The Mighty INDIA CALLING: আগ্রায় একদিন এবং যথারীতি ফোর্ট ও তাজমহল দর্শন (পর্ব ১৬)

বাস বলতে গেলে প্রায় গভীর রাতেই আগ্রায় পৌঁছালো। কিন্তু আমরা কেউ নড়লাম না। কম্বল জড়িয়ে তার নিচেই পড়ে রইলাম। সারারাত আমার বিন্দু মাত্র ঘুম হয় নাই। ক্লান্তিতে দুই চোখ খুলতে পারছিলাম না। ঠান্ডা ওয়েদারের মধ্যে বাসের ভিতর আরাম করে বসে রইলাম আমরা। আলো ফুটতে শুরু করলে আমরা একটু একটু নড়তে থাকি। চোখ খুলে আমরা বুঝলাম আমরা আছি তাজমহলের পার্কিং লটে। কমিটির লোকজন যায় তানভীরের আব্বুর দেওয়া পারমিশন লেটার কাজে লাগিয়ে সাধারন টিকেট কাটতে। আর বাকি আমরা সবাই গুটি গুটি পায়ে বাস থেকে নেমে বাথরুমের দিকে রওয়ানা হই।

মেয়েদের বাথরুমটা খুবই চমৎকার। আমরা লাইন ধরে হাতমুখ ধুয়ে, দাঁত মাজতে লাগলাম। এতগুলো মানুষ আমরা একসাথে দাঁত মাজছিলাম- বেশ মজাই লাগছিলো। ফ্রেশ টেশ হয়ে আমরা আবার বাসের দিকে রওয়ানা দেই। সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম বেশ কয়েকটা হাইফাই টুরিস্ট বাস সাদা চামড়া টুরিস্ট নিয়ে আসলো। বুড়ো টুরিস্টদেরকে আবার তাদের গাইডরা হাত ধরে ধরে নামিয়ে দিচ্ছে। দেখে আমরা বেশ হাসাহাসি করলাম। ওদিকে কমিটির লোকজনকে ফিরে আসতে দেখলাম। ওরা এসে জানালো যে, এখানে অফিসাররা দশটার আগে আসবেন না। আর অফিসাররা না আসা পর্যন্ত এই পারমিশন লেটার রিসিভ করার এখতিয়ার কারও নাই। ওদিকে সারা এলাকায় এ কথা চাউর হয়ে গেছে যে বাংলাদেশ থেকে ৪৬ জনের একটা দল এসেছে। তাই এখন যদি আমরা ভিতরে ঢুকতে চেষ্টা করি তাহলে গেটে অবশ্যই আমাদের ধরে ফেলবে। ওদিকে সকাল দশটা বাজতে এখনও অনেক ঘন্টা বাকি। সব চিন্তা ভাবনা করে আমরা ডিসিশন নিলাম আপাতত তাজমহল যাওয়া হচ্ছে না। বাসে উঠে আমরা রওয়ানা দিলাম আগ্রা ফোর্টের দিকে।

আগ্রা ফোর্টে নেমে আমরা ২০ রুপি দিয়ে সাধারন টিকেট কেটে ভিতরে ঢুকার চেষ্টা করি। ফাহাদ টানা হিন্দিতে কথা বলে আমাদের টিকেট কেটে দেয়। কিন্তু লোকগুলো অত্যন্ত চাল্লু। তারা আমাদের দেখেই সন্দেহ প্রকাশ করতে লাগলো যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। এর মধ্যে রিন্তুর ব্যাগ সার্চ করে টাকা  উদ্ধার করলো এক মহিলা গার্ড। তখন আর কি করা, আমরা সবাই ৫০ রুপি দিয়ে সার্কভুক্ত দেশের টিকেট কেটে ভিতরে ঢুকি। ঢুকতেই উঁচু ওয়াল দিয়ে ঘেরা ঢালের উপর তিনটা গেট। গেটগুলোর পজিশন এমন যে একটা গেট থেকে অন্যটা দেখা যায় না। যুদ্ধ লাগলে এই গেটগুলো দিয়ে গরম তেল ঢেলে দেওয়া হতো শত্রুপক্ষের দিকে। ভিতরে ঢুকেই পুরো জায়গাটা এক বার চক্কর দিয়ে ফেলি। তারপর নোভাকে দেখি গাইড ঠিক করতে। এরপর গাইড নিয়ে আমরা আবার প্রথম থেকে ঘোরা শুরু করি। নিজে নিজে ঘুরলে আসলে কিছুই বোঝা যায় না। গাইডের কথায় পুরো আগ্রা ফোর্ট যেন জীবন্ত হয়ে ওঠে আমাদের চোখে।

একটা বড় সবুজ মাঠ পার হয়ে আমরা মূল অংশে ঢুকি। বিশাল গেটে আকবরের তিন স্ত্রীর জন্য হিন্দু, ইসলাম আর জৈন- এ তিন রকম ধর্মের প্রতীক ব্যবহার করা হয়েছে। সবার আগে দেখলাম লাল স্যান্ডস্টোনের জাহাঙ্গিরি মহল। এর সামনে আকবর বা জাহাঙ্গির কারও এক জনের পাথুরে বাথটাব দেখলাম। জাহাঙ্গিরি মহলের ভেতরটা ভালো করে দেখলাম। লাল পাথরের অপরূপ কারুকাজ, ভারী চমৎকার লাগলো দেখতে। এর পর যে অংশটায় ঢুকলাম সেখানকার মোটা ওয়ালের ভিতর দিয়ে পানি প্রবাহের ব্যবস্থা করে এসির মত টেম্পারেচার বানিয়ে ফেলার সিস্টেম দেখলাম। একটা মীনা মসজিদ দেখলাম। তারপর আঙ্গুরের বাগান। এই আঙ্গুর থেকে খুব সম্ভবত মদ তৈরি করা হতো।

তারপর গেলাম মুসাম্মান বুর্জে। এটা শাহজাহানের শোবার মহল। এখানে আওরঙ্গজেব শাহজাহানকে শেষ জীবনের ৮ বছর বন্দী করে রেখেছিলো। ততদিনে শাহজাহানের পাগলামি চরম রূপ ধারন করেছে। সাদা তাজের পর কালো গ্রানাইটের আরও একটা তাজ বানানোর ভূত তাকে তাড়া করে বেড়াচ্ছে। তাই আওরঙ্গজেবের পক্ষে পিতাকে বন্দী করে রাখা ছাড়া আর কোন অপশন ছিলো না। সাদা মার্বেলের এই মহলের বারান্দা থেকে আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে যমুনার ওপাশের তাজমহল দেখতেন আর কাঁদতেন। কাঁদতে কাঁদতে তার নাকি চোখের জ্যোতি কমে গিয়েছিলো। তখন তার মেয়ে মুসাম্মান বুর্জের দেয়ালে গর্ত করে কোহিনূর পুঁতে দিয়েছিলেন। দূর্বল চোখ জোড়া দিয়ে সেই কোহিনূরের মধ্যে তাজ মহলের রিফ্লেকশন দেখতেন শাহজাহান। এই বুর্জেই শাহজাহানের মৃত্যু ঘটে। এখান থেকে সিঁড়ি দিয়ে লাশ নামিয়ে নৌকা করে যমুনা নদী পার করে তাজ মহল নিয়ে যাওয়া হয়। পুরো মুসাম্মান বুর্জের বাইরের অংশে সাদা মার্বেলের উপর রঙ্গিন পাথরের ফুল, লতা পাতা ইন লে করে ঢুকানো। এই জিনিসটা কাছ থেকে দেখলে মাথা খারাপ হয়ে যায়। আর ভিতরে একটা দেওয়াল থেকে নেমে আসা ফোয়ারা আছে যাতে পুরো মহলে পানির নহর বইতে থাকে সবসময়। এছাড়া ভিতরের দেওয়ালে পাথরে গর্ত করে সোনা দিয়ে অর্নামেন্টেশন করা ছিলো। ইংরেজরা এসে আগুন দিয়ে গলিয়ে সব সোনা বের করে নিয়ে যায়। সে আগুনের পোড়া দাগ স্পষ্ট বোঝা যায়। মুসাম্মান বুর্জের বারান্দায় দাঁড়িয়ে যমুনার পাড়ে কুয়াশার ভিতর আবছায়া তাজ মহলকে দেখতে পেলাম। চোখ সরাতে পারছিলাম না সেই ছোট্ট ‘তাজ’ এর উপর থেকে।

asd
কুয়াশায় ঢাকা ছোট্ট তাজ (কৃতজ্ঞতায় নিশাত তাসনিম)

তারপর দেখলাম শাহজাহানের দুই অবিবাহিত মেয়ের জন্য দুইটি ছোট ছোট মহল। এগুলো দেখতে পাল্কির মতন। ছাদটা চৌচালা, সোনালি রঙের পিতলের। এই দুটা মহলের ছাদ নাকি সোনার তৈরি ছিলো। ইংরেজরা এসে সব সোনা তুলে নিয়ে যায়। পরে পিতল দিয়ে একটা ছাদ বানানো হয়। এর পাশেই আছে খাস মহল বা দিউয়ানে খাস। এটাও সাদা মার্বেলের তৈরি। এক সময় এর ভিতরেই ছিলো শাহজাহানের কোহিনূর হীরা খচিত ময়ুর সিংহাসন। এখন এর বাইরে আছে দুইটা সিংহাসন- একটা সাদা মার্বেলের অন্যটা কালো গ্রানাইটের। কালো সিংহাসনটা তখতে জাহাঙ্গির যার একটা কোনা ভাঙ্গা। যুদ্ধের সময় ইংরেজদের কামানের গোলা এসে এই সিংহাসনে লাগে, সেখান থেকে ছিটকে গোলাটা দিউয়ানে খাসের দেওয়ালেও গর্ত তৈরি করে দেয়। এখান থেকে সামনে তাকালে একটা বাগান চোখে পড়ে। এখানে আগে পুকুর ছিলো। সেখানে রঙ্গিন মাছ ঘুরে বেড়াতো। আকবর আর আকবরের স্ত্রী তীর ধনুক দিয়ে সেই মাছ শিকার করতো।

এই সবুজ ঘাসের জায়গাতেই ছিলো রঙ্গিন মাছের পুকুর
এই সবুজ ঘাসের জায়গাতেই ছিলো রঙ্গিন মাছের পুকুর

এরপর একে একে দেখলাম শাহী হাম্মাম, মোতি মসজিদ, নাগিনা মসজিদ, শিশ মহল। শিশ মহলের ভিতর তখন কাজ চলছিলো। আমরা ঢুকতে পারলাম না। তবে ফাঁক দিয়ে দেখলাম। এটা ছিলো শাহজাহানের স্ত্রীর সাজ ঘর। পুরো মহলটা ছোট ছোট কাঁচের টুকরা দিয়ে সাজানো। এর ভিতর একটা মোমবাতি জ্বালালে পুরো কক্ষটাই আলোকিত হয়ে উঠে। এছাড়া মুসাম্মান বুর্জ থেকে তাজ মহলের যে ভিউ দেখেছিলাম, সেখান থেকে অনেক দূরের আরেকটা বারান্দা থেকে তাজ মহলের ভিউ দেখে চমকে উঠলাম- এ কি, তাজ মহলকে আগের চেয়ে বড় মনে হচ্ছে তো!  অথচ এটা মুসাম্মান বুর্জ থেকে অনেক দূরে। ফিজিক্সের নিয়ম অনুযায়ী এখান থেকে তাজকে আরও ছোট দেখার কথা। একবার ভাবলাম চোখের ভুল। পরে গাইড হেসে জানালেন, এটা আসলে অপ্টিকাল ফ্রেমিং এর কারসাজি। এরকম আরও অনেক কারসাজি লুকানো আছে এই ফোর্টের আনাচে কানাচে। আমি পুরা তাজ্জব হয়ে গেলাম। এরপর দেখলাম দিউয়ানে আম। সাদা মার্বেলে ডাবল ডাবল আর্চ করা ভারি সুন্দর মহল। এখানে সিংহাসন থেকে তাকালে এক অদ্ভূত কারণে কলামের পিছনে বসে থাকা সব মানুষকেই দেখা যায়। এখানেও আগে একসময় সোনার কারুকাজ ছিলো।

এই সব দেখতে দেখতে মনে হচ্ছিলো আমি ফিরে গেছি সেই মুঘল আমলে। সেই শানদান, সেই বিলাসিতা, সেই আভিজাত্য, সেই মেধা যেন নিজের চোখে দেখতে পাচ্ছিলাম। গাইড আমাদের অনেক মজার তথ্য দিলেন। যেমন- আকবরের প্রিয় ছিলো রেড স্যান্ডস্টোন আর শাহজাহানের প্রিয় ছিলো সাদা মার্বেল। এই ফোর্টের যে অংশটুকু লাল সেটা আকবরের বানানো, আর যে অংশটুকু সাদা সেটা শাহজাহানের বানানো। এছাড়া মুঘলদের সময় দরজার প্রচলন ছিলো না। বড় বড় মহলের কোনটাতেই আমরা দরজা দেখি নাই। দরজার জায়গায় বড় বড় আংটা থেকে পরদা ঝুলানো হতো আর সব জায়গাতেই রক্ষী দাঁড়িয়ে থাকতো। আমরা গাইডকে ধন্যবাদ জানিয়ে তার পাওনা মিটিয়ে দিলাম। পার হেড খরচ পড়লো ৪০ রুপি করে। আমাদের এখান থেকে নড়তে ইচ্ছা করছিলো না। কিন্তু সবার তাড়া খেয়ে একসময় আস্তে আস্তে ফোর্ট থেকে বের হয়ে যেতে থাকি।

ফোর্টের বাইরে এসে রাস্তা পার হয়ে আমরা গোয়েলে উঠে বসি। সকালে কিছু খাওয়া হয় নাই। তারুপর এত হাঁটা হলো। কিন্তু কিছু কিনতে পারলাম না। বাস আমাদের নিয়ে রওয়ানা হলো হোটেলের খোঁজে। প্রকাশ টুরিস্ট কমপ্লেক্স নামের এক হোটেল ঠিক করা হলো। আমরা গোয়েল থেকে আমাদের লাগেজ নামিয়ে টেনে টেনে হোটেলের উঁচু প্লিন্থে তুলতে লাগলাম। এক তলায় আমাদের জন্য বরাদ্দকৃত রুমে লাগেজ রাখতে গেলে দেখলাম রুমটা অনেক ছোট। মজুমদার বললো এই রুমটা তিনজনের জন্য। আমাদের যেকোন একজনকে তিন তলায় অন্য একটা রুমে যেতে হবে। আমি কোন কিছু না ভেবেই বলে ফেললাম, ‘তোরা থাক, আমিই যাচ্ছি’। তিনতলায় এই লাগেজ টেনে টেনে তুলতে আমার ঘাম বের হয়ে গেল। তারপর অবশেষে বারান্দার শেষ মাথার রুমে গিয়ে হাজির হলাম। দেখি রুমে অলরেডি সুমাইয়া এসে বসে আছে। তারপর আসলো তমা, সব শেষে আসলো অবনী।

রুমটা হিউজ। অনেক বড়। বিছানাটাও বিশাল। চারজন কেন, অনায়াসে ছয় সাত জন এখানে থাকা যাবে। বাথরুমটাও অনেক বড়। সেখানে বিছানা ফেললেও দুই তিন জন আরামসে ঘুমাতে পারবে। বাথরুমের কমোডটা বেশ ইন্টারেস্টিং। এটাকে চাইলে ইচ্ছামত হাই কমোড বা লো কমোড হিসেবে ব্যবহার করা যেতে পারে। আমরা তাড়াতাড়ি ফ্রেশটেশ হয়ে নিলাম। দুপুর বেলায় বাইরের ঠান্ডা অনেক কমে গেছে। সব সোয়েটার খুলে একটা মাত্র সোয়েটার ব্যাগে ঢুকিয়ে বের হয়ে পড়লাম। আমি আর রুবাইদা গেলাম হোটেলের সামনে ফৌজি ধাবা নামের এক খাওয়ার দোকানে। আগ্রা টুরিস্ট শহর বলেই হয় তো এই দোকানে সব কিছুর দাম বেশি। আমাদের অনেকেই এখানে কয়েকটা আইটেম অর্ডার দিলো। কোনটাই তেমন ভালো ছিলো না। আমরা অর্ডার দিলাম ৮৫ রুপির ভেজ চাওমিন। প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পর যখন চাওমিনটা আমাদের সামনে আসলো, দেখেই আমার তেমন সুবিধার মনে হলো না। মুখে দিয়ে দেখলাম- আমার সন্দেহই ঠিক। চাওমিনটা শক্ত, ঠিকমত সিদ্ধ হয় নাই আর সাথের সবজি গুলো অলমোস্ট কাঁচা। অত্যন্ত বিস্বাদ এই চাওমিন খেতেও ভয় লাগছিলো, পেটে সইবে তো!

যাই হোক কোন রকম চাওমিন খেয়ে আমরা আবার আমাদের হোটেলের সামনে ফেরত আসি। সেখানে মজুমদার আমাদের ইন্সট্রাকশন দেয়। যেহেতু আগ্রা ফোর্টে আমরা ধরা খেয়েছি, তাই তাজ মহলে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এইখানে ধরা খেলে ব্যাপক গচ্চা দিতে হবে। আগেরবার সবাই দল বেঁধে ঢুকেছিলাম, এই বার আমরা ছোট ছোট দলে দুই তিন জন করে করে যাবো। এবং আমরা যে একটা টিম সেটা কোন ভাবেই তাজমহলের বাইরে এমনকি ভিতরেও প্রকাশ করা যাবে না। ভিতরে আর বাইরে নাকি প্রচুর দালাল ঘোরাফেরা করে। সব কিছু শুনে আমি বেশ থ্রিল ফিল করলাম। সব কিছু বুঝিয়ে দিয়ে মজুমদার, ইশতিয়াক আর নিলয় রওয়ানা দিলো। ওদের সাথে দূরত্ব রেখে আমি আর রুবাইদা রওয়ানা দিলাম।

আমাদের হোটেল থেকে তাজ বেশ কাছেই ছিলো। আমরা হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম। টিকেট কাউন্টারের কাছে আসতেই আমি আর রুবাইদা আলাদা হয়ে গেলাম। আমি রাস্তার একপাশে পাথুরে বসার জায়গায় বসলাম। রুবাইদা অন্যপাশে মজুমদার আর ইশতিয়াকের সাথে বেশ দূরত্ব বজায় রেখে বসলো। রুবাইদা বেশ আয়েশ আয়েশ ভঙ্গিতে বসে থাকলো। আমি চোখের কোনা দিয়ে দেখতে লাগলাম। নিলয় এর মাঝে কই উধাউ হয়ে গেছে কে জানে। মজুমদার আর ইশতিয়াক খুব স্বাভাবিকভাবে কথা বলছিলো। আমার আর রুবাইদার টিকেট ওদের কেটে দেওয়ার কথা। তাই আমি লক্ষ্য রাখছিলাম ওরা কি করে। এক পর্যায়ে মজুমদার টিকেট কাটে। তারপর রুবাইদাকে পাস করে যাওয়ার সময় কোন কথা না বলে দুইটা টিকেট ওর কোলের উপর রেখে চলে যায়। রুবাইদা রাস্তা পার হয়ে এসে একটা টিকেট আমার সামনে রেখে বিড়বিড় করে বলে, ‘আমি যাওয়ার কিছুক্ষন পর তুমি রওয়ানা দিও’। তারপর উল্টা ঘুরে রুবাইদা হাঁটা দেয়। আমি তখন উত্তেজনায় টগবগ করছিলাম। আমার মনে তখন মিশন ইম্পসিবলের থিম মিউজিক বাজতে লাগলো। আমার মনে হচ্ছিলো আমি বোধহয় মিশন ইম্পসিবল মুভির মত কোন মিশনে অংশ নিচ্ছি। চারিদিকে শত্রুর দল। এর মাঝে নিজের পরিচয় গোপন করে কড়া সিকিউরিটি চেকিং পার হয়ে দূর্গে ঢুকতে হবে। অত্যন্ত প্ল্যানড উপায়ে আমরা ঠান্ডা মাথায় আমাদের মিশনকে সাক্সেস্ফুল করার জন্য চেষ্টা করছি!

আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রুবাইদাকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে দেখলাম। ঘড়ি ধরে ঠিক তার দুই মিনিট পর আমি উঠে দাঁড়ালাম। সোজা হাঁটতে লাগলাম গেটের দিকে। একা একা চারপাশটা দেখতে দেখতে আমি এগিয়ে যেতে লাগলাম। চারপাশে নানা বয়সী অনেক মানুষ, সারা ইন্ডিয়ার থেকে মনে হলো যেন মানুষ এসেছে। সাউথ, মারাঠি, গুজরাটি সব ধরনের পোশাক পরা মানুষ দেখলাম।  লাইন ধরে ধরে ভিতরের দিকে যাওয়ার সময় আমি মেয়েদের লাইনের দিকে গেলাম। আমার কপাল ভালো, লাইনে আমার সাথেই দাঁড়ালো বোরখা পড়া এক মুসলমান পরিবার। অনেক বাচ্চাকাচ্চা নিয়ে সেই চার পাঁচ জন মহিলা নিজেরা কথা বলতে বলতে আমার আসে পাশে এসে ভিড় করলো। যে মহিলা আমাকে চেক করছিলো সে আমাকেও নিশ্চয়ই ওই পরিবারের কেউ মনে করলো। আমার দিকে কোন সন্দেহর দৃষ্টি না দিয়েই আমাকে ভিতরে ঢুকার জন্য ছেড়ে দিলো। আমি বুকে আটকে থাকা নিশ্বাসটা ছেড়ে দিলাম। যাক বাবা, মিশন সাকসেসফুল।

আমি তাড়াতাড়ি করে গেটের ভিতর দিয়ে হেঁটে ঢুকে গেলাম। চার পাশে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলাম পরিচিত কাউকে দেখতে পাওয়া যায় কিনা। একা একা হাঁটতে হাঁটতেই গাছ তলায় রুবাইদাকে বসে থাকতে দেখলাম। আমি হাসি হাসি মুখে এগিয়ে গেলাম। রুবাইদাও আমাকে দেখে এক গাল হাসি দিলো। যাই হোক ২০ রুপির টিকেট দিয়েই ভিতরে ঢুকতে পারলাম। এবার দেখা যাক ‘তাজ মহল’।

আদস
সাদা ধব্ধবে রাজসিক তাজ মহল (কৃতজ্ঞতায় নিশাত তাসনিম )

একটু এগিয়ে যখন একটা আর্চের ভিতর দিয়ে দেখতে পেলাম সাদা ধবধবে বিল্ডিংটাকে, বুঝলাম সত্যি সত্যি এসে গেছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের সামনে। চারটা মিনারের মধ্যে বসে থাকা এই রাজসিক মহলের দিকে হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া আর কোন উপায় ছিলো না। তাজকে নিয়ে আর কি বলবো, যারা একবার গিয়েছে তারা তো দেখেছেই, আর যারা যায় নাই তাদের বুঝাতে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই। ঘ্যাচ ঘ্যাচ করে ছবি তুলতে লাগলাম আমরা। ধীরে ধীরে এগিয়ে কাছে যেতে লাগলাম। যত কাছে যাচ্ছিলাম ততই মহলটার স্কেল বাড়তে লাগলো। শত শত মানুষের সাথে আমরা স্যান্ডেল জমা দিয়ে লাইন ধরে তাজ মহলের বেসে উঠলাম। ঠান্ডা সাদা মার্বেলের সাথে আমার পায়ের স্পর্শ হওয়ার সাথে সাথেই এক ধরনের শিহরন লাগলো। সেই কত শত বছর আগে মুঘল বাদশাহরা এই সাদা মার্বেলের উপর দিয়ে হেঁটে গেছেন, কত হাজার হাজার শ্রমিকের নিঁখুত হাতের ছোঁয়ায় মসৃন চারকোনা হয়েছে এই মার্বেল- আজকে আমি ধরে দেখছি সেই মার্বেল!

আমরা চারপাশে ঘুরতে লাগলাম। যমুনা নদীকে দেখলাম শুকিয়ে একটা নালার মত হয়ে আছে। রেড স্যান্ডস্টোনের তৈরি মসজিদটাও দেখলাম। তারপর লাইন ধরলাম তাজের ভিতরে ঢুকার জন্য। বিশাল লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকার সময় ধরে ধরে দেখছিলাম মার্বেলে খোদাই করা প্রত্যেকটা শিরা উপশিরা আর রেনুসহ জ্যান্ত ফুলগুলো, তাদের নুয়ে পড়া পাপড়ি আর পাতাগুলো। শক্ত পাথরে খোদাই করা ফুলগুলোর মধ্যে এমনই কমনীয়তা আছে মনে হচ্ছিলো আঙ্গুল লাগলেই তারা নড়ে উঠবে। একসময় ভিতরে ঢুকলাম লাইন ধরে। একেবারে মধ্য খানে টম্ব চেম্বারটা বেশ অন্ধকার। উপরে টিমটিমে একটা সাদা লাইট জ্বলছে। এখানে আছে শাহজাহান আর মমতাজের কবরের উপরিভাগ। এই বরাবর নিচেই শুয়ে আছে শাহজাহান আর মমতাজ। আগে নিচে যাওয়ার একটা রাস্তা সবার জন্য খোলা ছিলো। এখন সেখানে আর কাউকে যেতে দেয় না। আমরা তো আর নিচে যেতে পারছি না, মার্বেলের জালির মধ্য দিয়ে কবরের উপরিভাগটাই দেখলাম। আমার এক সময় মনে হলো, এত শান শওকত, এত স্থাপত্য, এত মুগ্ধতা, এত বাহবা- সব কিছুই আছে মাটির উপরে। মাটির নিচের জগতে যারা শুয়ে আছেন শত শত বছর ধরে তাদের কাছে এইসব তো অর্থহীন। মৃত্যু পরবর্তী জীবনে এইসবের কোন অস্তিত্ব কি তারা টের পাচ্ছেন?

আমরা মুগ্ধ হয়ে সব দেখতে লাগলাম। ভেতর থেকে একসময় বের হয়ে আসলাম। ততক্ষনে সূর্য হেলে পড়তে শুরু করেছে। লোকজনও সবাই কমতে শুরু করেছে। আমরা দ্বিমিকবাসীরা অল্প অল্প করে জড়ো হতে লাগলাম। চটপট করে বাংলাদেশের পতাকা বের করে তাজ মহলের সামনে গ্রুপ ফটো তুলে ফেললাম। ওদিকে সিকিউরিটি সবাইকে বের হয়ে যাওয়ার জন্য বলতে লাগলো। আমরা খুব আস্তে আস্তে বের হওয়ার রাস্তার দিকে আগাতে লাগলাম। ততক্ষনে অন্ধকার নেমে গেছে আর পুরো কমপ্লেক্স খালি হয়ে গেছে। আমরা বার বার ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলাম তাজকে। যখন বিকালের সূর্য ছিলো তখন এক রকম রূপ, সূর্য ঢলে পড়তেই অন্য রকম রূপ, আর এখন অন্ধকারে আবার যেন রূপ বদলে গেলো তাজের। অন্ধকারের মধ্যেও সাদা আলোর একরকমের দ্যুতি ছড়াতে লাগলো তাজ। আর ভিতরের টিমটিমে আলোটাই যেন পুরো কমপ্লেক্সের এক মাত্র আলোর উৎস হিসেবে জ্বলজ্বল করতে লাগলো। শুনশান নিরবতায়, জনমানব শুন্য এই জগতে স্রেফ দুটা কবরের উপর আলো পড়তে লাগলো। কবর দুটোকে যেন পরম মমতায় আগলে ধরে রেখেছে শ্বেত শুভ্র, রাজকীয় এক ‘তাজ মহল’।

বের হবার সময় শেষ বারের মত মনে তাজ মহলকে বিদায় জানালাম। তারপর আবিষ্কার করলাম যে গেট দিয়ে বের হয়েছি, সেটা আসলে অন্য গেট। আশে পাশে খাবারের দোকান দেখে নোভারা ঢুকে পড়লো। আমি আর রুবাইদা হাঁটতে লাগলাম। দুপাশের সুভেনিয়র শপের লোকরা পারলে আমাদের হাতে তুলে দেয় তাজ মহলের রেপ্লিকা। অন্ধকারের মধ্যে তাদের হাঁকডাক উপেক্ষা করে আমরা সামনের দিকে হেঁটে যেতে লাগলাম। রাস্তা ঘাট কিছু চিনতে পারছি না। হোটেলের কার্ড থেকে ঠিকানাটা বের করে দেখলাম। আশেপাশের লোকগুলোকে জিজ্ঞেস করতে সাহস হচ্ছিলো না, যদি ভুল পথে পাঠিয়ে দেয় আমাদের! যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে এক দুই জন লোককে জিজ্ঞেস করে যখন হাঁটতে হাঁটতে আমরা একটু পরিচিত রাস্তা পেলাম তখন রাত আটটার মত বাজে। আমরা আগের ফৌজি ধাবায় আর গেলাম না। বরঞ্চ একটা টং ঘরে ১৫ রুপি দিয়ে বোম্বে টোস্ট কিনলাম। এক ঠোঙ্গা ভর্তি করে বোম্বে টোস্ট দিলো। আমরা সেই ঠোঙ্গা নিয়ে রুমে ঢুকলাম।

রুবাইদাও আমার সাথে আমার রুমে আসলো। ও দুঃখ করে বলল নিচের রুমটা খুবই জঘন্য। বাথরুমের অবস্থাও খুব বাজে। আমরা বললাম আমাদের এখানে ওকে থেকে যেতে কিন্তু ও মৌলি আর মজুমদারকে ছেড়ে ও থাকতে রাজি হলো না। আমরা রুমে বসে বসে সেই বোম্বে টোস্ট খেলাম। রুবাইদা খানিক্ষন গল্পগুজব করে চলে গেলো। ওদিকে নোটিশ এসেছে যে আমাদের ভারী ভারী লাগেজ প্রতিবার বাসে উঠানো এবং নামানো অত্যন্ত কষ্টকর ব্যাপার। এই জন্য ঠিক হয়েছে আমাদের সব দরকারি মালপত্র ব্যাকপ্যাকে ভরে নেওয়া হবে যাতে আগামী কয়েকদিন সুটকেস বাস থেকে না নামালেও কোন অসুবিধা না হয়। সেই অনুযায়ী আমি আমার ব্যাকপ্যাক থেকে কম্বল বের করে লাগেজে ঢুকালাম। আর আগামী কয়েকদিনের জামাকাপড় ব্যাকপ্যাকে ভরে নিলাম। এই করতে করতে অনেক রাত হয়ে গেলো। তারপর আমরা গল্প গুজব করতে করতে শুয়ে পড়লাম। বিশাল বিছানা। ইচ্ছা মত হাত পা ছেড়ে ঘুমালাম।

 

The Mighty INDIA CALLING: একটি ‘মোঘলাই’ সমাধি এবং ওভারলোডেড খাওয়াদাওয়া (পর্ব ১৫)

সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলো। তাড়াহুড়া করে যখন নিচে নামলাম তখনই বাস প্রায় ছেড়ে দিবে দিবে ভাব। হোটেল থেকে বের হতেই দেখি গলিতে মানুষ জন বড় বাঁশ, দড়ি, ডেকচি নিয়ে ঘোরাঘুরি করছে। ঘটনা কি বুঝলাম না। আমি একটু হেঁটে রাস্তার পাশের দোকানে গরম গরম ভাজা ডাল্পুরি দিয়ে নাস্তা সেরে ফেললাম। ১৫ রুপিতে দুইটা ডালপুরি। পাশেই আবার ডিম সিদ্ধ করা হচ্ছে। রুবাইদার উৎসাহে আমিও ওর সাথে ১০ রুপি দিয়ে ডিম সিদ্ধ কিনে খেলাম। নিজের কাছেই অবিশ্বাস্য লাগছিলো যে আমি বেড়াতে এসে পয়সা খরচ করে ডিম সিদ্ধ কিনে খাচ্ছি, সো অ্যামেজিং!

খেয়ে দেয়েই দৌড় লাগালাম গোয়েলে উঠার জন্য। গোয়েলে উঠে দেখি মেয়েরা অনেকেই সালোয়ার কামিজ পরেছে। দেখতে সবাইকে সুন্দর লাগছিলো। কয়েক জন এসে পৌঁছানোর আগেই দেরি হয়ে যাচ্ছে বলে বাস ছেড়ে দিলো। আমাদের প্রথম গন্তব্য হুমায়ুন্স টম্ব। ঝলমলে রোদের মধ্যে আমরা চলতে শুরু করলাম। আমার বেশ গরম লাগছিলো। একটা সোয়েটার খুলেই ফেললাম। খানিক্ষন পরেই পৌঁছে গেলাম হুমায়ুন্স টম্বে। বাস থেকে নেমে কমিটির লোকজন টিকেট কাটতে গেলো। আমরা ১০ রুপি করে জমা দিলাম টিকেট কাটার জন্য। টিকেট পেয়ে আমরা লাইন ধরে ভিতরে ঢুকতে লাগলাম।

বিশাল বিশাল গেটের ভিতর দিয়ে ঢোকার সময় কেমন যেন এক অদ্ভূত প্রশান্তির অনুভূতি হচ্ছিলো। মেইন টম্বে ঢোকার আগে ধাপে ধাপে ইতিহাসের বর্ননা ছিলো। হুমায়ুনের কথা, তার বীরত্বের কথা, এই কমপ্লেক্স বানানোর কথা, এর তুর্কি আর্কিটেক্টের কথা, চারবাগের আইডিয়ার কথা, রেড স্যান্ডস্টোনের জালি বানানোর কথা, কেমন করে এগুলো ক্ষতিগ্রস্ত কয়ে ছিলো সেই কথা, তারপর আবার কেমন করে এগুলো রেনোভেশন করা হয়েছে তার কথা- এই সব দেখতে দেখতে আমি আর সামনে যেতেই পারছিলাম না। এত সুন্দর করে সব বর্ণনা করে রেখেছে যে না দেখেও যেতে ইচ্ছা করছে না। কিন্তু এক সময় টের পেলাম অনেক সময় লাগবে সব পড়তে গেলে। শেষে কি আর করা সব না পড়েই ছুটতে শুরু করলাম। অবশেষে দেখা পেলাম চার বাগের মধ্যখানে দাঁড়ানো সেই টুকটুকে লাল বিল্ডিঙের- ‘হুমায়ুন্স টম্ব’।

হুমায়ুনের সমাধি
হুমায়ুনের সমাধি

আমরা সিঁড়ি বেয়ে যখন অনেক উঁচু প্ল্যাটফর্মটিতে উঠতে গেলাম তখন দেখলাম সিঁড়ির রাইজার অমানুষিক উঁচু। আমরা প্রায় হাঁপিয়ে গেলাম। টনটনে পা নিয়ে একসময় উপরে উঠে গেলাম আমরা। কি যে ভালো লাগছিলো বলা যাবে না! আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক কবর- এগুলো সবই মুঘল বংশের সদস্যদের কবর। আর ভেতরে তাকিয়ে দেখলাম হুমায়ুনের কবরের উপরের ঢিবিটা। চারপাশে সবুজ ঘাসের বাগানের মাঝখানে এরকম জায়গায় কবর না হয়ে যদি থাকার জায়গা হতো তা হলে মনে হয় বেশি ভালো হতো। তবে নিশ্চয়ই চারপাশের যে শান্তিময় পরিবেশটা আছে, কবরবাসীদের মৃত্যু পরবর্তী কবর জীবনটাও  যেন এইরকম শান্তির হয় সেই কথা চিন্তা করেই এ রকম স্ট্রাকচারটা বানানো হয়েছে। কিন্তু কোথাও কবরবাসীদের জন্য বসে দোয়া করার  জায়গা দেখলাম না। পুরা জায়গাটাকেই দর্শনীয় স্থান হিসেবে বানিয়ে রাখা হয়েছে। উপর থেকে দাঁড়িয়ে যখন চারপাশটা দেখছিলাম তখন ভীষণ শান্তির এক অনুভূতি লাগছিলো। জায়গাটার মেইন্টেনেন্স অত্যন্ত ভালো। শুধু চারবাগের সেই সব অত্যাশ্চর্য পানির নহর গুলো নেই। বাদবাকি সব কিছুই অত্যন্ত যত্নের সাথে রক্ষা করেছে ভারত সরকার। রাজকীয় সেই টম্ব কমপ্লেক্স থেকে নেমে আসতে আসতে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিলো মনের ভেতর। মনে হচ্ছিলো মুসলমান হয়ে মৃত্যুর পরে সমাধির জন্য যাদের এত রাজকীয় ব্যাপার স্যাপার, জীবদ্দশায় কি বিপুল সম্পত্তিই না তারা ইহজীবনে ভোগ করে গেছে। আবার মনে হচ্ছিলো কি মেধা আর সম্পদই ছিলো আমাদের, স্যান্ডস্টোন আর সাদা মার্বেলের কি নিখুঁত কারুকাজ করার দাপট, বেহেশ্তের কন্সেপ্টের কি অপরূপ বাগান আর প্রাকৃতিক নহরকে কৃত্রিমভাবে ব্যবহার করার কি কৌশলই না ছিলো তাদের- অবিশ্বাস্য!

এই টম্ব থেকে বের হয়ে দেখলাম এখানে আরও অনেকগুলো সমাধি আছে। সব গুলোতে যাওয়ার আর সময় হলো না। দৌড়ে দৌড়ে দেখে এলাম ইশা খানের গার্ডেন টম্ব, হালিমা বুর টম্ব, আফসার ওয়ালা টম্ব -এই গুলো। আমার খুব ইচ্ছা করছিলো আরও কিছুক্ষন থেকে ধীরে ধীরে সব কিছু দেখতে, কিন্তু সবাই তাড়া দিতে লাগলো- বাস নাকি ছেড়ে দিবে। আজকে শুক্রবার, জুম্মার নামাজ আছে।  কি আর করা, কিছুটা অতৃপ্তি নিয়েই বের হয়ে আসলাম এই কমপ্লেক্স থেকে। বের হয়ে দেখি সবাই এক আইস্ক্রিম ওয়ালাকে থামিয়ে আইস্ক্রিম খাচ্ছে। আমিও খেলাম শীতের মধ্যে আইস্ক্রিম- মাদার ডেইরির স্ট্রবেরি ক্রাশ মাত্র ৩৫ রুপি দিয়ে। অনেক মজা ছিল আইস্ক্রিমটা। মুখে দিলেই স্ট্রবেরির বিচি গুলো দাঁতের মধ্যে কিচ কিচ করছিলো।  আমি অন্য ফ্লেভারগুলোও টেস্ট করে দেখলাম। সবগুলোই মজার।

আমরা গোয়েলে উঠে বসলাম। কিন্তু ইশতিয়াক, নিলয় আর শুভকে পাওয়া গেলো না। ওদের ছাড়াই আমরা রওয়ানা হয়ে গেলাম। মিনিট খানেক পর ওরা বাসের পিছনে দৌড়াতে দৌড়াতে আসলো। ওরা বাসে উঠলে সবাই ওদের বেশ পঁচালো। এবার আমাদের গন্তব্য জামে মসজিদ। আগের বার যারা ঠিকমত খেতে পারে নাই তারা প্ল্যান করলো এই গিয়ে কি কি খাবে। যারা আগেরবার ‘করিমস’ এ খেয়েছিলো তারা অন্যদের বলে দিলো যে দাম আন্দাজ খাবার তেমন আহামরি কিছু না। আমরা সব কিছু প্ল্যান করতে করতেই চলে আসলাম জামে মসজিদের কাছাকাছি। গোয়েল আমাদের নামিয়ে দিলো। আমরা হাঁটতে লাগলাম। আগেরবার বৃষ্টি থাকায় রাস্তা অনেক নোংরা ছিল। আজকে কড়কড়ে রোদ থাকায় রাস্তাটা আগের দিনের মত আর নোংরা লাগলো না। জামে মসজিদের পাশে হঠাৎ বিরাট এক দাড়িওয়ালা ছাগল দেখলাম। অবনী আবার সেটার সাথে পোজ মেরে ছবি তুললো। আগের মত জমজমাট খাবারের দোকান গুলো পার হয়ে লাগলাম। অনেক ভীড় রাস্তায়। আমরা ঠিকমত হাঁটতেই পারছিলাম না। মনে হলো জুম্মার জামায়াত ভেঙ্গেছে। লোকে লোকারন্য ফুটপাথের মধ্যে হারিয়ে যেতে যেতে নিশাত, রিন্তু, তমাদের সাথে আমি, রুবাইদা, অন্তরা, মিম ঢুকে পড়লাম ‘আল জাওয়ারিহি’ নামের এক হোটেলের দোতলায়।

এই হোটেলটা বেশ বড়। আমি মেনু দেখে ৯ রুপির নান আর ৪৫ রুপির শিক কাবাব অর্ডার দিলাম। আসতে একটু সময় লাগলো। আমরা চারপাশ দেখতে লাগলাম। অনেক বিদেশি এসেও খাচ্ছে এখানে। হোটেলের পরিবেশটা আমার কাছে আমাদের দেশের স্টার কাবাবের মত লাগলো। খাবার আসার পর ঝাঁপিয়ে পড়লাম খাবারের উপর। মজা করে খেলাম কাবাবটা। খাওয়া দাওয়া শেষে ভাবলাম আবার কই না কই যাবো, একটু বাথরুমে যাওয়া দরকার। লোকজনকে জিজ্ঞেস করতেই সবাই দেখিয়ে দিলো উপরে উঠার সিঁড়ি। আমরা সিঁড়ি বেয়ে তিনতলায় উঠলাম। সেখানে একটা মাত্র বাথরুম। তাতে আমরা লাইন দিলাম। তবে বাথরুমটা ছোট হলেও পরিষ্কার, সব চেয়ে বড় কথা এই বাথরুমে একটা বদনা আছে। ইন্ডিয়াতে কলকাতার বাইরে এই প্রথম কোন বাথরুমে বদনা দেখতে পাই। হাত মুখ ধুয়ে শেষমেষ আমরা বের হয়ে যাই।

এবার হাজির হই কল্যান সুইটসে। আগেরবারের বাদাম দুধের দুঃখ ভুলতে গিয়েই অর্ডার দেই ২৬ রুপির সেই জিনিস। এমনিতেও পেট ভরা ছিল। পুরো এক গ্লাস খেয়ে শেষ করতে পারবো না বলেই মনে হচ্ছিলো। অন্তরার সাথে শেয়ার করি সেই গ্লাস। জিনিসটা এত্ত ঘন, মনে হচ্ছিলো যেন সুস্বাদু কোন ফিরনি খাচ্ছি গ্লাসে করে। কল্যান সুইটস থেকে বের হয়ে এবার সোজা হাঁটা দেই মসজিদের দিকে। অনেক সিঁড়ি পার হয়ে উঠতে থাকি জামে মসজিদের গেটের দিকে। গেটে এক লোক আবার বাধা দিলো ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে। আমি আর রাত্রি বোকার মত দাঁড়িয়ে রইলাম। আশেপাশে খুঁজলাম ক্যামেরা জমা দেওয়ার কোন জায়গা আছে কিনা। কিন্তু সেরকম কিছু পেলাম না। এক সময় গেট থেকে সেই লোকটা সরে যেতেই আমি আর রাত্রি সুড়ুৎ করে ভিতরে ঢুকে পড়লাম।

চমৎকার স্থাপত্যশৈলীর জামে মসজিদ
চমৎকার স্থাপত্যশৈলীর জামে মসজিদ

ভিতরে পা রাখলাম রেড স্যান্ডস্টোনের বিশাল প্রান্তরের উপর আর অন্য মাথায় দেখতে পাচ্ছিলাম লাল, সাদা পেয়াজাকৃতি গম্বুজ ওয়ালা মসজিদটাকে। সেই শাহজাহানের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কত কোটি কোটি মানুষ নামাজ পড়তে এসেছে এই জায়গায়- মসজিদটাকে দেখে আমার মনে তাই এক ধরনের শিহরন জাগলো। আমি ভালো করে দেখতে লাগলাম। চারপাশে উঁচু দেয়াল দিয়ে ঘিরে রাখা প্রান্তরটিতে শুধুই এই রুচিশীল মসজিদটা দাঁড়িয়ে আছে রাজার মত। আর তার সামনে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে শত শত কবুতর। মসজিদ বরাবর ঠিক সামনে ছোট একটা হাউজের মত। সেখানে লোকজন সবাই ওযু করছে। আমি ধীরে ধীরে ঢুকে পড়লাম মসজিদটিতে। নামাজের ওয়াক্ত নেই বলে সেখানে লোকজন প্রায় নেই বললেই চলে। বিশাল বিশাল কারুকাজ করা আর্চের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিজেকে অনেক ক্ষুদ্র মনে হচ্ছিলো। শুভ, জুবায়েরকে দেখলাম দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। এত বড় স্থাপনা্‌ কিন্তু কেমন যেন নিস্তব্ধভাব, আবার ঠিক নিস্তব্ধও নয় ভেসে ভেসে আসা শব্দের জোরে কেমন যেন থমথমেভাব।

আমি খুঁজতে লাগলাম মেয়েদের নামাজ পড়ার জায়গা কোথায় আছে। শেষ মেষ অনেক খোঁজাখুঁজি করে আবিষ্কার করলাম মেয়েদের আলাদা কোন জায়গা নাই, যেকোন খানেই নামাজ পড়া যায়। তারপর আমি আর রুবাইদা বাউন্ডারি ওয়ালের পাশে এক জায়গায় বসে তাড়াহুড়া করে যোহরের নামাজ আদায় করে দুই রাকাত নফল নামাজ পড়লাম। তারপর বসে অপেক্ষা করতে লাগলাম আসরের ওয়াক্তের জন্য। বসে বসেই দেখলাম অবনী হাউজের পানি দিয়ে ওযু করছে। কয়েকজন বিদেশিকে ঘোরাঘুরি করতে দেখলাম। অনেকেই লুকিয় লুকিয়ে টুকটাক ছবি তুলতে লাগলো। অবশেষে আসরের নামাজ পড়ে আমি, রুবাইদা আর অবনী বের হয়ে আসলাম জামে মসজিদ থেকে।

এরপর হাঁটতে লাগলাম রেড ফোর্টের দিকে। হঠাৎ দেখলাম এক লোক কিউই ফল কেটে বিক্রি করছে। অবনীকে দেখলাম লাফিয়ে লাফিয়ে কিউই কিনতে, এটা নাকি ওর খুব প্রিয় ফল। ওকে দেখে আমারও খুব খেতে ইচ্ছা করলো। কিন্তু দুপুরের শিক কাবাব, নান আর বাদাম দুধ খাওয়ার পর পেট পুরো টইটুম্বুর ছিলো। খাবো কি খাবো না ভাবতে ভাবতেই ১০ রুপি দিয়ে কিউই কিনে খেয়ে ফেললাম। হালকা স্বাদের রসালো ফলটার উপর বিট মশলা ছিটিয়ে দিয়েছে। খেতে ভালই লাগলো। আবার হাঁটতে লাগলাম। নেতাজী সুভাস মার্গ মেইন রোডে উঠে বাম দিকে হেঁটে রেড ফোর্টের দিকে যেতে লাগলাম। রাস্তা পার হতে আমাদের সেই বেগ পেতে হলো। অবশেষে রাস্তা পার হয়ে আমরা রেড ফোর্টের সামনে আসলাম। অবনী টিকেট কেটে আনলো। আমরা ভিতরে ঢুকে পড়লাম।

আমরা ঢুকলাম লাহোর গেট দিয়ে। ঢুকতেই সামনে পড়লো এক বিশাল মীনা বাজার। সবগুলো দোকানই সুভেনিয়র শপ। ছোটবেলায় বিভিন্ন মানুষের কাছ থেকে গিফট পাওয়া কাঁচ বসানো কলম, নোটবুক, চাবির রিং, কাঠের আয়না, কাঠের কলম এই সব জিনিস গুলোকে ঝলমল করতে দেখলাম দোকানগুলোতে। রুবাইদা এক দোকানে ঢুকে মেটাল আর পাথরের মিনা করা ঢাউস সাইজের আংটি কিনলো। আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। হঠাৎ দেখি অনেকে ফেরত চলে আসছে। কারণ জিজ্ঞেস করতেই অদিতি বললো, সব কিছু নাকি বন্ধ করে দিচ্ছে আর তেমন ভালো কিছু নাকি দেখার নাই। আমরা পা চালিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু কিছুদূর যেতেই গার্ড টাইপের একজন সামনে আর যেতে নিষেধ করলো। ৫টার সময় সব বন্ধ হয়ে যাবে। তাই আমাদের আর ঢুকতে দিলো না। কি আর করা, আমরা আবার উল্টা দিকে হেঁটে সেই মিনা বাজারের ফেরত আসলাম। অনেককেই দেখলাম মজার মজার জিনিস কেনাকাটা করতে। অদিতি ছোট ছোট কাঠের দাবার বোর্ড কিনলো অনেকগুলো। ১৫০ রুপি করে একেকটার দাম পড়েছে। ও আফসোস করে বললো, দাম বোধহয় আরেকটু কমানো যেতো। এখান থেকে কোথায় যাবো সেটা ঠিক করার চেষ্টা করতে লাগলাম। প্ল্যান অনুযায়ী আমাদের বাসে করে ইন্ডিয়া গেট যাওয়ার কথা। কিন্তু যাদের জিজ্ঞেস করলাম তারা কেউই ইন্ডিয়া গেট রাজি নয়। কারন দিল্লী আসার পর থেকে আসা যাওয়ার পথে আমরা প্রায় দুই তিন বার ইন্ডিয়া গেট দেখে ফেলেছি। এখন সেখানে গিয়ে নেমে দেখার কোন মানেই হয় না।

আগ্রা ফোর্টের মিনা বাজার
আগ্রা ফোর্টের মিনা বাজার

দেখলাম বেশির ভাগ মানুষ শপিং করতে যেত চায় ক্যারোলবাগ। আমরাও ঠিক করলাম ক্যারোল্বাগ যাবো। ফোর্ট থেকে বের হয়ে সামনে আমরা সবাই জড়ো হলাম। দেখলাম কেউই ইন্ডিয়া গেট যেতে চায় না। পরে ঠিক হলো বাসে করেই আমরা ক্যারোল বাগ যাবো। আমরা লাইন ধরে হেঁটে হেঁটে সূর্যাস্তের সময় গোয়েলের কাছাকাছি পৌঁছালাম। ওরা বাস ড্রাইভারকে বলতেই ওনারা রাজী হয়ে গেলো যে পার্কিং এ যাওয়ার আগে আমাদের ক্যারোলবাগ নামিয়ে দিতে পারবে। কিন্তু বাসে উঠে আবিষ্কার করলাম নোভা, বাঁধন, মৌলি, উর্মি, জাফর, চিং – ওরা সবাই ইন্ডিয়া গেট যাওয়ার জন্য বসে আছে। আমরা সবাই ক্যারোল্বাগ যাবো শুনে ওরা মনে করিয়ে দিলো যে প্ল্যান অনুযায়ী এখন ইন্ডিয়া গেট যাওয়ার কথা। প্ল্যান চেঞ্জ যে হয়েছে- সেটা সবাইকে না জানিয়ে হুট করে কেন করা হলো সেটা নিয়ে হঠাৎ কথা উঠতে লাগলো। এক পর্যায়ে অবনী, শুভ ওরা রাগ করে বাস থেকে হুট করে নেমে গেলো। আমি দৌঁড়ে গিয়ে অবনীকে থামালাম। অবনী গিয়ে শুভকে বুঝিয়ে ধরে নিয়ে আসলো। ওদিকে সীমান্ত ড্রাইভারের সাথে আলোচনা করতে গেলো যে যদিও দুইটা উল্টা পথ, তারপরও কোনভাবে দুই জায়গাতেই বাস নেওয়া যায় কিনা। ড্রাইভার পরে রাজী হলো আগে ইন্ডিয়া গেট হয়ে পরে ক্যারোলবাগ আমাদের নামিয়ে বাস পার্কিং করতে যাবে। ততক্ষণে ইন্ডিয়া গেট পার্টি আবার ডিসিশন নিয়ে ফেলেছে যে ওরা বাস থেকে নেমে নিজেদের মত ইন্ডিয়া গেট যাবে। তখন সীমান্ত আবার চেতে যায়, কারণ ও এতক্ষণ ধরে ড্রাইভারকে বুঝিয়ে এসেছে যে আমরা দুই জায়গাতেই যাবো। শেষমেশ সবাই মুখ গম্ভীর করে বসে থাকে আর আমাদের নিয়ে গোয়েল রওয়ানা দেয়।

গোয়েল আমাদের নিয়ে প্রথমে ইন্ডিয়া গেটের দিকে যেতে থাকে। পুরো বাসে একমাত্র মৌলি আর চিং হাসিমুখে কথা বলে ব্যাপারটাকে খুব স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করতে থাকে। ওদিকে রুবাইদা চোখ বন্ধ করে ঘুম দেয়। আমরা বাকি সবাই চুপচাপ বসে থাকি। ইন্ডিয়া গেট আসলে ওরা সবাই নেমে যায়। এরপর আমরা যেতে থাকি ক্যারোলবাগের দিকে। কিন্তু রাস্তায় অনেক জ্যাম। জ্যামে বসে থাকতে থাকতে বিরক্তি ধরে যায়। ওদিকে আটটার দিকে আবার ক্যারোল্বাগ বন্ধ হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই। অনেক জ্যাম ঠেলে একসময় আমাদের এক জায়গায় বাস নামিয়ে দিলো। আমরা সেখান থেকে হাঁটতে লাগলাম। যখন পৌঁছাই ততক্ষনে দোকান পাট প্রায় বন্ধ হই হই করছে। হিমি একটা দোকানে ঢুকে টপ্স কিনতে লাগলো। রাস্তার উপর অনেকেই পালাজ্জো আর ওয়ান পিস সাজিয়ে রেখেছে। সেখান থেকেও অনেকে কেনা কাটা করতে লাগলো। কৌশিক সব কিছুই মাপ দিয়ে দেখছিলো শান্তার সাইজের হবে কিনা! আমার ইচ্ছা ছিলো ফাস্ট ট্র্যাকের একটা ঘড়ি কিনবো। আগের বার যখন দিল্লী আসি তখন রাজীব চকে ফাস্ট ট্র্যাকের একটা ঘড়ি খুব পছন্দ হয়েছিলো আমার। পরে চন্ডীগড়ে গিয়ে খুঁজেছিলাম কিন্তু ফাস্ট ট্র্যাকের শো রুম পাই নাই। ফাহাদ আমাকে বলেছিলো ক্যারোল্বাগে ফাস্ট ট্র্যাকের সবচেয়ে বড় শো রুম আছে। তাই এখানে এসে আমি ঢুকতে চাইলাম ফাস্ট ট্র্যাকে। কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে দোকানপাট সব বন্ধই না হয়ে যায়। আমি রুবাইদাকে সাথে নিয়ে খুঁজতে যাই দোকানটা। কিন্তু রাস্তার দুপাশে একে একে সব দোকান বন্ধ হয়ে যেতে দেখে অনেক দূর হেঁটে গিয়েও আবার ফেরত আসি। ফুটপাথে একজনকে অনেকগুলো ক্লাচ ব্যাগ সাজিয়ে রাখতে দেখি। আমি ৩০০ রুপি দিয়ে তিনটা ব্যাগ কিনি। অনেকে আবার ম্যাকডোনাল্ডে খাওয়াদাওয়া করতে যায়। নিরিবিলি হলুদ সোডিয়াম লাইটের আলোতে হেঁটে হেঁটে কিছু দূর গিয়ে আমি, রুবাইদা, হিমি আর সীমান্ত অটো ভাড়া করে রওয়ানা দেই হোটেলের উদ্দেশ্যে। আমাদের পার হেড ভাড়া পড়ে ২৪ রুপি। আমার আর রাতে খাওয়ার কোন ইচ্ছা ছিলো না। দুপুরের খাওয়াটা তখনও ঠিকমত হজম হয় নাই। পেট ভার হয়ে ছিলো। ঠিক হলো সীমান্ত আর রুবাইদা হোটেলের কাছে নেমে যাবে খাওয়ার জন্য আর আমরা হোটেলে চলে যাবো।

হোটেলের কাছাকাছি এসে আমরা আর গলি চিনতে পারি না। চিনবো কেমন করে- আমাদের গলিতে যে বিয়ের আয়োজন হচ্ছে! সারা গলিতে প্যান্ডেল টানিয়ে, ঝলমলে আলো জ্বালিয়ে, জোরে গান ছেড়ে ধুমধাড়াক্কা বিয়ের আসর বসেছে। আমাদের অবস্থা এমন যে হোটেলে ঢুকতে হলে বিয়ের অনুষ্ঠানের ভিতর দিয়ে যেতে হবে। কি আর করা, আমরা লাইন ধরে গলি তথা প্যান্ডেল তথা বিয়ের অনুষ্ঠানে ঢুকলাম। পুরা গলি জুড়েই প্যান্ডেল টানানোর ফলে অনেক বড় বড় বসার জায়গা, খাওয়ার যায়গা আর রান্না করার জায়গা পাওয়া গেছে। প্রথমে যে জায়গায় ঢুকলাম সেটা ছিলো বসার জায়গা। অনেক চেয়ার সাজানো। একটা স্টেজও দেখলাম তবে বর বা কনে নেই। খালি স্টেজ। আশেপাশে মহিলারা চকমকে পাথর দেওয়া শাড়ি পরে কড়া মেকাপ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছোট ছোট ছেলেরা দেখলাম গানের তালে তালে হাত পা ছেড়ে নাচা নাচির চেষ্টা করছে। এরপর পার্টিশন পার হয়ে আমরা খাওয়ার জায়গায় ঢুকলাম। এখানে মনে হলো বুফে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেক রকমের খাওয়া, কোনটার আবার খালি ডিশ পড়ে আছে। এরপর যে জায়গাটায় গেলাম সেটা রান্নাঘর। বড় বড় ডেকচিতে খাবার ঢেকে রাখা হয়েছে। কয়েকটা ডেকচি আবার খালি হয়ে পড়ে আছে। এর ঠিক পরেই ডেকচি, প্লেট, গ্লাস ধোয়ার জায়গা। সবই ধোয়া হচ্ছে রাস্তার উপরে। কিন্তু আমাদের সেই ধোয়াধায়ি করার জায়গা পর্যন্ত যেতে হলো না, তার আগেই আমাদের হোটেলের দরজা পেয়ে গেলাম। ভিতরে ঢুকতেই রিসিপশনের লোকটা আমাদের দেখে এক গাল হাসি দিলো। উনি জানালো এখানে এভাবে গলিতেই বিয়ের আয়োজন করা হয়। আশেপাশের মানুষের একটু কষ্ট হলেও কেউ কিছু বলে না। সবাই মেনে নেয়। আমরা জিজ্ঞেস করলাম ওনারা দাওয়াত পেয়েছে কিনা। উনি জানালো গলির বিয়েতে দাওয়াত লাগে না। এমনিই যাওয়া যায়। চাইলে আমরাও যেতে পারি, কোন সমস্যা নাই। উনারা আরেকটু পরেই বিয়ে খেতে যাবেন।

রুমে ফেরার পর থেকেই পেটে কেমন অস্বস্তি হতে লাগলো। আগেই বুঝেছিলাম দুপুরে এত কিছু খাওয়া ঠিক হয় নাই।  আমার রুমমেট সবাই চিন্তায় পড়ে গেলো আমার অসুস্থতা দেখে। হঠাৎ মজুমদার বোতলের পানিতে ইনো গুলিয়ে দিলো। বললো চটপট খেয়ে ফেলতে। আমি আগে কখনও ইনো খাই নাই। উপায় না দেখে ঢকঢক করে ইনো মিশানো পানি খেতে লাগলাম। তারপর বোতলটা মজুমদারের হাতে রেখে আমি দৌঁড়ে বাথরুমে গিয়ে ভক করে বমি করে দিলাম। বমি করে আমার একটু শান্তি শান্তি লাগলো। আমার রুমমেটরা ভয় ভয় চোখে তাকিয়ে রইলো। আমি ওদের আশ্বস্ত করলাম যে কোন সমস্যা নাই, আমি আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি। তার পর সবাইকে বললাম আমাদের বাথরুম ইউজ না করে যেন অন্যদের রুমের বাথরুমে সবাই যায়। তারপর ধীরে সুস্থে ব্যাগ গুছাতে শুরু করলাম।

সব কিছু গুছিয়ে আমরা আস্তে আস্তে একটামাত্র লিফট দিয়ে লাগেজ নামাতে থাকি। তারপর গোয়েলের পিছনে লাগেজ জমা দিয়ে বাসে উঠে বসি রাত সাড়ে ১১টার দিকে। আমাদের লাগেজ এত বেশি হয়ে গিয়েছিলো যে পিছনে আর আঁটছিলো না। তারপর আমাদের ইশতিয়াক, নিলয়সহ আরও কয়েকজন মিলে বড় বড় ভারি ভারি লাগেজগুলো এক হাতে ধরে ধরে বাসের ছাদে উঠিয়ে দিলো। এই অবর্ণনীয় কষ্ট ওরা কেমন করে করলো ওরাই জানে। সব শেষে ওরা বাসে উঠলো। আমাদের যাত্রাও শুরু হলো আগ্রার পথে। সিরিয়াল অনুযায়ী আজকে আমাদের পিছনে বসার কথা। রাত্রি বসলো জানালার পাশে, তার পাশে আমি, রুবাইদা, সুমাইয়া, সৃষ্টি, পৃথ্বী। সেই শুরুতে কলকাতার পর আবার ৯০ ডিগ্রি আঙ্গেলের সিট। তবে আশার কথা জার্নিটা বেশি বড় না। রাত্রির হাড্ডিসার কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছিলাম। তবে সারা জার্নিতে ঘুম আসলো না বললেই চলে।

The Mighty INDIA CALLING: পুনরায় দিল্লীতে এবং একটি মন্দির ও দরগা দর্শন (পর্ব ১৪)

দিনে যখন ঘুম ভাংলো, তখন ঘাড় আর কোমরে টনটনে ব্যাথা। ঘাড় মালিশ করতে করতে ছোট্ট সিটের মধ্যে নিজের পা টা মেলে ধরার চেষ্টা করছিলাম। কিন্তু তেমন কোন লাভ হচ্ছিলো না। আর বাসও টানা চলছিলো। থামাথামির যেন কোন বালাই নেই। বাসে গ্যাট মেরে বসে থাকা ছাড়া আর কোন উপায়ও ছিলো না। কি আর করা, আমরা নিজেদের মধ্যে গল্পগুজব করতে লাগলাম।

প্রায় দুপুর ১২টার দিকে আমরা দিল্লী পৌঁছালাম। সেই আগের ইউ কে হোটেলে উঠি। কিন্তু এইবার আমরা বরাদ্দ পাই সব পচা পচা রুম। প্রথমে আমরা একটা রুমে যাই, সেটার বাথরুম থেকে বোঁটকা এক রকম গন্ধ বের হচ্ছিলো। তাড়াতাড়ি সেইটা বদলে আমরা আরেকটা রুমে উঠি। এই রুমটা অনেক ছোট। রুমে আমাদের লাগেজ গুলো রাখার পর আর তেমন জায়গাই ছিলো না। আর বাথরুমটা খুবই পচা। সেটাতে টিমটিম করে একটা হলুদ লাইট জ্বলছিলো যেটা ভিতরের পরিবেশকে আরও জঘন্য করে দিচ্ছিলো। আমরা রুম পেয়ে খুব মন খারাপ করলাম। কিন্তু কি আর করা, হোটেল মালিক যে এরকম ধড়িবাজ সেটা কি আর আগে জানতাম? ওরা সবাই ঠান্ডা পানি দিয়ে গোসল করে। আমি মৌলির হিটারটা দিয়ে পানি গরম করে নেই। গোসল করতে গিয়ে আমার গা ঘিনঘিন করছিলো। কোনমতে তাড়াতাড়ি করে বাথরুম থেকে বের হই।

আগের সারাদিনে আমি শুধু একটা স্যান্ডুইচ আর এক প্যাকেট চিপস খেয়ে ছিলাম। আর সকালেও কিছু খাওয়া হয় নাই। আমরা তাই তাড়াতাড়ি করে বের হই খাওয়ার জন্য। হোটেলের কাছেই একটা দোকানে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছিলো। লোকটা হালাল বলাতে ৪০ রুপি দিয়ে এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দেই। পিয়াজের টুকরা দিয়ে সাজিয়ে এক প্লেট বিরিয়ানি এসে হাজির হয় সামনে। আমি গোগ্রাসে খাই। খাওয়া দাওয়া শেষে তৃপ্তির ঢেঁকুর তুলে আমরা বের হয়ে আসি। আমরা যাওয়ার সিদ্ধান্ত নেই অক্ষরধাম টেম্পল। কিভাবে যাবো জানতে চাইলে একেকজন একেক রকম কথা বলে। দিল্লীর লোকজনকে কোন কথা জিজ্ঞেস করে লাভ নাই বুঝে আমরা ট্রাফিককে জিজ্ঞেস করি যে কেমন করে অক্ষরধাম টেম্পলে যাওয়া যেতে পারে।

আমরা ৬০ রুপি দিয়ে আগের মত অটো ভাড়া করে রাজিব চকে যাই। সেখান থেকে আগের বার যে মেট্রো স্টেশনে গিয়েছিলাম সেখানে যাই। টোকেন কাটি অক্ষরধামের। মেট্রো আসতেই ঠিক ঠিক চড়ে বসি। সব মেট্রো পাতাল দিয়ে যায়, কিন্তু এই মেট্রো হঠাৎ করে পাতাল ফুঁড়ে আকাশে উঠে গেলো। ঝলমলে দিনের আলোয় নিচে দেখা গেলো দিল্লী শহর। একটু পর পর অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো একেকটা স্টপেজের। আমরা কান খাড়া করে বোঝার চেষ্টা করছিলাম কোন স্টপেজের কথা বলে। একটু পর পর খেয়াল করছিলাম আমাদের স্টপেজ আসে কিনা। আমাদের অবস্থা দেখে একজন জিজ্ঞেস করে আমরা কোথায় যাবো। অক্ষরধাম যাবো শুনে উনি বলে আপনাদের তো মেট্রো মাঝে বদলাতে হবে। শুনে আমরা ভয় পেয়ে যাই, কারণ এমন কথা আমাদের স্টেশন থেকে কেউ বলে দেয় নাই। উনি আমাদের বোঝাতে থাকেন যে, যমুনা ব্যাংক স্টপেজে আমাদের নেমে যেতে হবে, তারপর আরেকটা মেট্রোতে করে সোজা যাওয়া যাবে অক্ষরধাম। উনার কথায় আশেপাশের অনেকেই সায় দেয়। আমরা বলি যে আমাদের একটাই টোকেন। উনারা বলে এই এক টোকেনেই যাওয়া যাবে, নতুন করে ভাড়া দিতে হবে না। দিল্লীর মানুষের কথায় বিশ্বাস করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছলাম না। এছাড়া মেট্রোর ম্যাপ চেক করে দেখলাম ওনাদের কথার সাথে মিলে যাচ্ছে বিষয়গুলো, যা আছে কপালে ‘ফী আমানিল্লাহ’ বলে নেমে পড়লাম যমুনা ব্যাংক স্টপেজে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখি অন্য পাশে আর কোন মেট্রো নাই। মনে মনে আল্লাহ, আল্লাহ করতে লাগলাম। এমন সময় হুউউশ করে একটা মেট্রো আসলো। আমরা সেটাতে উঠে পড়লাম। সেটা সত্যিই আমাদের অক্ষরধাম নামিয়ে দিলো। মেট্রো থেকে নেমে দেখি সারা, রাত্রি, বাসিরুন, সুমাইয়া ওদেরকে। সারা বলতে লাগলো, ‘সাহস খুব বেড়ে গেছে রে, মেট্রোতে উঠে আবার মেট্রো চেঞ্জ করে অক্ষরধাম পৌঁছে গেলাম, সাহস খুব বেশী বেড়ে      গেছে রে-’

মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমরা খোলা আকাশের নিচে এসে পড়লাম। এই জায়গার নাম অক্ষরধাম। এখন মন্দিরটা  কই আছে খুঁজে বের করতে হবে। আমরা কয়েক জনকে জিজ্ঞেস করলাম। সবাই রাস্তা দেখিয়ে দিলো। মোটেও দূর না। হাঁটা পথ। আমরা রাস্তা পার হয়ে পৌঁছে গেলাম অক্ষরধাম মন্দিরে। গেটে ঢুকার সময় সেই লেভেলের কড়াকড়ি। আমরা সবাই লাইন ধরে এক এক লেয়ারের সিকিউরিটি পার হয়ে হয়ে যেতে লাগলাম। এক জায়গায় আমাদের সবার ব্যাগ জমা নিয়ে নিলো। ক্যামেরা, মোবাইল ফোন, সোয়েটার- সব কিছু জমা দিয়ে প্রায় খালি হাতে আমরা শেষ নিরাপত্তা স্তরে প্রবেশ করলাম। এবার আমাদের সবার চেকিং চললো। আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বারবার প্যান্টের পকেট থাবড়ে থাবড়ে চেক করতে লাগলো। এক পর্যায়ে সারা বেশ চেতেমেতে সিকিউরিটি মহিলাকে ঝাড়ি মেরে দিলো। অবশেষে সব নিরাপত্তা স্তর পার হয়ে আমরা ভিতরে ঢুকলাম।

ভিতরে আলিশান ব্যাপার স্যাপার। চার পাঁচটা অত্যন্ত কারুকাজ করা গেট পার হতে হতেই আমাদের চোয়াল ঝুলে পড়লো। দুটা ময়ুর গেটের মাঝখানে অল্প পানির পুলের মধ্যে বিশাল দুইটা নকশা কাটা পায়ের ছাপ দেখতে পেলাম। তাতে অনেক পয়সা জমে আছে। জানতে পারলাম, এটা হলো স্বামী নারায়নের পায়ের ছাপের রেপ্লিকা। বিশাল রাস্তার শেষ মাথায় অনেক উঁচুতে অনেক কারুকাজ করা নয় গম্বুজের লাল পাথরের মন্দিরটা দেখা যায়। আমরা সে দিকে হাঁটতে লাগলাম। আরও কিছুদূর হেঁটে জুতা জোড়া জমা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম মন্দিরে ঢোকার জন্য। এতো এতো অলংকরন দেখতে দেখতে মাথা ঘুরে যায়। যা বুঝলাম মন্দিরটা নতুন কিন্তু বানানো হয়েছে পুরানো টেকনোলজি কাজে লাগিয়ে। পুরাই পাথরের মন্দির, কোন আরসিসি নাই। আর পাথরের দেয়াল কুঁদেই লাখ খানেক ছোট বড় দেব দেবীর মুর্তি, ফুল পাতা, পশু পাখি এইসব বানানো হয়েছে।

মেইন মন্দিরে ঢুকে আমার মনে হলো এইটা যতটা না মন্দির, তার চেয়ে বেশি জাদুঘর বা এক্সিবিশন সেন্টার। গর্ভগৃহের মাঝখানে স্বামী নারায়নের বিশাল চোখ ঝলসানো সোনালি মুর্তি। আর বড় মুর্তিটার চারপাশে সাইজে ছোট আরও কয়েক জনের একই রকম সোনালি মুর্তি। দেখে মনে হলো সোনার তৈরি। আর গর্ভগৃহটা সোনালি রুপালি রঙের এতো বেশি কারুকাজমন্ডিত ছিলো যেটা দেখে আমার ইউরোপের বারোকো স্টাইলের কথা মনে পড়ে গেলো। স্বামী নারায়নের বড় মুর্তি ছাড়াও রাধা কৃষ্ণা, লক্ষী-নারায়ন, রাম-সীতা, শিব-পার্বতীরও মুর্তি ছিলো। সবগুলো মুর্তিই লাইটিঙ্গের কারণে ঝকঝক করছিলো। আমরা চারপাশ দিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। দেয়ালে ছবির মাধ্যমে অনেক ইতিহাস বর্ননা করা আছে। এক পাশে স্বামী নারায়নের ব্যবহার্য জিনিস যেমন জামা, মালা, পায়ের ছাপ এইসব সাজানো আছে। সব কিছু দেখে আমরা মেইন মন্দির থেকে বের হয়ে আসলাম। হেঁটে হেঁটে জুতা ফেরত নিয়ে আমরা অন্য দিকে গেলাম।

কতগুলো শো আছে যেগুলো টিকেট কেটে দেখতে হয়। শো দেখতে গেলে আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা শো দেখতে গেলাম না। আমরা সহজ আনন্দ নামের স্টেপ ওয়েল দেখলাম যেখানে সন্ধ্যার পর নয়নাভিরাম লেজার শো হয়। তারপর দেখলাম অভিষেক মন্দির। জানলাম, এখানে স্বামী নারায়নের কৈশর কালের মুর্তির উপর মন্ত্রপূত পানি ঢাললে মনের আশা পূরন হয়। আমি যখন দরজা ঠেলে ভিতরে ঢুকেই যচ্ছিলাম তখন রুবাইদা আমার কাঁধ খামচে ধরলো। আমি কাঁচের জানালা দিয়ে ভিতরে তাকিয়ে দেখি ভিতরে সবাই বসে চোখ বন্ধ করে মন্ত্রের তালে তালে ডানে বামে ঝুঁকছে। এই অবস্থায় আমি ভিতরে ঢুকে পড়লে সেটা খুব বিব্রতকর অবস্থা হতো সবার জন্যই।  আল্লাহ বাচিঁয়ে দিয়েছেন আমাকে। তারপর আমরা দেখি লোটাস গার্ডেন। তারপর হাঁটতে হাঁটতে আমরা কতগুলো চমৎকার ফুড কোর্ট, সুভেনিয়র সুপার শপ পার হয়ে যখন বের হবার রাস্তা খুঁজতে লাগলাম, ততক্ষনে সূর্য প্রায় ডুবে যায় যায় অবস্থা। এরই মধ্যে এখানকার বাথরুমে আমার সানগ্লাসটা হারিয়ে ফেলায় মন বেশ খারাপ ছিলো। আর অন্ধকার নামার সাথে সাথেই শীত জাঁকিয়ে পড়তে লাগলো। আমার সব এক্সট্রা সোয়েটার ঢোকার সময় জমা দিয়ে ফেলেছিলাম। তাই তাড়াহুড়া করে বের হবার চেষ্টা করতে থাকি। পরে মনে পড়ে আমাদের টোকেন সারার কাছে। গেটের কাছাকাছি পৌঁছে সবার জন্য অপেক্ষা করতে করতে এক সময় সারাকে খুঁজে পাই। তাড়াতাড়ি করে ব্যাগ ফেরত নিয়ে সোয়েটার, মাফলার আর হাত মোজা পরে ফেলি।

এবার সবার সাথে আলোচনা করতে থাকি কোথায় যাওয়া যেতে পারে নেক্সট- এই সব নিয়ে। সিদ্ধান্ত হলো নিজামউদ্দিন আউলিয়ার দরগায় যাওয়া হবে। আমরা বের হয়ে ট্যাক্সি ঠিক করার চেষ্টা করতে থাকি, কিন্তু ট্যাক্সির বদলে মাইক্রোবাস এসে হাজির হয়। আমরা দরাদরি করে যা আছে কপালে বলে উঠে পড়ি মাইক্রোতে। আমি আর সারা গাদা গাদি করে পিছনে বসি। সারা আবার মাথা নেড়ে আমাকে বলতে থাকে, ‘সাহস খুব বেড়ে গেছে রে, মাইক্রোতে করে কয়েকজন মেয়ে মিলে অপরিচিত শহরে রাতের বেলা দরগায় যাচ্ছি, সাহস খুব বেশী বেড়ে গেছে রে-’।  আমিও ভেবে দেখলাম, ঢাকা শহরেও আমার এরকম রাস্তায় দাঁড়িয়ে মাইক্রো ভাড়া করে অপরিচিত জায়গায় যাওয়ার সাহস হবে না। আর এখন……

দরগার কাছাকাছি একটা জায়গায় এনে আমাদের নামিয়ে দিলো মাইক্রো বাস। পার হেড ভাড়া পড়লো ৪০ রুপি। আমরা নেমে চিপা গলি দিয়ে হাঁটতে লাগলাম। দুপাশে খাবার দোকান। কাবাব ভাজা হচ্ছে, মাংস ঝলসানো হচ্ছে, বিশাল বিশাল কড়াইয়ে শত শত লালমোহন মিষ্টি ডুবিয়ে জ্বাল দেওয়ায় হচ্ছে- এই শীতের মধ্যে এই রকম ধোঁয়া ওঠা খাবারের দোকান পার হতে গিয়ে আমাদের সবারই খিদে লেগে গেলো। আমরা ঠিক করলাম ফেরার সময় পেট ভরে খেয়ে নিবো। রাস্তার ধারে নানা রকমের পসরা সাজিয়ে বসেছে লোকজন। এলুমিনিয়ামের বাটি থেকে শুরু করে আতরের শিশি কি নাই সেখানে! সব কিছুই দামে সস্তা। কে জানি একটা ছোট্ট এলুমিনিয়ামের বদনা কিনলো। এই সব দেখতে দেখতে আমরা হাঁটতে লাগলাম। আস্তে আস্তে একেবারে বাজারের মত জায়গায় ঢুকে গেলাম। লোক জনের হাঁকডাক বাড়তে লাগলো। দুইপাশের দোকান গুলোতে থালা ভর্তি ফুল, মোমবাতি, গোলাপ জল, আগরবাতি, লাল সুতা, জরি দেওয়া কাপড় এইসব সাজিয়ে রেখেছে। আর আমাদের চিৎকার করে বলতে লাগলো স্যান্ডেল খুলে জমা দিয়ে ভিতরে যেতে। যারা আগে কখনো দরগায় যায় নাই তারা লোকজনের এই রকম আচরন দেখে নার্ভাস হয়ে গেলো। আমরা কয়েকজন মিলে ঐসব লোকদের ধমক ধামক উপেক্ষা করে হাঁটতে লাগলাম। যতই সামনে যেতে লাগলাম ততই লোকজন আমাদের ধরেবেঁধে ওই সব থালা কিনতে বাধ্য করার চেষ্টা করতে লাগলো। আমরা সবশেষে একেবারে বাজারের শেষ মাথায় এসে জুতা খুললাম। ওইখানে এক দোকানে জুতা জমা দিয়ে ঢুকলাম দরগার উঠানে।

একটা ছবি থেকে তোলা নিজামুদ্দিন দরগার এরিয়াল ভিউ
একটা ছবি থেকে তোলা নিজামুদ্দিন দরগার এরিয়াল ভিউ

এই দরগার খোলা জায়গা গুলো টুকরা টুকরা। আর সারা উঠান ছড়িয়ে ছিটিয়ে আছে কবর। মনে হলো উনারা যে যেই জায়গায় মারা গিয়েছিলেন ঠিক সেই জায়গাতেই উনাদের কবর দেওয়া হয়েছে। আমরা সাবধানে কবর পাশ কাটিয়ে হেঁটে হেঁটে নিজামুদ্দিনের দরগার সামনে আসলাম। খুব সুন্দর সাদা রঙয়ের পাথরের উপর সোনালি কারুকাজ করা দরগা। ছেলেরা ভিতরে সেই থালা নিয়ে ঢুকছে। আর বাইরে চারপাশে ভীড় করে বসে মহিলারা মোনাজাত করছে, কুরআন শরীফ পড়ছে, কাউকে মনে হলো সেজদা দিতেও দেখলাম। চারিদিকে লাল সুতার সমাহার। দরগার সামনে ছোট উঠানটা জুড়ে কাওয়ালি গানের আসর বসেছে। একজন গায়ক হারমোনিয়াম বাজিয়ে জোর গলায় গান করছে আর তার সাথে অনেকেই ঝুনঝুনি, খঞ্জনি এইসব বাজিয়ে সুর দিচ্ছে। পুরা উঠান জুড়ে লোকজন ভীড় করে গান শুনছে। কেউ কেউ আবেগে মাথা নাড়ছে, হাতে তালি দিচ্ছে। আমার মনে হলো আমাদের দেশে মাজার যেমন শান্ত, নিরিবিলি জায়গা, ইন্ডিয়াতে মাজার বেশ উৎসবমুখর জায়গা। এত বড় একজন আউলিয়ার মাজারের পাশেই উচ্চস্বরে গান বাজনা হচ্ছে ব্যাপারটা দেখে আমার খুব কষ্ট লাগলো। চারিদিকে পুরাই বিদাতি পরিবেশ। এর মাঝে একটু নফল নামাজ পড়া যাবে কিনা বুঝতে পারছিলাম না। তবে খুঁজে পেলাম মেয়েদের নামাজের জায়গা। বলতে গেলে সেটা পুরাই খালি। যাই হোক আমি কোন মতে দু রাকাত নফল নামাজ পড়েই বের হয়ে আসলাম। দেখি কাওয়ালির আসর ভেঙ্গে গিয়েছে। সবাইকে নকুলদানা শিন্নি হিসেবে দেওয়া হয়েছে। আমিও সেই শিন্নির ভাগ পেলাম। লোকজনের হৈচৈ চিৎকার শুনে মনে হলো যেন কোন মেলার মধ্যে দাঁড়িয়ে আছি।

আবার রাত নয়টার সময় শুরু হবে কাওয়ালি। তার আগেই ঘুরেফিরে আমরা বের হয়ে যাওয়ার প্ল্যান করলাম। রাতের বেলায় খুব বেশি ঘোরাঘুরি করতে ইচ্ছা করলো না।  এমনিতেও পরিবেশটা শান্ত নয়, তাই আমরা বের হয়ে এলাম। সেই চিপা বাজারের রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে বাইরে চলে আসলাম। এক লোক দেখলাম ছোট ছোট শিক কাবাব বিক্রি করছে। আমরা ২০ রুপি দিয়ে ৪টা শিক কাবাব কিনে খেলাম। খুব বেশি মজা লাগলো না। পরে ঘোরাঘুরি করে এক হোটেলের দোতলায় উঠে বসলাম। সেই হোটেলে আমরা ছাড়া আর কোন মেয়ে নাই। সারা এলাকাতেই অবশ্য আমরা ছাড়া তেমন কোন  মেয়েই ছিলো না। আমরা আরাম করে বসে নানা রকম আইটেম অর্ডার দিলাম।  গল্পগুজব করতে করতে আমরা হোটেলটাকে গমগমে বানিয়ে ফেললাম। নিচে যেসব লোক বসা ছিলো, ওনারা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে লাগলো যে কারা এত হৈচৈ করছে। এক সময় আমাদের অর্ডার আসলো। আমার ৩৯ রুপির ডাল গোস্ত আর নান মজা ছিলো। এছাড়া মগজ, নেহেরি, ফ্রায়েড চিকেন, সিল্মা রুটি সবই টেস্ট করে দেখলাম। সবগুলোই মজা। খেয়ে দেয়ে অনেকে আবার চা অর্ডার দিলো। সব শেষে বিল মিটিয়ে আমরা বের হয়ে আসলাম। দেখি বড় বড় লাল মোহন যাকে ওরা বলে ‘গুলাব্জামুন’ জ্বাল দেওয়া হচ্ছে। আমরা ছোট বাটিতে করে সিরায় ডুবানো লাল মোহন খেলাম। অনেকে হালুয়াও টেস্ট করলো। পেট ভরে সব খেয়ে দেয়ে আমরা ফাইনালি বের হয়ে আসলাম। একটা অটো ভাড়া নিলাম মোড়ের থেকে। ১০০ রুপি ভাড়া নিয়ে সেই অটো আমাদের হোটেলের সামনে নামিয়ে দিলো।

হোটেলে ফিরে ছোট্ট রুমটাতে ঢুকে আমার আবার মন খারাপ হয়ে গেলো। কিন্তু কি আর করা, একজন লোককে ডাকিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিতে বললাম। কিন্তু যেই লাউ সেই কদুই রইলো। কিছুক্ষণ পাশের রুমের সুমাইয়া, রাত্রির সাথে গল্পগুজব করে রুমে ফিরে আসলাম। ওদিকে মজুমদার আর মৌলিও ফেরত এসেছে। সবাই মিলে বিছানাটায় চাপাচাপি করে শুয়ে পড়লাম। সহসা ঘুম আসতে চাইলো না। তারপর এক সময় ঘুমিয়ে পড়লাম।

 

The Mighty INDIA CALLING: সাদা বরফের দেশে রৌদ্র ঝলমলে একদিন (পর্ব ১৩)

সকালে ঘুম থেকে উঠলাম দেরি করে। আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠতে উঠতে চারদিকে তাকালাম। রুমের বিশাল জানালা দিয়ে দেখা যাচ্ছে ঝলমলে রোদ, আগের দিনের বরফের চিহ্ন মাত্র নাই। বিছানা থেকে উঠে আবার সেই জানালার সামনে দাঁড়ালাম। পরপর দুইদিন দুই রকম রূপ দেখলাম মানালির। মন ভরে গেলো। আহ জীবন কত সুন্দর!

দেস
আগের দিনে সাদা বরফের বদলে সবুজ পাতা রোদে ঝলমল করছে চারদিকে

আমরা ঢিলেঢালাভাবে ফ্রেশ হতে লাগলাম পালাক্রমে। কিছুক্ষন পর দরজায় নক পড়লো। খুলে দেখলাম শুভ দাঁড়িয়ে। শুভ জানালো ১২টার মধ্যে রুম ছেড়ে দিয়ে লাগেজ জমা দিতে হবে গতকাল যে রুমে আমরা পার্টি করলাম সেই রুমে। রুবাইদা তখনও ঘুমাচ্ছিলো। ওকে ডেকে তুললাম। বাকি দুইজন ইতোমধ্যে রুম ছেড়ে বের হয়ে পড়েছে। আমি আর রুবাইদা ধীরেসুস্থে ব্যাগপত্র গোছগাছ করলাম। নাশতা খেতে ইচ্ছা করছিলো না আমাদের কারোরই। তাই কোনরকম তাড়াহুড়া করলাম না। ১২টার দিকেই আমরা চাবি জমা দিয়ে রুম থেকে ব্যাগ নিয়ে বের হয়ে পড়ি।

ব্যাগ জমা দিতে গিয়ে দেখি ছেলেদের রুমের চাবি যার কাছে থাকার কথা সে নাই। সবাই ডাইনিং হলে লাগেজ রেখেই চলে গেছে। কিন্তু অনেকেই বললো এভাবে লাগেজ ফেলে যাওয়াটা ঠিক হবে না। পরে আমরা কয়েকজন সিদ্ধান্ত নিয়ে ডাইনিং হলের দোতলার রুমে লাগেজ রাখলাম। তারপর নিচ থেকে অন্যদের লাগেজগুলোও টেনে টেনে দোতলায় তুলে দিলাম। হঠাৎ একটা ব্যাগের ভিতর থেকে স্পাইডার ম্যানের মাঝারি সাইজের একটা পুতুল উঁকি দিলো। আমি নেড়েচেড়ে দেখলাম পুতুলটা নতুন না, পুরানো। আমাদের বয়সের কেউ একজন সাথে করে স্পাইডারম্যানের পুতুল নিয়ে ঘুরছে, ব্যাপারটা কেমন অবিশ্বাস্য লাগলো। আমি কয়েক জনকে জিজ্ঞেস করলাম কার পুতুল এটা, কেউই ঠিক মত বলতে পারলো না। কে জানি বললো, সারার হতে পারে। সারার দেড় বছরের ভাতিজা আছে। ভাতিজার পুতুল সারার ব্যাগে আসতেই পারে- এই ভেবে আমি সেখান থেকে বের হয়ে পড়লাম।

বের হয়েই সারা আর রাত্রির সাথে দেখা। সারাকে পুতুলের কথা জিজ্ঞেস করতেই সারা জানায় পুতুলটা বাসিরুনের। বাসিরুনের ছোট্ট ভাই এই পুতুলটা ওকে দিয়ে নাকি বলেছে, ‘স্পাইডারম্যান উইল প্রোটেক্ট ইউ’। ছোট ভাইয়ের পুতুল নিয়ে তাই ও ঘুরছে সারা ইন্ডিয়া। তারপর আমরা হোটেলে নিচে দাঁড়াই খানিক্ষণ। গতদিন সাদা কুয়াশায় সব ঢাকা ছিলো বলে হোটেলের চারপাশটা দেখতে পাই নাই। আজকে দেখলাম, আমাদের হোটেলের পিছনে বরফ ঢাকা সাদা পাহাড়। পাতাহীন কংকাল গাছগুলো বরফে ঢাকা। হোটেলের এক কর্মচারী বললো ‘ওগুলো আপেল গাছ। শীতকালে তো মানলিতে তেমন কেউ আসে না। টুরিস্ট সিজন তো গরমকালে, তখন আপেল গাছগুলো সবুজ হয়ে থাকে। তখনই দেখার মতন দৃশ্য হয়। এখন যে পাহাড় সাদা দেখাচ্ছে সেটা পুরো সবুজ হয়ে যায়’। সারা আমাদের বললো, ‘আমরা ভাই গরমের দেশের মানুষ। জীবনে সবুজ অনেক দেখেছি তাই আবার এখানে আসতে হলে এই বরফের দিন দেখেই আসবো’। আমরাও সারার কথাতেই সায় দিলাম।  কতক্ষন ঘুরেফিরে, ছবি তুলে আমরা বাইরে বের হলাম।

আমরা চার জন সেই অলৌকিক বিয়াস নদীর ধার ধরে হাঁটতে লাগলাম। সেই নীলচে সবুজ রঙয়ের স্রোতওয়ালা পানি আর ছোট বড় হাজারো পাথর- রূপ তার এতটুকু পরিবর্তিত হয় নাই। ঝরঝর শব্দ করে কোনায় বরফ জমে থাকা পাথরে ধাক্কা খেয়ে ছুটে চলা নদীর সাথে সাথে আমরাও হাঁটলে লাগলাম। আমাদের সাথে যোগ দিলো আফরা আর জেরিন। রূপকথার রাজ্যের মতই আমাদের সামনে হাজির হলো লটপটে কিন্তু চওড়া এক সাঁকো। আধা আধি বরফে ডুবে থাকা সাঁকোটা পার হবো বলে ঠিক করলাম আমরা। এর মধ্যেই একটা জিপ হর্ণ দিতে দিতে আমাদের সরিয়ে দিয়ে সেই সাকোঁর উপর দিয়ে জোরে চালিয়ে পার হয়ে গেলো।  আমরা বুঝলাম যেটাকে আমরা চওড়া সাঁকো ভেবেছিলাম সেটা আসলে চিপা ব্রিজ। এবং মোটে লটপটে নয় বরং বেশ শক্তপোক্ত। আমরা হেঁটে হেঁটে সেই ব্রিজ পার হলাম। ব্রিজের ধারে সুতার মধ্যে লাল, নীল, হলুদ বিভিন্ন রঙের চারকোনা কাপড়ের টুকরায় সম্ভবত নেপালি ভাষায় কিছু লিখা আছে। দেখে আমার ভিডিও গেম ‘আঞ্চারটেড- এ্যামাং দ্যা থিভস’ এর কথা মনে পড়লো। সেখানেও রাস্তাঘাটে এরকম টুকরা কাপড় দেখেছিলাম।

আসদ
ব্রিজের ধারে লাল, নীল টুকরা কাপড়ের সারি

আমরা উঁচু নিচু পাহাড়ী ঢাল বেয়ে হাঁটতে লাগলাম। মাঝে একটা পশ দোকান দেখে আমরা ভিতরে ঢুকে পড়লাম। দোকানটা আমাদের দেশের আড়ঙের মত। জিনিসপত্র অনেক সুন্দর কিন্তু সেই দাম সবকিছুর। আমরা ঘুরেফিরে সব নেড়েচেড়ে দেখছিলাম। অনেক জিনিস পছন্দও হচ্ছিলো কিন্তু কেনার সামর্থ ছিলো না। সেখান থেকে আমরা বের হয়ে পড়লাম। তারপর হাঁটতে হাঁটতেই মল রোড চলে এলাম।

মল রোডে আরও কয়েকজনের সাথে দেখা হলো। খবর পেলাম এখানে কাছেই একটা মঠ, তিব্বিতি কলোনি আর দূরে হাদিম্বা টেম্পল দেখার মত জায়গা। আমরা দূরেরটা বাদ দিয়ে কাছেরগুলো আগে দেখবো বলে ঠিক করলাম। প্রথমে গেলাম মঠটাতে। মঠটার নাম গাধান থেকচোকক্লিং গোম্পা মনেস্ট্রি। ছোট্ট একটা মঠ। সামনে একটা খোলা জায়গা যেখানে দলা দলা করে বরফ জমে আছে। আমরা সাবধানে বরফগুলো পার হয়ে মঠের সদর দরজায় পৌঁছালাম। ‘যত কান্ড কাঠমান্ডুতে’ যে প্রেয়ার হুইলের কথা পড়েছিলাম আজকে সামনা সামনি দেখলাম। প্রার্থনা কক্ষের চারপাশটা তামাটে আর সোনালি রঙের ধাতুর তৈরি প্রেয়ার হুইল দিয়ে ঘেরা। অনেককেই দেখলাম প্রেয়ার হুইলগুলোকে ঘুরাতে ঘুরাতে পুরো মঠের চারপাশে একবার চক্কর দিতে। আমরা জুতা খুলে ভিতরে ঢুকলাম।

ভিতরে বিশাল বড় এক বুদ্ধ মূর্তি। ছবি তোলা নিষেধ বলে আমরা আর ক্যামেরা বের করলাম না। বিশালাকার এই মূর্তির চারপাশে নানা রঙের বাতি, ধাতব পাত্রে নানা রকম প্রসাদ, ধুপকাঠি টাইপের জিনিস। দেয়াল জুড়ে রঙ্গিন পেইন্টিং। তাতে অনেক ইতিহাসের বর্ননা। নিচের সিড়ি দিয়ে দেখলে বুদ্ধের মাথাটা অনেক উঁচুতে থাকে বলে ভালোমত দেখা যায় না। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই আমরা বুদ্ধের আই লেভেলের কাছাকাছি পৌঁছে গেলাম প্রায়। বুদ্ধের বিশাল মাথাটা আমাদের দিকে যেন এক দৃষ্টিতে তাকিয়ে রইলো। আমরা খানিক্ষন ঘোরাঘুরি করে শান্তি শান্তি জায়গাটা থেকে বের হয়ে গেলাম।

তারপর হাঁটতে লাগলাম তিব্বতি কলোনির দিকে। বেশি দূর যাওয়া লাগলো না। চারপাশেই দেখা পেলাম নেপালি, তিব্বতি স্টাইলের ঘরবাড়ির। রাস্তার দুপাশে সব দোকানপাট। কাঠ, ধাতু দিয়ে তৈরি শো পিসগুলো দেখতে ভালোই লাগছিলো। পোশাকে আশাকে সাধারন মানুষজন, এদের চেহারা মোটেও ইন্ডিয়ান নয় বরং সেই তিব্বতি বা নেপালি ছাপটা অনেক বেশি দৃশ্যমান। ছোট ছোট দোকানগুলো ঘুরে ঘুরে আমরা একসময় চলে আসলাম সেই মল রোডে। মল রোডে ঢুকতেই নোভাদের সাথে দেখা। ওরা হাদিম্বা টেম্পল থেকে এসেছে। ওদের কাছে জানতে চাইলাম কেমন করে ওখানে যাওয়া যাবে। ওরা পরামর্শ দিলো না যাওয়ার। যেতে হয় অনেকদূর- গিয়েও ওদের কাছে তেমন ভালো লাগে নাই। আমরাও ভাবলাম আর যাবো না ওখানে।

মল রোডটা অনেক চওড়া একটা রাস্তা যেটাতে গাড়ি চলতে দেখি নাই বললেই চলে। পুরা রাস্তাটাই পথচারীদের জন্য। দুই লেনের ডিভাইডারে একটু পর পর বসার ব্যবস্থা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে যাতে বিশ্রাম নেওয়া যায়। আর রাস্তার দুপাশে আছে দোকানপাট। কাশ্মীরি শাল, স্টোল, সোয়েটার, স্যুট, পঞ্চ, থ্রি পিস- এইসব জিনিসে ভরা সেই দোকানগুলো। আর জিনিসগুলোও দেখার মত। কাশ্মীরি কাপড়গুলোর দিকে আর তাকানো যাচ্ছিলো না। এত সুন্দর সুন্দর শাল আর স্যুট দেখে মনে হয় সব কিনে ফেলি। দামও মোটামুটি কম। একটু দরাদরি করে কিনতে হয়। তবে দোকানদারেরা বেশিরভাগই কাশ্মীরি- তারা দেখতে যেমন লম্বা, ফর্সা, সুন্দর, ব্যবহারও তেমনি ভদ্র। আমাদের অনেককেই এখানে শান্তিতে কেনাকাটা করতে দেখলাম। নিলয় তো একে একে ১৭টা শাল কিনে ফেললো! এছাড়াও আছে বাদাম যেমন কাজু, খেজুর, আঞ্জির, আলুবোখারা, খোরমানি ইত্যাদি, ফ্রেশ জুস, লোকাল মানালি ড্রেস। আগের রাতে লিচি আর পামের জুস খেয়ে দারুন মজা পেয়েছিলাম। এখানে সেই দোকানটা খুঁজে পেলাম। দোকান জুড়ে জুস, আচার, জ্যাম, মধু, আর প্রসেসিং করা শুকনা ফল। আমি জুস নিতে চেয়েছিলাম কিন্তু ফোনে আম্মুকে বলতেই আম্মু না করে দিলো। বললো ভারি বোতল টানতে অনেক কষ্ট হবে। তখন মনে কষ্ট পেলেও উপদেশটা এক্কেবারে ঠিক ছিলো। আমি সস্তায় দুই প্যাকেট কাজু বাদাম, খোরমানি আর আলুবোখারা কিনলাম। আমরা যেটাকে আলুবোখারা বলি ওরা সেটাকে খোরমানি বলে, আর যেটাকে ওরা আলুবোখারা বলে সেটা আমি চিনলাম না তবে দেখতে বড় কিশমিশের মত। সব মিলিয়ে খরচ পড়লো ৪০০ রুপি। আমরা একটা দোকান থেকে ৫০ রুপি দিয়ে বিশাল একটা ভেজ স্যান্ডুইচ কিনে খেতে লাগলাম। এটাই আমাদের লাঞ্চ।

াদ
মল রোড (কৃতজ্ঞতায় রফিকুল ইসলাম তুষার)

খেয়েদেয়ে আবার আমরা ঘুরতে লাগলাম। সারা মল রোডেই আমাদের লোকজনকে দেখা যাচ্ছিলো। সুমাইয়াকে দেখলাম রাস্তার উপর বসার জায়গায় বসে এক মনে স্কেচ করছে। নিশাত, তমাকে এক ঝলকের জন্য একটা দোকান থেকে বের হতে দেখলাম। মীম আর অন্তরা তো যেই দোকানে ঢুকছে সেই দোকান থেকেই কিছু না কিছু কিনে বের হচ্ছে। এক সময় আমি আর রুবাইদা বসে বসে গল্প করতে লাগলাম। আমাদের চারপাশে ‘খাঁটি জাফরান’ নিয়ে কয়েকজন ঘোরাঘুরি করতে লাগলো। এক জনকে দেখলাম অসম্ভব কিউট কয়েকটা খরগোশ নিয়ে বসে আছে। এদের সাথে ছবি তুলতে হলে পয়সা দিতে হয়। চারিদিকে কেমন যেন উৎসব উৎসব ভাব। সবাই খুশি খুশি মনে ঘুরে বেড়াচ্ছে- দেখতেই আমার ভালো লাগছিলো।

ওদিকে চারটার মধ্যে আমাদের হোটেলে ফেরার কথা। আমি, রুবাইদা, মিম আর অন্তরা একটা অটোভাড়া করলাম চন্দ্রমুখী কটেজ পর্যন্ত। পার হেড ভাড়া পড়লো ৬০ রুপি। প্রায় পৌনে চারটার দিকে আমরা হোটেলে পৌঁছাই। হোটেলে যাওয়ার আগে রুবাইদা হঠাৎ বেকারির দোকানগুলোতে ঢুঁ মারতে চায়। কয়েকটা দোকানে ঢুকে দেখলাম মজার মজার কেক, বিস্কুট, পেস্ট্রি সারি সারি করে সাজানো। একটা দোকানে রুবাইদা সাদা রঙের বিস্কুট টাইপের একটা জিনিস কিনতে  চায়। জিনিসটা অনেক মজার ছিলো। আমি জার্নির আগে উলটাপালটা কিছু খাবো না, তারপরও রুবাইদার কাছ থেকে এক চিমটি খেয়ে দেখলাম- আসলেই অনেক মজার। জিনিসটার নাম আমরা বুঝি নাই। দোকান থেকে বের হয়ে মনে পড়লো দোকানটার নামও দেখি নাই। রুবাইদা বললো, ‘আরে, এরকম কয়েকটা গল্প আন ফিনিশড থাকতে হয়। আমরা সবাইকে বলবো ঐ যে চন্দ্রমুখী কটেজের বাম দিকে একটা বেকারির দোকানে কি যে একটা জিনিস খেয়েছিলাম- আহ হা…’।

হোটেলে ফিরে আমরা লাগেজের রুমে গিয়ে বসলাম। একটু পরে আমি গেলাম বারান্দায়। সেখানে আমি আর উর্মি দোলনায় বসে দোল খাচ্ছিলাম। বারান্দা দিয়ে এক পাশে বরফে ঢাকা সাদা আর ধূসর পাহাড় দেখতে দেখতে মনে হচ্ছিলো, কেন চলে যাচ্ছি এখান থেকে? আরও কয়েকটা দিন এখানে থাকলে কি হতো? ওদিকে অদিতি নতুন লাগেজ কিনেছে। ভিডিও কনভারসেশনে বাসার সবাইকে দেখাচ্ছে ম্যাজেন্টা কালারের সেই লাগেজটা। দিনের আলো হটাৎ করেই যেন কমতে শুরু করলো। কমিটির লোকজন আমাদের জন্য জিপ ঠিক করে নিয়ে আসতে লাগলো। আমরাও একে একে মালপত্র নামিয়ে হোটেলের সামনের ঢালে জড়ো হতে লাগলাম। এই ঢালটা সিমলার ঢালের তুলনায় কিছুই না। মালপত্র মেইন রোডে তুলতে আমাদের তেমন কষ্ট হলো না। একটা জিপে আমি মালপত্র নিয়ে উঠে পড়লাম। জিপটা ছাড়ার আগেই দেখতে পেলাম চন্দ্রমুখী কটেজের সামনে কয়েকটা গাড়ি ভরে নতুন কাস্টোমার এসেছে। আমার মনে হলো যেন আমাদের রুমটাতেই আমি কাউকে যেন উঠতে দেখলাম। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়লাম। কয়েক ঘন্টা আগেও এই রুমটা আমার বাসার রুমের মতন আপন ছিলো, অথচ এখন সেটা অন্য কারো দখলে চলে গেছে। মানুষের জীবনটাও এরকম। সময়ের সাথে সাথে একজন মানুষের সব কিছুই অন্য কারও কারও দখলে চলে যায়। কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে চায় না। সে শুধু বর্তমানের আনন্দটুকু নিয়েই ব্যস্ত থাকে। ঠিক যেমন আমি একটু আগেও হাসি, গল্প, আনন্দে মেতে ছিলাম- অনেকটা সেরকমই।

জিপ আমাদের নিয়ে থামালো এলয় পার্কিঙ্গে। এখানেই আছে আমাদের বাস গোয়েল। জিপের জন্য পার হেড ১৫০ রুপি করে ভাড়া পড়লো। বাসের পিছনে কাদা পার করে লাগেজ গুলো জড়ো করে রাখতে লাগলাম আমরা। অনেকের মালপত্র অনেক বেড়ে গেছে, তাই শুধু পিছনে লাগেজ আঁটছিলো না। কিছু লাগেজ আমরা আমাদের বসার জায়গাতেও তুলে নিলাম। প্রায় সাড়ে ৬টার দিকে বাস চলতে শুরু করলো দিল্লীর উদ্দেশ্যে।

আস্তে আস্তে রাত নামতে লাগলো। আমাদের বাস ইতোমধ্যে কয়েকটা টানেল পার হলো। আমরা চিৎকার করে আনন্দ করলাম। রাত নামতেই সেই পরিচিত দৃশ্য। পাশের পাহাড়ের গায়ে মিটমিট আলো জ্বলছে যেটাকে আকাশের তারার থেকে খুব একটা আলাদা করা যায় না। তবে সিমলার পাহাড়ের দৃশ্য আর মানালির পাহাড়ের দৃশ্যের মাঝে হাল্কা ফারাক আছে। সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এই সুন্দর দৃশ্যের সাথে উপরি পাওনা হিসেবে আকাশে একটা চাঁদের অস্তিত্ব দেখা গেলো। আমার মনে হলো ঘাড় ঘুড়িয়ে জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ঘাড় ব্যাথা হয়েই যাবে। কিন্তু তারপরও তাকিয়ে রইলাম বাইরের দিকে। এই তো শেষ, আজকের রাতের পর এই দৃশ্য জীবনে হয় তো আর কোন দিনও দেখতে পারবো না। মনে মনে বললাম। ‘বিদায় মানালি, বিদায়’।  অনেক ঠান্ডা লাগছিলো, আমি ব্যাগ থেকে কম্বল বের করে মুড়িয়ে বসি। এক সময় আমাদের বাস রাস্তার পাশের এক পাঞ্জাবী ধাবায় থামে। সেখানে খাওয়া দাওয়া তেমন কিছুই নেই। অনেকেই ম্যাগি নুডুলস অর্ডার দেয়। লোকগুলা এত ঢিলা যে সেই নুডুলসের অর্ডার পেতেও প্রায় আধা ঘন্টা- পয়তাল্লিশ মিনিট অপেক্ষা করতে হয়। সবাই যখন এক পর্যায়ে বিরক্তির চরম সীমায় পৌঁছে যায় তখন বাটিতে করে সিদ্ধ নুডুলস আসে। আমি এক প্যাকেট চিপস খেয়ে পেট ভরিয়ে ফেলি।

তারপর আবার একসময় বাসে উঠি আমরা। বাস চলতে শুরু করে। জার্নিটা বেশ ম্যাড়ম্যাড়ে লাগছিলো। কে যেন সামনে গিয়ে গান ছাড়ার ব্যবস্থা করতে বলে। কিন্তু জানা যায় আমাদের কাছ থেকে গান নিয়ে গান ছাড়া যাবে না, শুধু উনাদের কাছে যে সব গানের ক্যাসেট আছে সেগুলো ছাড়া যাবে। উপায় না দেখে আমরা তাতেই রাজি হই। ছাড়া হলো ১৯৮২ সালের ‘শোলা অর শবনম’ সিনেমার ‘তু পাগল প্রেমি আওয়ারা’ গানটা। অসহ্যকর গানের ‘ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়ে ওয়…’ টানটা আমাদের মাথা ধরিয়ে দিলো। আমরা অপেক্ষা করতে লাগলাম কখন এই গানটা শেষ হবে। কিন্তু রহস্যজনক কারনে গানটা শেষই হচ্ছিলো না। যখনই আমরা ধারনা করছিলাম গানটা শেষ হবে তখনই কয়েক মাইক্রো সেকেন্ড বিরতি দিয়ে আবার কথা শুরু হয়ে যাচ্ছিলো। এক পর্যায়ে আমরা সবাই যখন দম ফেললাম যে গানটা শেষ হয়েছে, তখন আদিবা বলে উঠলো, ‘ আই হ্যাভ ডাউট যে গানটা সত্যিই শেষ হয়েছে-’ ঠিক তখনই আদিবার সন্দেহ সত্যি প্রমানিত করে গানটা আবার চলতে লাগলো। লোকজন উঠে হেল্পারকে অনুরোধ করে আসলো গানটা বন্ধ করার জন্য এবং আমাদের বাকি দিনগুলোতে যাতে আর কোনদিনই কোন গান ছাড়া না হয়। আমরা নিজেরা নিজেরা গানটাকে পচিয়ে হাসাহাসি করতে লাগলাম। এক পর্যায়ে সবাই একে একে ঘুমিয়ে পড়লো। আমিও কম্বল মুড়ি দিয়ে ঘুমালাম।

 

 

The Mighty INDIA CALLING: যে সৌন্দর্য শুভ্র নীহারের, যে সৌন্দর্য হিম কুয়াশার (পর্ব ১২)

লেপের তলায় মুখ গুঁজে থাকা অবস্থাতেই মৌলির ফোন বেজে উঠতে শুনলাম। ঘুম জড়ানো কন্ঠে মৌলি ফোনটা ধরলো। জাফর ফোন দিয়েছে। মৌলি ওকে জানালো আমরা ঘুম থেকে এখনো উঠি নাই, লেপের তলাতেই আছি। শুনে জাফর বললো শিগগিরি বিছানা ছেড়ে উঠে বাইরে তাকিয়ে দেখতে। শুনে মৌলি অনেক কষ্টে লেপের তলা থেকে বের হয়ে কোটটা গায়ে জড়িয়ে বিছানা ছেড়ে নামে। হঠাৎ শুনতে পাই চিৎকার। চিৎকার শুনে মজুমদার আর রুবাইদা তড়াক করে উঠে গেলো। আমিও উঠতে গেলাম কিন্তু হাতড়ে ওভারকোটটা পাচ্ছিলাম না। এবার শুনলাম তিনজনের সম্মিলিত চিৎকার। আমি আর অপেক্ষা করলাম না। কম্বলটা গায়ে জড়িয়েই উঠে পড়লাম। দৌড়ে গেলাম জানালার কাছে।

আমি থ হয়ে গেলাম। জানালা দিয়ে দেখা গেলো একটাই রঙ- সাদা। বাইরের সবকিছু সাদা। মাটি, পাকা রাস্তা, গাড়ি, গাছের ডাল, দূরের ঘর বাড়ি- সব সাদা। এক সাদা স্বপ্নের জগতে এসে পড়েছি যেন। সারা রাত তুষারপাত হওয়ার কারনে সব কিছু পুরু বরফের নিচে চাপা পড়ে আছে। দৃশ্যটা দেখে আমার গলা দিয়ে অন্য তিনজনের মত অটোমেটিক চিৎকার বের হয়ে আসলো। আমরা চার জন লাফাতে লাফাতে চিৎকার করতেই থাকলাম। মনে হতে লাগলো খুশীতে আমাদের বুঝি মাথা নষ্ট হয়ে যাবে, আমরা বুঝি পাগল হয়ে যাবো। তারপরও আমরা থামলাম না, একে অন্যকে জড়িয়ে লাফাতে লাগলাম। তাড়াতাড়ি আম্মুকে ফোন দিলাম। খুশীতে আমার গলা দিয়ে কোন কথা বের হচ্ছিলো না। তারপরও কোনমতে বললাম সবকিছু। একে তো মোবাইলে ব্যালেন্স তেমন নাই তার উপর কবে ব্যালেন্স ভরতে পারবো সেটাও জানি না। তাই বেশিক্ষন কথা বলতে পারলাম না। আম্মুও সব শুনে অসুখ বিসুখ না বাধানোর একগাদা উপদেশ দিয়ে ফোন রেখে দিলো।

আমরা তাড়াতাড়ি করে যে যেভাবে ছিলাম তার উপরই কোনমতে গায়ে কোট জড়িয়ে, পায়ে জুতা গলিয়েই বের হয়ে পড়লাম। চারিদিকে সাদা বরফের রাজ্যে পা দিয়েই এক ধরনের শিহরণ অনুভব করলাম। নিস্তব্ধ এক সাদা জগতে আমরা কয়েকজন রঙ্গিন পোশাক পরে হাঁটতে লাগলাম। আমার জুতার সোল বরফে ডুবে যাচ্ছিলো। ওয়াটার প্রুফ জুতা ছিলো বলে বাঁচোয়া। তারপরও মনে হচ্ছিলো জুতার সোলটা বোধহয় ফাঁক হয়ে যাচ্ছে। তবে এসব পাত্তা না দিয়ে আমরা ঘুরতে লাগলাম। বরফের মধ্যে ছেলেমানুষের মতন ছুটে বেড়াতে লাগলাম। সাদা বরফগুলোকে গ্লাভস পরা আঙ্গুল দিয়ে গুতিয়ে দেখতে লাগলাম, পা দিয়ে নিচের বরফগুলোকে লাথি মারতে লাগলাম, বরফে ঢাকা গাড়ির সামনে ছবি তুললাম আর চন্দ্রমুখী কটেজের বারান্দা থেকে আমাদের যারা বের হয়নাই তারা দাঁত বের করে হাসতে লাগলো।

এফ
চন্দ্রমুখী কটেজের সামনে তখন সবই সাদা (কৃতজ্ঞতায় রফিকুল ইসলাম তুষার)

কে যেন তাড়া দিলো নাশতা খেয়ে রেডি হয়ে নেওয়ার জন্য। আমরা তাড়াতাড়ি রুমে ফিরে গেলাম। রুমে একজন একজন করে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার গাল গুলো টকটকে লাল হয়ে গেছে। আমি বেশ কয়েকবার ছবি তুলে গালের লাল রংটা ধরে রখতে চাইছিলাম। কিন্তু কোনভাবেই ক্যামেরায় সেটা আসছিলো না। পাশের রুমের সৃষ্টির কাছে থেকে হেয়ার ড্রায়ার এনে লাগেজ খুলে যত্তগুলা গরম কাপড় এনেছিলাম সবগুলো গরম করে গায়ে পরে নিলাম। সবকিছু পরে যখন শেষে ওভারকোটটা গায়ে দিলাম তখন হাত পা আর নাড়াতে পারছিলাম না। এত্তগুলো গরম কাপড় গায়ে দিয়ে আমরা সবাই কেমন যেন কার্টুনের মত হাঁটতে চলতে লাগলাম।

হোটেল থেকে বের হয়ে বাম দিকে হাঁটতে লাগলাম। রাস্তার পাশে ছোট ছোট দোকান। সেগুলোতে ছাতা, গামবুট, গরম কাপড় এইসব ভাড়া দেওয়া হয়। আমরা দৈনিক হিসাবে ছাতা ৩০ রুপি আর গামবুট ৫০ রুপি দরে ভাড়া নিলাম। আকাশের অবস্থা সুবিধার ছিলো না। ঐ দোকানে থাকতে থাকতেই গুড়া গুড়া তুষার পড়তে লাগলো। আমরা এর মধ্যেই ভেজা রাস্তার মধ্য দিয়ে হেঁটে একটা ছোট পাঞ্জাবী ধাবা টাইপের দোকানে নাশতা করতে ঢুকলাম। আমরা অর্ডার দিলাম ২৫ রুপির আলু পরোটা আর ৩০ রুপির ডাবল ডিমের অমলেট। আমরা গুটিসুটি মেরে দোকানে বসে রইলাম। বাইরে প্রচন্ড ঠান্ডা আর তুষারপাত আর ভিতরে আমরা হাহা হিহি করে নিজেদের গরম রাখার চেষ্টা করছিলাম। আমাদের সামনেই একজন মহিলা আর তার স্বামী মিলে পরোটা বানাচ্ছিলো আর গরম তাওয়ায় তেল ঢেলে আলু পরোটা ভাজতে লাগলো। কিন্তু ওনাদের মধ্যে কোন তাড়া দেখতে পাচ্ছিলাম না। এমন আস্তে আস্তে ময়দা বেলে তার মধ্যে আলু ঢুকিয়ে পরোটা বানাচ্ছিলেন যেন ওনারা বাসার জন্য নাশতা রেডি করছেন। আমরা ধৈর্য ধরে বসে থাকলাম নাশতা খাওয়ার জন্য। অবশ্য চুলা থেকে নামানো পরোটা আর প্রায় ডুবো তেলে ভাজা ডিমটা অনেক মজা ছিলো।

খেয়ে দেয়ে আমরা হোটেলের সামনে এসে জড়ো হলাম। সেখানে জানতে পারলাম আমাদের আজ রাতেই আমাদের মানালি ছেড়ে দিল্লীর দিকে রওয়ানা হওয়ার কথা ছিলো। কিন্তু আবহাওয়ার অবস্থা আর মানালির সৌন্দর্য দেখে ডিসিশন নেওয়া হয়েছে যে আজ আমরা মানালি থেকে যাবো। পরদিন দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হবো ইনশাল্লাহ । আর আজ রাতেই আমাদের সবার জন্য কমিটির তরফ থেকে অ্যারেঞ্জ করা হবে ‘সারপ্রাইজ পার্টি’। ইতোমধ্যে আবহাওয়ার কারণে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিলো (সম্ভবত সোলাং ভ্যালি) সেটা ক্যান্সেল হয়ে গেছে। তার বদলে আমরা নেহেরু কুন্ডে যাবো বলে ঠিক হলো। এর জন্য কমিটি জিপ ভাড়া করে রেখেছে। আমরা দুদ্দাড় করে জিপে উঠে বসতে লাগলাম। একটা করে জিপ ভরে উঠতে লাগলো আর একটা করে জিপ ছাড়তে লাগলো।

দফগ
নেহেরু কুন্ডে যাবার ঘোলাটে সাদা পথ (কৃতজ্ঞতায় রফিকুল ইসলাম তুষার)

জিপে করে নেহেরু কুন্ডে যাওয়ার রাস্তাটা অত্যন্ত উপভোগ্য ছিলো। আস্তে আস্তে হাল্কা তুষারপাত বাড়তে লাগলো। এক সময় সেটা এতই বেড়ে গেলো যে ড্রাইভারকে ঘন ঘন ওয়াইপার চালাতে হলো সামনের কাঁচ পরিষ্কার রাখার জন্য। দুপাশের দৃশ্যের কথা আর কি বলবো, সেই দৃশ্য বর্ননা করার সাধ্য আমার নেই। সবাই হাঁ করে বাইরের দিকে তাকিয়ে ছিলাম। মজুমদারকে ড্রাইভার বললো এই রকম ওয়েদার খুব একটা থাকে না। আর এক দুই দিনের মধ্যেই হয়তো তুষারপাত বন্ধ হয়ে আবার স্বাভাবিক ওয়েদার হয়ে যাবে। মজুমদার ওর মোবাইল গাড়ির সামনের কাঁচে লাগিয়ে ভিডিও করতে লাগলো। আমি উশখুশ করতে লাগলাম। পায়ের তালুতে কেমন যেন যন্ত্রনা হচ্ছে। যন্ত্রনা বাড়তে বাড়তে যখন অসহ্যকর হয়ে পড়লো তখন গামবুট খুলে ফেললাম। এক লেয়ার পলিথিন ব্যাগ আর তিনটা মোজা খুলে যখন পায়ে হাত দিলাম, টের পেলাম ভেজা। এত সাবধানতা সত্ত্বেও কেমন করে পায়ে পানি বা বরফ কুচি পৌঁছালো সে রহস্য ভেদ করতে পারলাম না। কি আর করা, কাপড় দিয়ে পা মুছে মাত্র একটা মোজা পরে আবার পা গামবুটে ঢুকালাম। ভেজা মোজা গুলো ব্যাগে ভরলাম।

এক সময় আমরা যায়গায় এসে পৌঁছালাম। জিপ থেকে বের হয়েই ভারি তুষার পাত মাথায় নিয়ে দৌড় দিলাম। দেখলাম সবাই একটা দোকানে ঢুকছে। আমরাও ঢুকে পড়লাম। সেখানে ২০০ রুপি দিয়ে বরফের মধ্যে দিয়ে চলাফেরা করার জন্য বিশেষ জামা ভাড়া পাওয়া যায়। দোকানে ঢুকার সাথে সাথে ওরা আমাদের সাইজের রংচঙ্গে সব জামা বের করে দিতে লাগলো। আমাকে দিলো বিশাল সাইজের লাল নীল রঙের হাস্যকর একটা জামা। আমরা ঠিক মত পরতে পারছিলাম না। ওরা আমাদের পরিয়ে দিতে সাহায্য করছিলো। আমরা গায়ের সব গরম কাপড় এমন কি ওভারকোট সহ সেই জামার ভিতরে ঢুকে পড়লাম। আমি পায়ের জন্য কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমাকে বাঁচিয়ে দিলো তমা। ও ব্যাগের ভেতর থেকে এক জোড়া মোটা মোজা বের করে দিলো। আমি চটপট সেই মোজা পায়ে পড়ে ফেললাম। তারপর বের হয়ে পড়লাম সেই দোকান থেকে। এগিয়ে গিয়ে দেখলাম একটা ছোটখাটো ঢাল, সেটা পুরাই বরফে ঢাকা। কেমন করে সেই পার হবো সেটা চিন্তা করে মাথা চুলকাতে লাগলাম।

যাই হোক হাচড় পাচড় করে কোনমতে বরফ বেয়ে বেয়ে সেই ঢাল পার হলাম। তারপর হাঁটা ধরলাম সামনের দিকে। এসে পড়লাম ঠিক যেন উত্তর মেরুর কোন জায়গায়। চারিদিকে শুধু বরফ আর বরফ। কিছু বোঝার আগেই বড় বড় পেঁজা তুলার সাইজের তুষার পড়তে লাগলো। যেন এক সাদা ঝড়ের মধ্যে গিয়ে পড়লাম। অবস্থা এমন হলো যে, আমরা শুধু চার পাঁচ হাত সামনের মানুষটাকে দেখতে পাচ্ছি। এর বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না, সবই সাদা আর সাদা। পুরা জিনিসটা কেমন যেন স্বপ্নের মত লাগলো। নরম বরফের উপর পা ফেলে ঠিক মত হাঁটতে পারছিলাম না। এর মধ্যে রিজভীকে দেখলাম ক্যামেরা বের করে বেশ বিপদে পড়েছে। আমি ছাতা হাতে দাঁড়িয়ে রইলাম আর তার নিচে রিজভী ঘ্যাচ ঘ্যাচ করে ছবি তুলতে লাগলো। আমার নিজের ক্যামেরাটা নিয়েও বেশ চিন্তায় পড়লাম কারণ আমার ওয়াটারপ্রুফ ব্যাগ নাই। তারপর পলিথিন বের করে ক্যামেরাটা ভরে ভালোমত গিঁট দিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখলাম। জোর তুষারপাতের মধ্যেই আমরা একে ওকে বরফের বল মারতে লাগলাম। একটা করে পা ফেললেই পায়ের গামবুটের নিচে চুরচুর করে ভাংতে লাগলো বরফ। সাদার সমুদ্রে হঠাৎ হঠাৎ একেক জনকে খুঁজে পাচ্ছিলাম আমরা। উর্মি, আদিবাকে দেখলাম তুষার মানব বানাতে। আমিও হাত লাগালাম। টিভিতে তুষার মানব বানানো দেখে যতটা সোজা মনে হয় বাস্তবে ততটা সোজা নয়। আমাদের তুষারমানব দেখতে অতটা ভালো হলো না, তবে আমরা মাফলার, সানগ্লাস, চিং এর রঙ্গিন ছাতা দিয়ে ওকে ফিনিশিং দিয়ে ছবি তুললাম।

এফদ
ভারী তুষারপাতের কারণে কারও চেহারাই দেখা যাচ্ছে না (কৃতজ্ঞতায় রফিকুল ইসলাম তুষার)

এর মধ্যেই স্কি নিয়ে কয়েক জন আমাদের পিছে পিছে ঘুরতে লাগলো। আমি যেহেতু স্কিয়িং পারি না, তাই রাজি হলাম না। তবে অনেকেই স্কি ভাড়া নিয়ে চেষ্টা করলো। তারপর মানালি ড্রেস নিয়ে কয়েকজন মহিলা ঘুরঘুর করতে লাগলো। ঝড় একটু কমলে মজুমদার সবার আগে মানালি ড্রেস ভাড়া করে পড়লো। দেখাদেখি আমরা সবাই সেই ড্রেস ৫০ রুপি দিয়ে ভাড়া করে পড়লাম আর ছবি তুললাম। অবনীকে মাঝখানে রেখে আমরা গোল হয়ে সবাই নাচতে লাগলাম। কোন কথা নাই, সুর নাই- তবে আনন্দের কোন কমতি ছিলো না। আমাদের কি যে ভালো লাগছিলো তা আর বলার মত না। আমরা বরফে ডুবে ডুবে ছবি তুলছিলাম। বল ছোড়া তো ছিলই, এছাড়া বরফে শুয়ে বাটারফ্লাই তৈরি করার চেষ্টাও করছিলাম আমরা। এত দৌড় ঝাপ করতে করতে আমার এক রকম গরমই লাগছিলো। তারপর শুনলাম অনেকেই বলছে যে তাদেরও গরম লাগছে। এর মধ্যে নিশাত হাসি মুখে জানালো যে ওর নাক থেকে নাকি রক্ত পড়ছে। বরফে আসলে অনেকেরই এমন হয় শুনেছি, সেদিন সামনা সামনি দেখলাম। আমাদের আশেপাশে যেসব কুকুর ঘোরাফিরা করছিলো তারা দেখতে অনেকটা নেকড়ের মত। এ ছাড়াও আস্ত এক চমড়ি গাই বিশাল শরীর নিয়ে বড়লোকি চালে হাঁটতে হাঁটতে যাচ্ছিলো। এদের সাথে ফটো তুললে মালিককে ভাড়া দিতে হয়। কেউ কেউ ফ্লাস্কে করে চা কফি বিক্রি করছিলো। আর কয়েকজন আবার কৌটায় করে ‘খাঁটি’ জাফরান নিয়ে সবার পিছে পিছে ঘুরতে লাগলো। ছেলেরা কয়েকজন ‘খাঁটি’ জাফরান কিনে ফেললো প্রায় পানির দরে। আস্তে আস্তে তুষারপাত কমতে কমতে এক সময় থেমেই গেলো। তখন চারদিক একটু একটু করে পরিষ্কার হতে লাগলো।

ওর
আস্তে আস্তে কুয়াশা সরে দূরের রহস্যময় পাহাড়গুলো উঁকি দিতে লাগলো (কৃতজ্ঞতায় রফিকুল ইসলাম তুষার)

আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম। দূরের বরফ ঢাকা পাহাড়গুলো যেন কেমন বেহেশ্ত থেকে এসেছে বলে মনে হলো। সাদা রঙের আলো ছায়ার খেলা চলতে লাগলো সেই পাহাড়গুলোতে। হাল্কা ধূসর রঙের আকাশের মাঝে হঠাৎ হঠাৎ সাদা রঙের আলোর পিছনে দূরের একেকটা পাহাড় অদৃশ্য হয়ে যেতে লাগলো, আবার পর মুহূর্তেই সেই সাদা কুয়াশার আলো সরে যেতেই পাহাড়গুলোকে দেখা যেতে লাগলো। আমরা চোখ সরাতে পারছিলাম না। মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলাম সেই বেহেশ্তি দৃশ্য। ছোটবেলায় যখন স্টুডিওতে ছবি তুলতে যেতাম তখন পিছনে ব্যাকগ্রাউন্ডে কাঁচা হাতে আঁকা বরফের পাহাড়ের দৃশ্য দেখতাম। আমার মনে হলো ঠিক যেন সেই রকম কোন স্টুডিওর ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি। তবে শিল্পী যখন আল্লাহ নিজেই, তখন  ওয়ার্কম্যানশিপ কোন লেভেলের হবে সেই প্রশ্ন না করে নিজে থেকেই বুঝে নেওয়া ভালো। এই রকম মনোমুগ্ধকর জায়গা থেকে আমাদের নড়তে কোনই ইচ্ছা করছিলো না। কিন্তু কমিটির লোকজন তাড়া দিতে লাগলো কারণ আবার আকাশ কালো হয়ে যাচ্ছে। তার মানে আবার সেই তুষারপাত শুরু হতে পারে। আবহাওয়া খারাপ হওয়ার আগেই আমাদের হোটেলে পৌঁছানো দরকার।

এফ
ট্যুরের মধ্যে সবচেয়ে আনন্দময় দিনে দ্বিমিকবাসী (কৃতজ্ঞতায় রফিকুল ইসলাম তুষার)

আমরা আগের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বের হয়ে সেই দোকানে গেলাম। ওখানে ড্রেস ফেরত দিয়ে আবার জিপে চেপে বসলাম। যখন হোটেলে পৌঁছালাম তখন প্রায় দেড়টা বাজে। হোটেলে না গিয়ে সোজা আগের দিনের সেই খাওয়ার দোকানে গিয়ে ঢুকলাম। এবার ৭৫ রুপি দিয়ে অর্ডার দিলাম ভেজ চপ্সুয়ে। আমরা কান্নুর সাথে দুষ্টামি করতে লাগলাম। কান্নুও পালটা  আমাদের ছাতা টেবিল থেকে টেনে ফেলে দিতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর গরম গরম ধোঁয়া ওঠা চপ্সুয়ে আসলো। কি যে মজা, আহহহহহ!

রুবাইদা, মৌলি আর মজুমদার শপিং এ যাবে বললো। আমার একটু আরাম করতে ইচ্ছা করছিলো। আমি শপিং এ যাবো না ঠিক করলাম। মজুমদারের কথা অনুযায়ী খুঁজে খুঁজে ভোদাফোন রিচার্জের একটা দোকান বের করলাম। সেখানের লোকটা বললো ২১৪ রুপি রিচার্জ করতে হলে ২২২ রুপি দিতে হবে। আমি তার কারণ জানতে চাইলে লোকটা জানালো যেহেতু আমারটা কলকাতার সিম, তাই কলকাতার বাইরে রিচার্জ করতে হলে বাড়তি চার্জ দিতে হবে। এই রকম আজাইরা নিয়ম শুনে মেজাজ আমার খারাপ হয়ে গেলো। কিছু না বলে তাও রিচার্জ করে নিলাম। তারপর সিমলা থেকে মজুমদারের কিনে দেওয়া ২০ রুপির কার্ড বের করে উনাকে বললাম রিচার্জ করে দিতে। লোকটা চাঁদ মুখ করে বললো মানালির বাইরে থেকে কেনা কার্ড মানালিতে রিচার্জ হবে না। এই কার্ড রিচার্জ করতে চাইলে আমাকে সিমলা যেতে হবে। শুনে আমার আক্কেল গুড়ুম হয়ে গেলো। এ কি দেশ রে বাবা! সেই চন্ডীগড়ের শেষের দিক থেকে রিচার্জ খুঁজতে খুঁজতে এই মানালিতে এসে রিচার্জ করতে পারলাম তাও ৮ রুপি বাড়তি দিয়ে, আবার বলে এক শহরের কার্ড অন্য শহরে কাজ করবে না। এরা যদি বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলার সার্ভিসের অবস্থা দেখতো তাহলে মনে হয় মাথা ঘুরে পড়েই যেতো।

আমি হোটেলে ফিরে নিরিবিলি নামাজ আদায় করে লেপ, কম্বলের নিচে ঢুকে শুয়ে থাকলাম। ঘুম তেমন আসলো না। তবে বিশ্রাম হলো। এক সময় অন্তরা আসলো গল্প করতে, আমরা অনেকক্ষন গল্প করলাম। দেখতে দেখতে ঝুপ করেই সন্ধ্যা নামলো। আমি মাগরিবের নামাজ পড়ে আম্মু, বড় মামা আর মিজান আংকেলকে ফোন দিলাম। কিছুক্ষণ পর মজুমদার, মৌলি আর রুবাইদা শপিং করে ফেরত আসলো। রুবাইদা কি কি কিনেছে দেখালো। বাইরে হঠাৎ গান শুনতে পেলাম। অন্তরা বললো মনে হয় আমাদের পার্টির গান। আমি বললাম তাই বলে এত আগে গান ছাড়বে। মজুমদার আর মৌলি বললো নিচে আমাদের পার্টির জন্যই গান হচ্ছে। ডিজে আনা হয়েছে নাকি। মৌলি আর মজুমদার নিচে নাচানাচি করতে চলে গেলো। রাত ৯টার দিকে আমি আর রুবাইদাও বের হলাম। আমরা প্রথমে গেলাম গাম বুট আর ছাতা ফেরত দিতে। নিজেদের জুতা পরে আমরা আসলাম আমাদের পার্টির স্থানে।

খোলা আকাশের নিচে কতগুলো চ্যালাকাঠ জমা করে আগুন জ্বালানো হয়েছে। তার একপাশে এক ডিজে ফিউশন করা মিউজিক বাজাচ্ছে আর তালে তালে আগুনের চারপাশে সবাই গোল হয়ে নাচানাচি করছে। দেয়ালের পাশে হাফ ওয়ালে যারা টায়ার্ড হয়ে যাচ্ছে তারা বসে কিছুক্ষন রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়া হয়ে গেলেই আবার নাচতে চলে যাচ্ছে। রুবাইদা বললো যে ও রুমে গিয়ে বসে থাকতে চায়। আমি বললাম ঠিক আছে, খাওয়ার সময় হলে আমি ডেকে দিবো। রুবাইদা চলে গেলে আমি হাফ ওয়ালের উপর বসে পড়ি। আমার খুব ভালো লাগছিলো। সবার চোখেমুখে এক ধরনের আনন্দের ঝিলিক। এই নাচের মধ্যেই মাঝে মাঝে কয়েকজন মিলে আলাদা হয়ে পড়ছিলো, তখন আবার বাকি সবাই মিলে তাদের পচাচ্ছিলো। কিছুক্ষন পর মায়িশা এসে আমার সাথে যোগ দেয়। আমরা দুইজন শুধু বসে থাকি আর অন্যদের দেখতে থাকি। এর মধ্যে জুবায়ের এক জগ গরম পানি এনে দেয়। সবাই খুব মাঞ্জা মেরে গরম পানি জগ থেকে ঢোঁক দিয়ে খেতে থাকে। আমি সবাইকে দেখছিলাম, অন্তরা, ঐশি, কৌশিক, নিলয়, নোভা, তুষার, জাফর, মজুমদার, মৌলি, সৃষ্টি, সৌরভ, সীমান্ত আফরা, হিমি, আদিবা – সবাইকে। সবার আনন্দ দেখে মনে হচ্ছিলো যেন আমাদের জীবনে কোন দুঃখ নাই, কোন দিন ছিলোও না। এ জীবন যেন শুধুই আনন্দের।

নাচানাচি শেষ করে আমরা খাওয়ার রুমে গেলাম। সেখানে আমাদের জন্য বুফে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। ভাত, সবজি, মুরগি, ডাল, গাজরের সালাদ আর গরম পানি। জুবায়ের আশ্বস্ত করলো যে প্রত্যেকটা মুরগি ও নিজে জবাই করেছে। আমি রুবাইদাকে ডেকে আনলাম। তারপর সবাই খেতে বসলাম। মেনুটা যত বাঙ্গালি বলে মনে হয়, স্বাদটা ততটা নয়। সবগুলো খাবারই ঝাল। তবে সবজিটা অনেক মজা ছিলো। আর সাথে গরম পানিটাও খুব ভালো লাগছিলো। অনেকদিন পর সালাদ হিসেবে পাওয়া গাজর খেতেও মন্দ লাগছিলো না। যাই হোক আমরা খুব উপভোগ করলাম আমাদের খাওয়া। খাওয়া শেষে হাত ধুতে গেলাম যখন কলের পানিতে, আমার মনে হলো ঠান্ডা পানির স্রোতে আমার পুরা হাত অবশ হয়ে গেছে। খাওয়ার পর ঘোষণা আসলো, আমাদের জন্য মানালির বিখ্যাত তাজা ফলের সিরাপ কেনা হয়েছে। আমরা যেন কমিটির রুমে গিয়ে সিরাপ দিয়ে বানানো জুস খেয়ে আসি। আমরা ডাইনিঙ্গের সিড়ি বেয়ে কমিটির চার তলার রুমে উঠলাম।

সেটা ছিলো হানিমুন স্যুট। চৌচালা রুফের নিচে এত্ত সুন্দর একটা রুম যা দেখেই আমাদের সবার মাথা ঘুরে গেলো। আমরা সবাই মাটিতে পাতা কার্পেটের উপর বসলাম। বিছানায় বসে শুভ আমাদের মধ্যে কাল্পনিক একটা লাইন টেনে বললো দুই দলের মধ্যে গানের কলি খেলা হবে। ব্যাস আর যায় কই, সবাই হৈ হৈ করে গান যুদ্ধে নেমে পড়লো। এই হোটেলে আমরা ছাড়া আর কেউ নাই। তাই আমাদের গলা ছেড়ে গান গাওয়ার পাশাপাশি হৈচৈ চিৎকার করতে কোনই বাধা রইলো না। জোরসে শুরু হলো গান গাওয়ার পাশাপাশি আমাদের আড্ডাবাজী। আর অন্য পাশে জুবায়ের সোফায় বসে এক গ্লাস এক গ্লাস করে জুস বানাতে লাগলো। তারপর রিজভী সেগুলোকে ছোট ছোট ওয়ান টাইম কাপে ঢেলে এক কাপ এক কাপ করে সবার মধ্যে পাস করতে লাগলো। তারপর আমি উঠে গেলাম ওদের সাহায্য করতে। একটা ছোট ট্রেতে রিজভীকে বললাম কাপগুলো তুলে দিতে। আমি সেই ট্রেটা নিয়ে সবার কাছে কাছে গিয়ে এক কাপ এক কাপ করে জুস দিতে লাগলাম।

দে
ঠান্ডার রাতে জুস খেতে ব্যস্ত সবাই (কৃতজ্ঞতায় রফিকুল ইসলাম তুষার)

ওদিকে গান যুদ্ধ খুব জমে উঠেছে। জাফর আর উর্মি একসাথে চড়াও হয়ে উঠছে অন্য দলের উপর। অন্য দলের নোভা আর মজুমদারও সমান সমান লড়ে যাচ্ছে। জাফর তো আরও সাংঘাতিক, ও এতই সিরিয়াস গানের ব্যাপারে যে বেশ কয়েকবার ভুল করে সে অন্য দলের পক্ষ হয়ে গানও গেয়ে ফেললো। আর ওদিকে জুবায়ের দ্যা জুস মেকার জুস বানিয়ে যেতেই লাগলো, রিজভী দ্যা সাপ্লাইয়ার কাপে জুস ঢেলে দিতে লাগলো আর আমি পাঁচ ছয় রাউন্ড করে জুস বিলি করতে লাগলাম। দুইটা ফ্লেভারের জুস ছিলো। জুসটা এতই ভালো ছিলো যে কারও সামনে নিয়ে যখন জিজ্ঞেস করতাম, ‘দিবো?’ সে বিনা দ্বিধায় হাত বাড়িয়ে কাপটা তুলে নিতো।

এই করতে করতে কখন যে রাত সাড়ে ১২টা বেজে গেলো টেরই পাই নাই। এক সময় আমাদের আসর ভেঙ্গে গেলো। সবাই কমিটিকে ধন্যবাদ দিয়ে যার যার রুমে ফেরত গেলো। সেই আগের মতন আমরা সবাই লেপ কম্বলের নিচে চাপা পড়ে ঘুমাতে লাগলাম।