খাসির কোরমা। কোরমা বললেই আমাদের চোখে যেমন সাদা রঙের ঘন দুধের ঝোলের তরকারি ভেসে ওঠে, এই কোরমা সেই রকম নয়। এটা তেল দেওয়া লাল টকটকে রঙের মসলাদার ঝোলওয়ালা খাসির মাংসের তরকারি। আমি ভ্রূ কুঁচকে তাকাতেই রুবাইদা বললো নতুন ধরনের এই ‘কোরমা’টা উচ্চবাচ্য না করে খেয়ে ফেলতে। আমি খেয়ে দেখলাম খেতে বেশ মজা তবে একটু ঝাল। আমরা তৃপ্তি করে খেলাম। আহমেদাবাদে খাওয়া খরচ আসলেই কম। খাওয়া দাওয়া করতে করতেই আমরা আলোচনা করছিলাম কেমন করে কোথায় যাব। খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে লাগলাম আমাদের হোটেলের দিকে। আমার বেশ ঝাল লাগছিলো আর পানি খাওয়া হয় নাই বলে একটা স্লাইস কিনে খেলাম আমি। এর মধ্যে মিম আর অন্তরা এসে পড়লো। আমরা চারজনে ঠিক করলাম যাবো ‘গান্ধীর সবরমোতি আশ্রম’। আগের দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভাবলাম অনেক তো অটো হলো- এইবার বাসে করে যাই।

আহমেদাবাদে আসার পর থেকেই দেখতে পাচ্ছিলাম এখানকার রাস্তাগুলো একটু অদ্ভূত। রাস্তাগুলো ডিভাইডার দিয়ে চারভাগে বিভক্ত। খালি দুইপাশের লেন দুইটা দিয়ে গাড়ি ঘোড়া চলে। মাঝের লেন দুইটা দিয়ে কি হয় খেয়াল করি নাই। বাসের টিকেট কাটতে গিয়ে টের পেলাম মাঝের দুইটা লেন শুধুই বাসের জন্য। আর এই বাসের নামই ‘বি আর টি এস’। আমরা টিকেট কাউন্টারে গিয়ে বললাম গান্ধীর সবরমোতি আশ্রম যেতে চাই। ওরা আমাদের ২৮ টাকা করে ‘আর টি ও রোড’ এর টিকেট কেটে দিলো। আমরা টিকেট নিয়ে ওয়েটিং এ বসে রইলাম। বেশ দৃষ্টি নন্দন ছিলো যাত্রী ছাউনিটা। আমরা বসে বসে দেখতে লাগলাম হুউউশ করে একেকটা বাস এসে থামছে, কয়েক সেকেন্ড পরই আবার হুউউশ করে বের হয়ে যাচ্ছে। আমরা তক্কে তক্কে থাকলাম আমাদের নির্দিষ্ট নম্বরের বাসের জন্য। এক সময় আমাদের কাংখিত বাস আসলো। কয়েক সেকেন্ডের জন্য দরজাটা খুললো, আর অন্য অনেক মানুষের সাথে আমরা চার জন হুড়মুড় করে উঠে পড়লাম। ওঠার প্রায় সাথে সাথেই ঠাস ঠাস করে দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেলো। আর প্রচন্ড বেগে আমাদের বাস চলতে শুরু করলো। ভীড়ের জন্য আমরা বসার কোন জায়গাই দেখতে পাচ্ছিলাম না। কোন কিছু হাত দিয়ে ধরার আগেই বাস ছেড়ে দেওয়ায় আমরা তাল সামলাতে না পেরে একজন অন্যজনের উপর হেলে পড়লাম। এর মধ্যে মিম উপরে ঝুলতে থাকা একটা খালি হাতল কোনমতে ধরে ফেললো। আমি কোন কিছু ধরতে না পেরে শেষমেষ মিমকেই দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। এই ভীড়ের মধ্যেই মিমের হাতে চপচপে তেল দেওয়া এক লোকের চুল ঘষা খাচ্ছিলো। মিম বেশ বিরক্ত হলো কিন্তু কিছু বলার উপায় নাই।

আলোর গতিতে আমাদের বাস চলতে লাগলো। যেহেতু এটা শুধু বাসেরই লেন তাই সামনে অন্য কোন গাড়ি বা ওভারটেকিং এইসব ব্যাপার নাই। প্রচন্ড গতিতে চলতে থাকা বাসটা কেবল স্টপেজ আর মোড় আসলেই হার্ড ব্রেক কষে, আর সারা বাসে শুধু আমরা চার জনই তাল সামলাতে না পেরে ঢলে কাত হয়ে যাই। বাস একেক স্টপেজে থামে আর অল্প কিছু মানুষ নামে, বেশিরভাগই ওঠে। এমনিতেই ভেতরে কোন জায়গা নাই, কিন্তু এটা নিয়ে কারও কোন চিন্তা আছে বলে মনে হলো না। হেল্পার ছাড়াই বাসে দিব্যি লোকজন ঠেলাঠেলি করে ঊঠতে লাগলো। ভীড়ের মধ্যে অন্তরাকে দেখতে পাচ্ছিলাম না। রুবাইদাকে দেখতে পেলাম সবচেয়ে অসুবিধায় আছে। কোন খালি জায়গা না পেয়ে ও বাসের দরজার সামনের খালি জায়গাটুকুতে দাঁড়িয়েছে। প্রতিবার বাস স্টপেজে থামে আর অটোমেটিক ফোল্ডিং দরজাটা খোলার সময় প্রথমেই রুবাইদা ঠাস ঠাস করে বাড়ি খায়। তারপর দলে দলে মানুষজন ওকে ধাক্কা মেরে বাসের ভিতরে ঢুকে। তারপর আবার দরজা বন্ধ হলে ও সামনের সেই ফাঁকা জায়গাটাতে দাঁড়ায়। ওর অবস্থা দেখে মায়াই লাগলো।

ইন্ডিয়ার একেক রাজ্য একেক উপায়ে তাদের পাবলিক ট্রান্সপোর্টেশোন সমস্যা সমাধান করে রেখেছে। এর মধ্যে আহমেদাবাদের বি আর টি এস বাস সার্ভিসটা খুবই ইউনিক মনে হলো। বাসের ভেতরের দৃশ্য দেখলে যে কারও এটাকে মেট্রো মনে করে ভুল হতে পারে। মেট্রোর মতনই বসার সিট খুবই কম। দাঁড়ানোর জায়গাই বেশি। আর একটু পর পর যান্ত্রিক কন্ঠে অ্যানাউন্সমেন্ট বাজছে ‘ ধেয়ান দিজিয়ে, আগলা স্টেশন অমুক অমুক-’ ঠিক যেন মেট্রোর মত। ভিড়ের মধ্যে চিড়ে চ্যাপ্টা হয়ে থাকতে থাকতেই হঠাৎ একটা স্টপেজ আসলো আর বাসের অর্ধেক লোক নেমে গেলো। আমরা একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। বাস এতই ফাঁকা হয়ে গেলো যে আমরা বসার সিটও পেয়ে গেলাম! অবশ্য বেশিক্ষণ বসতে না বসতেই আমাদের স্টপেজ আর টি ও রোড চলে আসলো। আমরা তাড়াতাড়ি করে নেমে পড়লাম। আমাদের নামিয়ে দিয়েই বাস হুউউশ করে চলে গেলো।

গুগল ম্যাপে দেখলাম যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আশ্রমটা খুব দূরে নয়, হেঁটেই যাওয়া যায়। কিন্তু এই বাস জার্নি শেষে কারও গায়ে আর কোন শক্তি নেই। তাই আমরা ২০ রুপি দিয়ে একটা অটো ভাড়া করলাম আশ্রম পর্যন্ত যাওয়ার জন্য। অটো আমাদের আশ্রমের গেটেই নামিয়ে দিলো। আমরা গেট দিয়ে ভিতরে ঢুকলাম। খুব সুন্দর শান্তি শান্তি পরিবেশ। চার পাশে সবুজ গাছপালা, ঝলমলে রোদ আর হাজারো পাখির কিচিরমিচির। ঢুকতেই সবার মন ভালো হয়ে গেলো।

প্রথমে গেলাম গান্ধী স্মারক সংগ্রহালয়ে। এটা একটা ছবির মিউজিয়াম। মহাত্মা গান্ধীর পুরো জীবন ও আদর্শ ধারাবাহিকভাবে সাদাকালো ছবির মাধ্যমে উঠে এসেছে। চার্লস কোরেয়ার ডিজাইন করা ইট আর কনক্রিটের তৈরি এই মিউজয়ামের প্রদর্শনীর কিছু অংশ সেমি আউটডোর অর্থাৎ খোলা বারান্দার মত জায়গা, কিছু অংশ ইন্ডোর অর্থাৎ রুমের ভেতর। আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম সব কিছু। মাঝে মাঝে দেখা হতে থাকে সীমান্ত, ইশতিয়াক, হিমি, নিশাত, তমা রিন্তু, সুহাইলা, নিলয়দের সাথে। পুরো প্রদর্শনী ঘোরা শেষে আমরা ঢুকি সুভেনিয়র এবং বুক শপে। সেখানে অনেকেই অনেক কিছু কিনলো। বাচ্চাদের জন্য গান্ধীর কমিক্স থেকে শুরু করে গবেষণা পত্র পর্যন্ত সব কিছুই পাওয়া যাচ্ছিলো। সুন্দর সুন্দর কলম, চাবির রিং, পেন ড্রাইভ, পোস্ট কার্ড, ঘড়ি অনেক কিছুই ছিলো। আমি ৫০ রুপি দিয়ে বাংলায় অনুদিত গান্ধীর আত্মজীবনী কিনলাম। সব শেষে মিউজয়াম থেকে বের হয়ে গেলাম।

দচ
‘My Life Is My Message’ – M.K Gandhi (কৃতজ্ঞতায় নিশাত তাসনিম দিশা)

এরপর গেলাম গান্ধীর বাড়ি দেখতে। সবরমোতি নদীর পাশে খুব সাধারন একটা কুটির। আমরা স্যান্ডেল খুলে ভিতরে ঢুকলাম। এত শান্তি লুকিয়ে আছে এই ছোট্ট কুটিরে বাইরে থেকে দেখে বুঝতে পারি নাই। প্রত্যেকটা জানালার সবুজ প্রাকৃতিক ক্যানভাস আর প্রাণ জুড়ানো মিষ্টি বাতাস মনের মাঝে ধীরতা, স্থিরতা আর প্রশান্তির উদ্রেক করে। দেখলাম গান্ধীর চরকা, অতি সাধারণ বসার আসন, গান্ধীর ব্যবহার্য সাধারণ জিনিসপত্র, ঘুমানোর জন্য সুতায় বোনা খাটিয়া। এক ঘর থেকে বারান্দা দিয়ে আরেক ঘরে যেতে লাগলাম আমরা। কি সাধারণ এই ঘর গুলোতে অসাধারণ সব মানুষজন এসেছিলেন…….. কতই না সামান্য সাধারণ ছিলো তাদের জীবন……………. অথচ কতই না বড় মাপের হৃদয় ছিলো তাদের………। আমরা এখান থেকে বের হয়ে খানিক্ষন বসলাম সবরমোতী নদীর তীরে। প্রচন্ড কড়া রোদে অবশ্য আমরা বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারলাম না। অল্প কিছুক্ষনের জন্যই দেখলাম টলটলে পানির সবরমোতি নদীকে। আমাদের বুড়িগঙ্গার মত এই নদীর দুই পারেও শহর। কিন্তু তারপরও কত সুন্দর অবস্থা এই নদীটার! আর আমাদের বুড়িগঙ্গা- থাক সে কথা আর নাই বা বলি।

আমরা দর্শনার্থীদের জন্য তৈরি বাথরুমে গেলাম। এখানকার বাথরুমটাও ভারি সুন্দর। অনেক চওড়া, প্রশস্থ আর আলোবাতাস পূর্ণ। আমরা খুব খুশি মনে হাতমুখ ধুয়ে নিলাম। একবার নয়- বেশ কয়েকবার! ফুরফুরে মনে এখান থেকে বের হয়ে আসলাম আমরা। এরপর অটো ঠিক করলাম আমরা- যাবো ‘ল গার্ডেন’।

অটোওয়ালা আমাদের নামিয়ে দিলো শহরের মধ্যে এক জায়গায়। সামনে হাত তুলে দেখিয়ে দিলো ‘ল গার্ডেন’। ল গার্ডেন একটা ছোট্ট পার্ক। এর বাইরের ফুটপাথের দুইপাশ জুড়ে সারি সারি দোকানপাট। আমরা ঠিক করলাম আগে খেয়ে নেই, তারপর ঘোরাঘুরি করা হবে। রুবাইদা গেলো স্ট্রিট ফুডের দিকে আর মিম ও অন্তরার সাথে আমিও ঢুকলাম ডমিনাস পিৎজাতে। কিন্তু ভেজ পিৎজা শেয়ার করার পার্টনার নাই বলে আমি বের হয়ে আসলাম ওখান থেকে। বের হয়ে রুবাইদাকে খুঁজতে লাগলাম। দেখি ও কাগজের বাটিতে করে মিহিদানা বা বুন্দিয়ার মত কি এক অদ্ভূত জিনিস খাচ্ছে। আমি জিজ্ঞেস করতেই ও বললো, এই জিনিসের নাম ওকে খিচুড়ি বলেছে। কিন্তু এটা হচ্ছে মশলা দিয়ে রান্না করা সাগুদানা। জিনিসটা খেতে মোটেও ভালো না। রুবাইদাকে দেখলাম বিরস বদনে ‘খিচুড়ি’ চিবিয়ে যাচ্ছে। রুবাইদার খাওয়া শেষে আমরা দুইজনে হেঁটে হেঁটে যেতে লাগলাম সেই ফুটপাথের দোকানপাটগুলোর দিকে।

সারি সারি দোকানপাট। সেগুলোতে ভর্তি গুজরাটি কাজ করা জামা কাপড়, জুয়েলারি, জয়পুরি স্যান্ডেল, ওয়ান পিস- এইসব জিনিস। গুজরাটি লেহেঙ্গা চোলিগুলোতে বড় বড় কাঁচের টুকরা বসানো, অনেক রঙের কাপড় জোড়া দিয়ে বানানো- চোখ ধাঁধাঁনো ঝকমকে। আমার চোখে কল্পনায় জয়পুরকে আমি এরকমই ভেবেছিলাম। এই রকম দেখলাম এসে গুজরাটে। আমরা এ মাথা থেকে ও মাথা হাঁটতে লাগলাম। আমার দুপুরে কিছু খাওয়া হয় নাই। একেবারে ল গার্ডেনের শেষে রাস্তার উল্টা পাশে একটা বড় শপিং মলের নিচে অনেকগুলো ফাস্টফুডের দোকান দেখে আমি থেমে গেলাম। সবগুলো দোকান দেখে শেষ পর্যন্ত একটা দোকানে ঢুকে ৬০ রুপি দিয়ে ভেজ বার্গার ফ্রেঞ্চ ফ্রাই আর কোক খেয়ে নিলাম। খেয়েদেয়ে আমরা আবার হাঁটতে লাগলাম। আশেপাশে অসংখ্য দোকান কিন্তু সব দোকানেই প্রায় একই জিনিস। আমরা এই গলি ছাড়িয়ে অন্য গলিতে ঢুকে পড়লাম। কিছুদূর হেঁটেই সন্ধান পেলাম ‘তক্ষশীলা’র। ‘তক্ষশীলা’ একটা চমৎকার বইয়ের দোকান। ভেতরে ঢুকেই আমাদের মন ভালো হলে গেলো। দারুন সুন্দর সুন্দর বই। ঝকঝকে সব বইয়ের মধ্যে এনিড ব্লাইটনের অনেক অনেক বই, ন্যন্সি ড্রিউয়ের ফুল কালেকশন আর হ্যাঁ- যেটার কথা কোনদিনই ভুলবো না সেটা হচ্ছে তিন বাক্স টিনটিনের অরিজিনাল ফুল সেট যার দাম ৮০০০ রুপি। নীল বাক্স থেকে একটা টিনটিন বের করে হাতে নিয়ে একবার দীর্ঘশ্বাস ফেললাম। পৃষ্ঠাগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখলাম- পুরা মাখনের মত, ঝকঝকে ছবিগুলা আমাকে তীব্রভাবে আকর্ষণ করতে লাগলো- কিন্তু কিছুই করার নাই! সবগুলা টিনটিন সেই বাচ্চাকাল থেকেই আমার বাসায় আছে, এই সেট কেনার কোন অর্থই হয় না। কিন্তু তারপরও আমার মন আঁকুপাকু করতে লাগলো। শেষমেশ সবার তাড়া খেয়ে আমি বইগুলো ছেড়ে উঠে আসলাম। আমাদের মধ্যে কেবল অন্তরাই ওর ভাইয়ের জন্য ‘টিন ডিটেক্টিভস’ এর মোটা মোটা কমিক্স কিনলো।

আমরা বের হয়েই একে ওকে ফোন দিতে লাগলাম। কারণ আমাদের মুভি দেখার জায়গা এখনও ঠিক হয় নাই। কোন এক ড্রাইভ ইন সিনেমাতে যাওয়ার কথা ছিলো কিন্তু সেটা ফাইনাল না। পরে আমরা ফোন দিয়ে জানলাম আমাদের যেতে হবে আমরা যেখান থেকে এসেছি সেখানে- আশ্রম রোডের শিব সিনেমা হলে। আমরা তক্ষশীলার সামনে থেকে ২০ রুপি দিয়ে অটো ঠিক করলাম। সেই অটো করে আমরা পৌঁছে গেলাম আমাদের সিনেমা হলের সামনে। ঠিক উল্টা পাশে আরেকটা সিনেমা হল থাকায় একটু কনফিউশন হচ্ছিলো যে কোনটা আমাদের সিনেমা হল, তারপর গিয়ে ঠিকঠাকটাতে গিয়ে হাজির হলাম। সিনেমা শুরু হতেও অনেক্ষন বাকি। আমরা লবিতে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুললাম। এর মধ্যেই দেখলাম মাইশা দুই হাত ভরে শপিং করেছে ‘ক্রস ওয়ার্ড’ থেকে। সবই স্টেশনারি। আমরা বেশ উত্তেজিত হয়ে দেখতে লাগলাম ওর জিনিসপাতি। এরই মধ্যে শোর সময় হয়ে গেলে আমরা ঢুকে পড়লাম। সিট বেশ আরামদায়ক আমাদের স্টার সিনেপ্লেক্সের মত। প্রথমে শামিতাভ, তারপর রয়ের ট্রেইলার চললো। তারপর শুরু হলো ‘বেবি’। নাম শুনে ভেবেছিলাম লেইম মুভি হবে বোধহয়। কিন্তু আমার আশংকা ভুল হলো। দারুণ থ্রিলার একটা মুভি- খুবই সুন্দর।

dc
সিনেমা হলে ঢুকার আগে লাউঞ্জে কতিপয় দ্বিমিকবাসী (কৃতজ্ঞতায় মোজাম্মেল হক জাফর)

মুভি শেষ হতে হতেই কমিটি আমাদের তাড়া দিতে লাগলো। ডিনারের জন্য বুকিং দেওয়া যেই জায়গা, সেখান থেকে ফোন আসছে। দশটার মধ্যে নাকি তাদের অর্ডার নেওয়া বন্ধ হয়ে যায়। আমরা সবাই ছুটতে লাগলাম। সারি সারি অটোরিক্সায় টপাটপ উঠে পড়তে লাগলাম আমরা। সবার গন্তব্য প্যারামাউন্ট হোটেল- তিন দরওয়াজা। প্যারামাউন্ট হোটেলে পৌঁছে ৫০ রুপি ভাড়া দিয়ে নেমে পড়লাম। তাড়াহুড়া করে ভিতরে ঢুকে দেখি কোথাও কোন বসার জায়গা নেই, সব কানায় কানায় পূর্ণ। আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলাম, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। তবে ওরা আশ্বাস দিলো যে কিছুক্ষনের মধ্যেই কয়েকটা টেবিল খালি হয়ে যাবে। সত্যি টেবিল খালি হওয়ার সাথে সাথে আমি, রুবাইদা, অন্তরা, মিম, সারা আর সুহাইলা একসাথে বসে পড়লাম। বাকিরাও ফাঁক ফোকর পেয়ে বসে যেতে লাগলো। আমাদের টেবিলে আমরা মিলেমিশে অর্ডার দিলাম- তিনটা প্রন পোলাও, ভেজ আমেরিকান চপ্সুয়ে, মাসালা চিকেন আর সাথে পেপসি। মুসল্মান হোটেল তাই চিকেন অর্ডার দিতে কোনই বাধা রইলো না। আমরা মজা করে খেলাম। রুবাইদা পেপসি অর্ডার দিতে চায় নাই, আমরা এক প্রকার জোর করে ওর পেপসিটা খেয়ে ফেললাম। হাহা হিহি গল্পগুজবের সাথে আমাদের খাওয়া দাওয়া চলতে লাগলো। এক সময় পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গেলো। শুধু রইলাম আমরা। তবুও যেন আমাদের গল্প শেষ হয় না।

কমিটি সবার বিল দিয়ে দিলো। আমরা যখন ভরপেট খেয়ে ওখান থেকে বের হয়ে আসি তখন বাজে রাত সাড়ে এগারটা। তিন দরওয়াজা পার হয়ে আমরা একটার পর একটা অটো নিতে থাকি। লাইন ধরে সব অটো চলতে থাকে ‘ত্রুপ্তি হোটেল’ এর উদ্দেশ্যে। আর আমরা অটোতে গাদাগাদি করে বসে খোশ গল্প করতে থাকি। হোটেলে পৌঁছানোর পর আমরা শুনি গোয়েল থেকে আমাদের লাগেজ নামানো হবে। সবাই হোটেলের সামনে ভীড় করে দাঁড়াই। এক সময় গোয়েল আসে, আমরা আমাদের লাগেজ টেনে টেনে রুমে নিতে থাকি। লাগেজ খুলে সব জিনিসপাতি গোছগাছ করতে থাকি। আমি আর মজুমদার মনের সুখে ‘আসো না’ গাইছিলাম। হঠাৎ দরজায় নক পড়ায় আমরা চুপ হয়ে যাই। দরজা খুলতেই শুভ উঁকি দিয়ে বললো, ‘মজা লস?’ আমাদের মুখে ওর গাওয়া গান শুনতে পেয়েই ও এসে হাজির হয়েছে।

শুভকে আমরা জানাই ডিনার খেয়ে আমরা ব্যাপক খুশি। আর মজুমদার বলে যে প্রতিদিন ১০০ রুপি ১০০ রুপি করে অ্যালাউয়েন্স দেওয়ার চাইতে আমাদের ব্যাপারগুলা ভালো হচ্ছে। এর আগে মানালির পার্টি, ডেজার্ট নাইট, আজকের মুভি আর ডিনার- এই গুলোই বেশি মজার। শুভ তখন বললো, ‘গোয়াতে গিয়ে এমন সারপ্রাইজ দিবো যে চোখে পানি চলে আসবে’। শুভ চলে গেলে আমরা লাগেজ গুছিয়ে শুয়ে পড়ি। আগামীকাল অনেক ‘শিক্ষনীয়’ জায়গায় যেতে হবে যার নাম CEPT।

 

 

The Mighty INDIA CALLING: পড়াশুনার শহর আহমেদাবাদ এবং হোটেল বিড়ম্বনা (পর্ব ২৩)

গোয়েলে এক বেলা ঘুম দিলে শরীরের তিনটা জায়গায় ব্যাথা করতে থাকে। এক নম্বর- ঘাড়, দুই নম্বর কোমর আর তিন নম্বর হাঁটু। এই তিনটা জায়গায় প্রথমে অল্প অল্প তারপর আস্তে আস্তে ব্যাথা বাড়তে থাকে। ব্যাথা করতে করতে যখন টনটন করতে থাকে তখন ঘুম ভেঙ্গে যায়। আমারও এরকম গভীর ঘুমের মধ্য থেকে  টনটনে ব্যাথার কারনে ঘুম ভেঙ্গে গেলো। আমি হালকা নড়াচড়া করে ব্যাথাটা কমিয়ে নিলাম। টের পেলাম ভোর হয়ে গেছে আর কোন এক রাস্তার ধারে আমাদের গোয়েল থেমে আছে। আমরা আহমেদাবাদ পৌঁছে গেছি। কমিটির লোকজন হোটেল খুঁজতে গিয়েছে। আমি আবার চোখ বুজে ঘুম দিতে লাগলাম।

একটু বেলা বাড়তেই বাসের লোকজন অল্প অল্প করে জেগে উঠতে লাগলো। ফিসফাস শুনতে পারছিলাম যে হোটেল পেতে নাকি সমস্যা হচ্ছে। একসময় সবাই জেগে উঠলাম। আমি ভালো করে চারপাশ তাকিয়ে দেখলাম। আমাদের বাস একেবারে একটা বড় রাস্তার পাশে পার্ক করা। রাস্তা দিয়ে হুশ করে বড় বড় বাস, প্রাইভেট কার যাচ্ছে। পাশেই ফ্রেশ হওয়ার মত একটা ছোট খাটো হোটেল আছে। অনেকেই নেমে  হাতমুখ ধুয়ে আসতে লাগলো। অনেকেই বাসেই গ্যাট মেরে বসে রইলো। জুবায়ের ওর কম্বলটা দিয়ে মুখটা ঢেকে বসে রইলো, দেখে মনে হচ্ছিলো ওটা শুধুই কম্বলের দলা। বাইরের হোটেল থেকে ফ্রেশ হয়ে তমা হ্যাভার স্যাকের সারি পার হয়ে সিটের দিকে আসতে লাগলো। জুবায়েরকে কম্বল মনে করে ও একবার ভুল করে জুবায়েরের মাথার ওপর হাত দিয়ে চিৎকার করে উঠলো। সবাই এক দফা হেসে উঠলো। কয়েক মিনিট পর নিশাতও ঠিক একই ভুল করে চিৎকার দিয়ে উঠলো। সবাই আবার হাসতে হাসতে গড়াগড়ি খেলো।

বাসে বসে আমরা অপেক্ষা করতেই লাগলাম। সেই অপেক্ষা আর শেষ হচ্ছে না। সত্যিই তাহলে আমাদের কমিটি হোটেল নিয়ে সমস্যায় পড়েছে। প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর সকাল দশটার দিকে শুভ বাসে সবার উদ্দেশ্যে বললো যে সত্যিই হোটেল পেতে সমস্যা হচ্ছে। কি এক বানিজ্য মেলা না কি যেন হচ্ছে এই শহরে। এই জন্য সব হোটেল বুকড। খালি পাওয়া যাচ্ছে না। কোন রকম একটা হোটেল পাওয়া গেছে কিন্তু সেখানে সবার জায়গা হবে না। কমিটি তাই বিশটা মেয়ে আর চারটা ছেলের নাম ঘোষনা করলো যারা এই হোটেলে যাবে। আর বাকিদের বাসে বসেই অপেক্ষা করতে হবে। এই বিশ জন মেয়ের মধ্যে আমার আর রুবাইদার নাম ছিলো। আমি ব্যাক প্যাক পিঠে নিয়ে নেমে পড়তে লাগবো এমন সময় দেখলাম মৌলির শরীর বেশ খারাপ কিন্তু ও নাম বলা হয় নাই। আমি অনেক বললাম যে আমি থেকে যাই আর ও চলে যাক, কিন্তু কিছুতেই ও রাজি হলো না। শেষমেষ কি আর করা, বাকিদের ফেলে রেখে আমরা নেমে পড়লাম বাস থেকে। আর ওদিকে অপেক্ষা করতে হবে শুনে জেরিন চটপট একটা মিনি প্যাক শ্যাম্পু খুলে মাথায় লাগিয়ে সেই হোটেলের হাত ধোয়ার বেসিনে গিয়ে মাথাটা ধুয়ে ফেললো। হোটেলের লোকজন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলো।

আমি, রুবাইদা, মিম আর অন্তরা ১০০ রুপি দিয়ে অটো ভাড়া করলাম- নারোলের বিটিআরএস ওয়ার্ক শপের উল্টাপাশের ‘ত্রুপ্তি হোটেল’। আমরা গুটিসুটি মেরে উঠে বসলাম অটোতে। অনেক্ষন পর অটো আমাদের এক জায়গায় এনে নামিয়ে দিতে চাইলো। আমরা হোটেল কোথায় জানতে চাইলে রাস্তার ওপারে দেখিয়ে দিলো। আমরা দেখতে পেলাম ত্রুপ্তি হোটেলের সাইন বোর্ড। আমরা বললাম একটু ঘুরিয়ে নিয়ে আসতে। অটোওয়ালা কিছুতেই রাজি হলো না। সে বললো যে সে আমাদের রাস্তা পার করে দিবে- চিন্তার কিছু নাই। আমরা ভাড়া মিটিয়ে দিলাম। লোকটা অন্তরার ব্যাগটা নামিয়ে দিয়ে কোন ফাঁক দিয়ে পালিয়ে গেলো আমরা টেরই পেলাম না।  প্রচন্ড ব্যস্ত রাস্তা দিয়ে ফুল স্পিডে গাড়ি যাচ্ছে। এর মধ্যে মালপত্র নিয়ে দুই নম্বুরি অটোওয়ালাকে বকতে বকতে আমরা কোন রকম রাস্তা পার হলাম।

হোটেলের নিচ তলাটা খাবার হোটেল। একটা সিড়ি বেয়ে আমরা দোতলার কাউন্টারে পৌঁছালাম। সেখানে রাজিবের সাথে ম্যানেজারের কথা শুনলাম। উনি বার বার জানতে চাইছেন কতজন মেয়ে আছে আমাদের সাথে। আমি রাজিবকে জিজ্ঞেস করলাম কি কাহিনি? রাজিব বললো উনারা চেষ্টা করছেন একই হোটেলে সবাইকে রাখার জন্য। সবাই না হলেও অ্যাট লিস্ট সব মেয়েদের একসাথে জায়গা দেওয়া যাবে কিনা সেই হিসাব করছেন। আমিও শুনে খুশি হলাম। একটু কষ্ট হলেও সবাই যদি একসাথে থাকা যায় সেটাই ভালো। আমি, রুবাইদা, মিম আর অন্তরা একটা রুম পেলাম দোতলায়। রুমটায় ঢুকে একটু হতাশ হলাম। ছোট অন্ধকার রুম, কোন জানালা নাই। কেমন একটা বদ্ধ বোটকা গন্ধ। কিন্তু কি আর করা, থাকার জায়গা পেয়েছি এই তো বেশি। আমরা একে একে সবাই ফ্রেশ হয়ে নেই। তারপর খেতে নামি নিচের দিকে।

রিসিপশনের সামনে দেখা হয় মজুমদার, আর মৌলির সাথে। আমাদের বাকি সবাইকে এই হোটেলেই জায়গা দেওয়া হয়েছে, তবে বেসমেন্টে। যাই হোক সবাই আমরা একই হোটেলে আছি, এটাই বড় কথা। ওরা দুইজন পেয়েছে একটা ডবল রুম। ওরা আমাকে অফার দিলো ওদের রুমে চলে যাওয়ার জন্য। আমার মনে হলো অফারটা ভালো। রুবাইদাও বললো আমাকে ওদের রুমে চলে যেতে। যাই হোক আমরা নিচে নেমে খেতে বসি। খেতে বসে অর্ডার দেই ভেজ পোলাও। খাওয়াটা খুবই মজা আর দাম অনেক কম। মাত্র ৪০ রুপি। আশেপাশে আমাদের যারা খেতে বসেছিলো সবাই জানালো যে প্রত্যেকের আইটেমই ভালো। শান্তকে দেখলাম ৬ রুপি দিয়ে আইস্ক্রিমের কাপ খেতে। ভাদিলালের আইসক্রিম। এত্ত সস্তা দেখে আমারও খুব খেতে ইচ্ছা করলো। কিন্তু পরে আরেকজনের লাচ্ছি দেখে সেটাই অর্ডার দিলাম। সাদা ঘন গ্লাস ভর্তি লাচ্ছি, এর মধ্যে রুহ আফজা, বাদাম, জেলো আর আইসক্রিম দেওয়া। চামচ দিয়ে খেতে হয়। ৩৫ রুপির লাচ্ছিটা খুবই মজা খেতে।

দারুন মজার এক মগ লাচ্ছি
দারুন মজার এক মগ লাচ্ছি

খাওয়াদাওয়া শেষে আমি আমার রুম থেকে মালপত্র নিয়ে বেজমেন্টে মজুমদারদের রুমে চলে আসি। বেজমেন্টের সিড়িটা দিয়ে ঢুকলে হাতের বাম পাশে প্রথম রুমটাই আমাদের। এছাড়া বেজমেন্টের বাকি রুমগুলোতেও সব আমাদের লোকজন। পুরো বেজমেন্টে কেমন যেন একটা ঘরোয়া পরিবেশ তৈরি হলো। সবাই বেশ হৈচৈ করতে লাগলো। আমি ব্যাগট্যাগ নিয়ে রুমে ঢুকলাম। এই রুমটাও ছোট্ট, কোন জানালা নাই, কিন্তু সেই গুমোট বোটকা কোন গন্ধ নাই। মৌলি গোসল করছে আর মজুমদার অলরেডি গোসল করে ফেলেছে। আমি ব্যাগ খুলে আমার জিনিসপত্র বের করে রেডি হয়ে বসে রইলাম, মৌলি বের হলেই আমি ঢুকবো গোসল করতে। মৌলি বের হলে আমি গোসলে ঢুকি আর ওরা খাওয়ার জন্য বের হয়ে যায়। এইখানে গরম পানির ব্যবস্থা নাই, কিন্তু কলের পানিটাই আরামদায়ক তাপমাত্রার। আমি শান্তিমত গোসল করলাম।

গোসল শেষে নামাজ পড়ে নিলাম। তারপর আমি দোতলার রুমে রুবাইদার সাথে দেখা করতে গেলাম। ওরা তিন জনও রেডি। আমাকে দেখেই বের হয়ে পড়লো। আমরা রিসেপশনের লোকটাকে জিজ্ঞেস করলাম আশেপাশে দেখার মতন কি কি আছে। সব শুনে বুঝলাম সস্তায় কেনাকাটা করার মতন জায়গা আছে একটা যেটা আমরা শুনে বুঝতে পারলাম না। লোকটা কাগজে হিন্দীতে কি যান একটা লিখে দিলো। আমরা বললাম বুঝি নাই, ইংরেজিতে লিখে দিতে। লোকটা একটু অবাক হয়ে লিখে দিলো ‘Lal Darwaja’ আর ‘Khamasa’। বললো বাসেও যেতে পারি, অটোতেও যেতে পারি। সব শুনেটুনে আমরা নেমে পড়ি অটো ঠিক করতে।

অটোওয়ালা আর অন্তরার মোবাইলের ‘অ্যারাউন্ড মি’ অ্যাপসের মধ্যে আপস করে আমরা রওয়ানা দেই ‘তিন দরওয়াজা’ নামক জায়গার দিকে। অটোতে করে ঘুরতে ঘুরতে আমি চারপাশটা দেখতে থাকি। আহমেদাবাদে প্রচুর মুসলমান। আমার কাছে দেখে মনে হলো আহমেদাবাদটা অনেকটাই বাংলাদেশের মতন। মানুষজন, পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি, অলিগলি, চিপাচাপা সবই আমার দেশের মতন মনে হলো। খালি রাস্তায় প্রচুর মোটর সাইকেল, আর মেয়ে মোটর সাইকেল চালক সংখ্যায় অনেক বেশি -যেটা আমাদের দেশে একেবারেই কম। সব মেয়েরা বিশেষ কায়দায় ওড়না দিয়ে মুখ আর চুল ঢেকে শুধু চোখ দুটো বের করে মোটর সাইকেল চালায়। প্রথমে দেখে আমি এটাকে হিজাব মনে করেছিলাম। কিন্তু পরে মনে হলো এটা মনে হয় ধুলা বালি থেকে মুখ বাঁচানোর উপায়। আমরা চিপাচাপা গলি দিয়ে যেতে থাকি। একসময় পাড়ার মসজিদ চোখে পড়ে। মুসল্লীরা দল বেঁধে বের হচ্ছে মসজিদ থেকে। কারুকাজ করে সাজানো বেশ কয়েকটা ঘোড়ার গাড়িও চোখে পড়লো। অনেক্ষন ঘুরেফিরে আমরা এসে থামলাম আমাদের গন্তব্যে।

আশেপাশে দেখে আমরা একটু ডান বামে তাকালাম। বেশ বিশাল বাজার বলেই মনে হলো। রাস্তার দুইপাশেই হকাররা বসে আছে। হকারদের বহর দেখে মনে হচ্ছে সামনে নিশ্চয়ই বিরাট কোন মার্কেট আছে। আমরা একদিক থেকে হাঁটা শুরু করলাম। প্রচুর হকার, প্রচুর ভিড়, ডাকাডাকি ধাক্কাধাক্কি – যেন পুরাই চাঁদনি চক গাউসিয়ার সামনের ফুটপাথ। সস্তা, চকচকে জিনিসপাতিতে ভরা চারপাশ। আমরা কোনমতে ভিড় ঠেলে ধাক্কাধাক্কি করে সামনে যেতে লাগলাম। কিন্তু কোন বড় মার্কেট আর দেখতে পাচ্ছিলাম না। কয়েকজনকে জিজ্ঞেস করলাম আমরা। জানতে পারলাম এখানে কোন বড় মার্কেট নাই, সবই রাস্তার হকার। আমাদের মন খারাপ হয়ে গেলো কারণ এইসব জিনিস তো আমরা কিনতে আসি নাই। রাস্তার এক ধারে দাঁড়িয়ে দিলাম খোঁজ অ্যারাউন্ড মিতে। অনেক চিন্তা ভাবনা করে আমরা ঠিক করলাম, যাবো আলফা ওয়ান শপিং মলে। অটো ঠিক করে রওয়ানা দিলাম ‘বস্ত্র পুর’ এর উদ্দেশ্যে।

এটা অনেক দূরের রাস্তা। আমরা আহমেদাবাদের পুরানো এলাকায় ছিলাম যেটা অনেকটা আমাদের পুরানো ঢাকার মত। এরপর একটা নদী পার হলাম যেটার নাম সবরমোতি। নদীটা পার হওয়ার পর থেকেই আমরা নতুন আহমেদাবাদ দেখতে পেলাম। নতুন চকচকে প্ল্যান করা শহর যেন বলে মনে হলো। ঠিক যেন আমাদের দেশের গুলশান বা বনানীর রাস্তাগুলো। সব ঝকঝকে দোকানপাট, ঝাঁ চকচকে দালান আর সাইন বোর্ড চোখে পড়তে লাগলো। বস্ত্র পুরে এসে যখন নামলাম আলফা ওয়ানের সামনে, সুন্দর চকচকে মার্কেটটা দেখে আমরা বেশ খুশি হয়ে গেলাম। বেশ বড় মলটা এল শেপের, বাইরে অনেক খোলা জায়গা, সেখানে অনেক গাড়ি আর মোটর সাইকেল পার্ক করা আছে। আমরা খুশি খুশি মনে ভিতরে ঢুকলাম।

নিচ তলায় বেশ বড় বড় লাইফস্টাইল স্টোর। আমরা সেরকম একটাতে ঢুকে গেলাম। অনেক বড় স্টোর। ঘুরতে ঘুরতে এখানে ফাস্ট ট্র্যাকের সেই ঘড়িটা পেয়ে গেলাম। সাথে আরও একটা গোবদা ঘড়ি ছিলো সেটাও পছন্দ হলো। দেশে ভাইয়াকে এস এম এস করে মডেল নম্বর পাঠালাম। ভাইয়া দেখে আমাকে আগের ঘড়িটাই সাজেস্ট করলো। বেশ কয়েকবার চিন্তা করলাম, ২০০০ এর মত রুপি খরচ করে এখনই ঘড়িটা কিনবো নাকি পরে ফেরার সময় কোলকাতা থেকে কিনে নিবো। এইসব চিন্তা মাথায় নিয়ে ঘুরতে লাগলাম। সুন্দর সুন্দর জামা কাপড় সাজানো আছে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মিম আর অন্তরা কসমেটিক কিনলো। আমরা এই স্টোরের বাইরে অনেক সুন্দর সুন্দর জামাকাপড়ের দোকান দেখলাম। কয়েকটা দোকানে দেখলাম ৭০% ছাড় দেওয়ার পরও দাম আমার সাধ্যের বাইরে। এর মধ্যেও বিবা, ফ্যাব ইন্ডিয়া, হ্যাম্লিস, এইসব দোকানে পারফিউম, কস্মেটিক্স, খেলনা এইগুলো আমরা দেখতে লাগলাম। এই দোকান ঐ দোকান দেখতে দেখতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে তা টের পাই নাই আমরা। দামি এই মার্কেটে ঘুরতে ঘুরতে আমার মনে হলো এখানকার জিনিস অনেক সুন্দর এবং একইসাথে দামও অনেক চড়া। এরই মধ্যে পেয়ে গেলাম একটা ফাস্ট ট্র্যাকের শোরুম। এইবার আমি সিদ্ধান্ত নিলাম, যা আছে কপালে- কিনে ফেলি ঘড়িটা। ঘড়িটা কিনে খুশি খুশি মনে গেলাম খাওয়া দাওয়া করতে ‘সাবওয়ে’ তে।

সাবওয়ের লোভনীয় ননভেজ মেনুগুলো বাদ দিয়ে আমি আর রুবাইদা অর্ডার দিলাম ১৩০ রুপির ভেজ আইটেম ‘চানা চটপটা’। রুবাইদার সেরকম ভালো না লাগলেও আমার কাছে খাবারটা পছন্দই হয়েছিল। পেট ভরে খেয়ে দেয়ে আমরা বের হলাম সাবওয়ে থেকে। মোটামুটি রাত ৮ টা বেজে গেছে। নিচে নেমে গেটের সামনে দাঁড়িয়ে আমরা অটো ঠিক করতে লাগলাম। অন্তরা চিৎকার করে ডাকতে লাগলো, ‘ও ভাইসাব, নারোল জাওগি কেয়া? চান্দোলা লেক, বি আর টি এস ওয়ার্কশপকে পাস?’। বেশিরভাগ অটোওয়ালাই যেতে চাইলো না। তারপর কোনরকম একটা অটো রাজি হওয়ার সাথে সাথেই আমরা উঠে পড়ি।

পুরো ইন্ডিয়াতে আমি বেশিরভাগ অটোতেই কারও না কারও কোলে চড়ে পার করেছি। আহমেদাবাদ আসার পর থেকেই রুবাইদার কোলে বসেই সারাদিন ঘোরাঘুরি করা হয়েছে। এবারও তাই হলো। আমরা গাদাগাদি করে বসলাম। অটো আমাদের নিয়ে ছুটতে লাগলো পুরানো আহমেদাবাদের দিকে। আমি গলা বাড়িয়ে দেখতে লাগলাম হলুদ সোডিয়াম আলোতে উদ্ভাসিত রাতের আহমেদাবাদ শহরকে। রাস্তা ভর্তি গাড়িঘোড়া, রাতেও প্রচুর মানুষজন চারপাশে। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলাম। আমাদের কথা শুনে অটোওয়ালা কি কি সব বলতে লাগলো, আমরা কিছুই বুঝতে পারলাম না। এখানকার লোকজনের ভাষায় হিন্দীর সাথে গুজরাটি ভাষা মিশানো থাকে। গুজরাটি টোনের হিন্দী আমাদের বুঝতে অনেক কষ্টই হয়। আমরা কোনরকম হ্যাঁ, না- এসব বলে বলে টাইম পাস করতে লাগলাম।

ওদিকে অটোওয়ালা অনেক দূর গিয়ে এক জায়গায় এসে আমাদের জিজ্ঞেস করতে লাগলো যে আমাদের হোটেল আর কত দূর, উনি নাকি রাস্তা চিনেন না। আমাদের মেজাজটা গেলো খারাপ হয়ে, ব্যাটা যদি আগে বলতো যে উনি রাস্তা চিনে না তাহলে তো উনাকে আমরা নিতাম না। আমরা বললাম উল্টা পালটা না গিয়ে রাস্তার কাউকে জিজ্ঞেস করে নিতে। উনি এক দোকানে গিয়ে জিজ্ঞেস করে বললো যে এটা নাকি আরও সামনে আর এজন্য ওনাকে আরও ২০-৩০ রুপি এক্সট্রা দিতে হবে। সব শুনে আমাদের মেজাজ বেশ খারাপ হয়ে গেলো অটোওয়ালার উপর। আমরা সেই মূহুর্তেই ভাড়া পরিশোধ করে অটো থেকে নেমে পড়লাম। তারপর পায়ে হাঁটা শুরু করলাম। প্রায় ১০-১৫ মিনিট হেঁটে আমরা পেয়ে গেলাম আমাদের ‘ত্রুপ্তি হোটেল’। সেই সকাল থেকেই আমাদের অভিজ্ঞতা থেকে আমরা টের পেলাম আহমেদাবাদ শহরের একমাত্র বিরক্তিকর জিনিস হচ্ছে ‘অটো’ আর ‘অটোওয়ালা’।

হোটেলে ফিরে বেজমেন্টের সিড়ি দিয়ে নিচে নেমে আমার রুমের দরজা খুললাম আমি। মজুমদাররাও ফিরে আসলো কিছুক্ষনের মধ্যে। ওদিকে হিমি, শুভ, সীমান্ত, ইশতিয়াক ওরা সবাই ওদের রুমের চাবি নিয়ে রুমমেট না আসা পর্যন্ত আমাদের রুমে বসে অপেক্ষা করতে লাগলো। আমাদের ছোট রুমটা হাসিতে আর আড্ডায় গমগম করতে লাগলো। আহমেদাবাদে এসে মোবাইলে নেটের হাই স্পিড পেয়ে অনেকেই বাসায় ভিডিও কনফারেন্স করে ফেলেছে। আমি রুম থেকে বের হয়ে বেসমেন্টের সিড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসায় ভিডিও কল দিলাম। অনেক দিন পর বাসার সবার চেহারা দেখলাম। আমার ছোট্ট ওয়াফি গোলাপি ফ্লানেলের জামা পরে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলো। অনেক্ষন ধরে কথা বললাম বাসার সবার সাথে। আমার বেজমেন্টের রুমটা দেখালাম। বাসার সবাই দেখলো আমার রুম ভর্তি মানুষজন গল্প গুজব করছে!

সবাই আস্তে আস্তে চলে গেলো আমাদের রুম ছেড়ে। পরেরদিন আমাদের মুভি দেখতে যাওয়ার এবং ডিনারের প্ল্যান সবাইকে রুমে রুমে এসে জানিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ গল্প গুজব করে আমরা লাইট নিভিয়ে ফ্যান ছেড়ে ঘুমিয়ে পড়লাম।