The Mighty INDIA CALLING: পুনরায় দিল্লীতে এবং একটি মন্দির ও দরগা দর্শন (পর্ব ১৪)

দিনে যখন ঘুম ভাংলো, তখন ঘাড় আর কোমরে টনটনে ব্যাথা। ঘাড় মালিশ করতে করতে ছোট্ট সিটের মধ্যে নিজের পা টা মেলে ধরার চেষ্টা করছিলাম। কিন্তু তেমন কোন লাভ হচ্ছিলো না। আর বাসও টানা চলছিলো। থামাথামির যেন কোন বালাই নেই। বাসে গ্যাট মেরে বসে থাকা ছাড়া আর কোন উপায়ও ছিলো না। কি আর করা, আমরা নিজেদের মধ্যে গল্পগুজব করতে লাগলাম।

প্রায় দুপুর ১২টার দিকে আমরা দিল্লী পৌঁছালাম। সেই আগের ইউ কে হোটেলে উঠি। কিন্তু এইবার আমরা বরাদ্দ পাই সব পচা পচা রুম। প্রথমে আমরা একটা রুমে যাই, সেটার বাথরুম থেকে বোঁটকা এক রকম গন্ধ বের হচ্ছিলো। তাড়াতাড়ি সেইটা বদলে আমরা আরেকটা রুমে উঠি। এই রুমটা অনেক ছোট। রুমে আমাদের লাগেজ গুলো রাখার পর আর তেমন জায়গাই ছিলো না। আর বাথরুমটা খুবই পচা। সেটাতে টিমটিম করে একটা হলুদ লাইট জ্বলছিলো যেটা ভিতরের পরিবেশকে আরও জঘন্য করে দিচ্ছিলো। আমরা রুম পেয়ে খুব মন খারাপ করলাম। কিন্তু কি আর করা, হোটেল মালিক যে এরকম ধড়িবাজ সেটা কি আর আগে জানতাম? ওরা সবাই ঠান্ডা পানি দিয়ে গোসল করে। আমি মৌলির হিটারটা দিয়ে পানি গরম করে নেই। গোসল করতে গিয়ে আমার গা ঘিনঘিন করছিলো। কোনমতে তাড়াতাড়ি করে বাথরুম থেকে বের হই।

আগের সারাদিনে আমি শুধু একটা স্যান্ডুইচ আর এক প্যাকেট চিপস খেয়ে ছিলাম। আর সকালেও কিছু খাওয়া হয় নাই। আমরা তাই তাড়াতাড়ি করে বের হই খাওয়ার জন্য। হোটেলের কাছেই একটা দোকানে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছিলো। লোকটা হালাল বলাতে ৪০ রুপি দিয়ে এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দেই। পিয়াজের টুকরা দিয়ে সাজিয়ে এক প্লেট বিরিয়ানি এসে হাজির হয় সামনে। আমি গোগ্রাসে খাই। খাওয়া দাওয়া শেষে তৃপ্তির ঢেঁকুর তুলে আমরা বের হয়ে আসি। আমরা যাওয়ার সিদ্ধান্ত নেই অক্ষরধাম টেম্পল। কিভাবে যাবো জানতে চাইলে একেকজন একেক রকম কথা বলে। দিল্লীর লোকজনকে কোন কথা জিজ্ঞেস করে লাভ নাই বুঝে আমরা ট্রাফিককে জিজ্ঞেস করি যে কেমন করে অক্ষরধাম টেম্পলে যাওয়া যেতে পারে।

আমরা ৬০ রুপি দিয়ে আগের মত অটো ভাড়া করে রাজিব চকে যাই। সেখান থেকে আগের বার যে মেট্রো স্টেশনে গিয়েছিলাম সেখানে যাই। টোকেন কাটি অক্ষরধামের। মেট্রো আসতেই ঠিক ঠিক চড়ে বসি। সব মেট্রো পাতাল দিয়ে যায়, কিন্তু এই মেট্রো হঠাৎ করে পাতাল ফুঁড়ে আকাশে উঠে গেলো। ঝলমলে দিনের আলোয় নিচে দেখা গেলো দিল্লী শহর। একটু পর পর অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো একেকটা স্টপেজের। আমরা কান খাড়া করে বোঝার চেষ্টা করছিলাম কোন স্টপেজের কথা বলে। একটু পর পর খেয়াল করছিলাম আমাদের স্টপেজ আসে কিনা। আমাদের অবস্থা দেখে একজন জিজ্ঞেস করে আমরা কোথায় যাবো। অক্ষরধাম যাবো শুনে উনি বলে আপনাদের তো মেট্রো মাঝে বদলাতে হবে। শুনে আমরা ভয় পেয়ে যাই, কারণ এমন কথা আমাদের স্টেশন থেকে কেউ বলে দেয় নাই। উনি আমাদের বোঝাতে থাকেন যে, যমুনা ব্যাংক স্টপেজে আমাদের নেমে যেতে হবে, তারপর আরেকটা মেট্রোতে করে সোজা যাওয়া যাবে অক্ষরধাম। উনার কথায় আশেপাশের অনেকেই সায় দেয়। আমরা বলি যে আমাদের একটাই টোকেন। উনারা বলে এই এক টোকেনেই যাওয়া যাবে, নতুন করে ভাড়া দিতে হবে না। দিল্লীর মানুষের কথায় বিশ্বাস করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছলাম না। এছাড়া মেট্রোর ম্যাপ চেক করে দেখলাম ওনাদের কথার সাথে মিলে যাচ্ছে বিষয়গুলো, যা আছে কপালে ‘ফী আমানিল্লাহ’ বলে নেমে পড়লাম যমুনা ব্যাংক স্টপেজে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখি অন্য পাশে আর কোন মেট্রো নাই। মনে মনে আল্লাহ, আল্লাহ করতে লাগলাম। এমন সময় হুউউশ করে একটা মেট্রো আসলো। আমরা সেটাতে উঠে পড়লাম। সেটা সত্যিই আমাদের অক্ষরধাম নামিয়ে দিলো। মেট্রো থেকে নেমে দেখি সারা, রাত্রি, বাসিরুন, সুমাইয়া ওদেরকে। সারা বলতে লাগলো, ‘সাহস খুব বেড়ে গেছে রে, মেট্রোতে উঠে আবার মেট্রো চেঞ্জ করে অক্ষরধাম পৌঁছে গেলাম, সাহস খুব বেশী বেড়ে      গেছে রে-’

মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমরা খোলা আকাশের নিচে এসে পড়লাম। এই জায়গার নাম অক্ষরধাম। এখন মন্দিরটা  কই আছে খুঁজে বের করতে হবে। আমরা কয়েক জনকে জিজ্ঞেস করলাম। সবাই রাস্তা দেখিয়ে দিলো। মোটেও দূর না। হাঁটা পথ। আমরা রাস্তা পার হয়ে পৌঁছে গেলাম অক্ষরধাম মন্দিরে। গেটে ঢুকার সময় সেই লেভেলের কড়াকড়ি। আমরা সবাই লাইন ধরে এক এক লেয়ারের সিকিউরিটি পার হয়ে হয়ে যেতে লাগলাম। এক জায়গায় আমাদের সবার ব্যাগ জমা নিয়ে নিলো। ক্যামেরা, মোবাইল ফোন, সোয়েটার- সব কিছু জমা দিয়ে প্রায় খালি হাতে আমরা শেষ নিরাপত্তা স্তরে প্রবেশ করলাম। এবার আমাদের সবার চেকিং চললো। আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বারবার প্যান্টের পকেট থাবড়ে থাবড়ে চেক করতে লাগলো। এক পর্যায়ে সারা বেশ চেতেমেতে সিকিউরিটি মহিলাকে ঝাড়ি মেরে দিলো। অবশেষে সব নিরাপত্তা স্তর পার হয়ে আমরা ভিতরে ঢুকলাম।

ভিতরে আলিশান ব্যাপার স্যাপার। চার পাঁচটা অত্যন্ত কারুকাজ করা গেট পার হতে হতেই আমাদের চোয়াল ঝুলে পড়লো। দুটা ময়ুর গেটের মাঝখানে অল্প পানির পুলের মধ্যে বিশাল দুইটা নকশা কাটা পায়ের ছাপ দেখতে পেলাম। তাতে অনেক পয়সা জমে আছে। জানতে পারলাম, এটা হলো স্বামী নারায়নের পায়ের ছাপের রেপ্লিকা। বিশাল রাস্তার শেষ মাথায় অনেক উঁচুতে অনেক কারুকাজ করা নয় গম্বুজের লাল পাথরের মন্দিরটা দেখা যায়। আমরা সে দিকে হাঁটতে লাগলাম। আরও কিছুদূর হেঁটে জুতা জোড়া জমা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম মন্দিরে ঢোকার জন্য। এতো এতো অলংকরন দেখতে দেখতে মাথা ঘুরে যায়। যা বুঝলাম মন্দিরটা নতুন কিন্তু বানানো হয়েছে পুরানো টেকনোলজি কাজে লাগিয়ে। পুরাই পাথরের মন্দির, কোন আরসিসি নাই। আর পাথরের দেয়াল কুঁদেই লাখ খানেক ছোট বড় দেব দেবীর মুর্তি, ফুল পাতা, পশু পাখি এইসব বানানো হয়েছে।

মেইন মন্দিরে ঢুকে আমার মনে হলো এইটা যতটা না মন্দির, তার চেয়ে বেশি জাদুঘর বা এক্সিবিশন সেন্টার। গর্ভগৃহের মাঝখানে স্বামী নারায়নের বিশাল চোখ ঝলসানো সোনালি মুর্তি। আর বড় মুর্তিটার চারপাশে সাইজে ছোট আরও কয়েক জনের একই রকম সোনালি মুর্তি। দেখে মনে হলো সোনার তৈরি। আর গর্ভগৃহটা সোনালি রুপালি রঙের এতো বেশি কারুকাজমন্ডিত ছিলো যেটা দেখে আমার ইউরোপের বারোকো স্টাইলের কথা মনে পড়ে গেলো। স্বামী নারায়নের বড় মুর্তি ছাড়াও রাধা কৃষ্ণা, লক্ষী-নারায়ন, রাম-সীতা, শিব-পার্বতীরও মুর্তি ছিলো। সবগুলো মুর্তিই লাইটিঙ্গের কারণে ঝকঝক করছিলো। আমরা চারপাশ দিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। দেয়ালে ছবির মাধ্যমে অনেক ইতিহাস বর্ননা করা আছে। এক পাশে স্বামী নারায়নের ব্যবহার্য জিনিস যেমন জামা, মালা, পায়ের ছাপ এইসব সাজানো আছে। সব কিছু দেখে আমরা মেইন মন্দির থেকে বের হয়ে আসলাম। হেঁটে হেঁটে জুতা ফেরত নিয়ে আমরা অন্য দিকে গেলাম।

কতগুলো শো আছে যেগুলো টিকেট কেটে দেখতে হয়। শো দেখতে গেলে আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা শো দেখতে গেলাম না। আমরা সহজ আনন্দ নামের স্টেপ ওয়েল দেখলাম যেখানে সন্ধ্যার পর নয়নাভিরাম লেজার শো হয়। তারপর দেখলাম অভিষেক মন্দির। জানলাম, এখানে স্বামী নারায়নের কৈশর কালের মুর্তির উপর মন্ত্রপূত পানি ঢাললে মনের আশা পূরন হয়। আমি যখন দরজা ঠেলে ভিতরে ঢুকেই যচ্ছিলাম তখন রুবাইদা আমার কাঁধ খামচে ধরলো। আমি কাঁচের জানালা দিয়ে ভিতরে তাকিয়ে দেখি ভিতরে সবাই বসে চোখ বন্ধ করে মন্ত্রের তালে তালে ডানে বামে ঝুঁকছে। এই অবস্থায় আমি ভিতরে ঢুকে পড়লে সেটা খুব বিব্রতকর অবস্থা হতো সবার জন্যই।  আল্লাহ বাচিঁয়ে দিয়েছেন আমাকে। তারপর আমরা দেখি লোটাস গার্ডেন। তারপর হাঁটতে হাঁটতে আমরা কতগুলো চমৎকার ফুড কোর্ট, সুভেনিয়র সুপার শপ পার হয়ে যখন বের হবার রাস্তা খুঁজতে লাগলাম, ততক্ষনে সূর্য প্রায় ডুবে যায় যায় অবস্থা। এরই মধ্যে এখানকার বাথরুমে আমার সানগ্লাসটা হারিয়ে ফেলায় মন বেশ খারাপ ছিলো। আর অন্ধকার নামার সাথে সাথেই শীত জাঁকিয়ে পড়তে লাগলো। আমার সব এক্সট্রা সোয়েটার ঢোকার সময় জমা দিয়ে ফেলেছিলাম। তাই তাড়াহুড়া করে বের হবার চেষ্টা করতে থাকি। পরে মনে পড়ে আমাদের টোকেন সারার কাছে। গেটের কাছাকাছি পৌঁছে সবার জন্য অপেক্ষা করতে করতে এক সময় সারাকে খুঁজে পাই। তাড়াতাড়ি করে ব্যাগ ফেরত নিয়ে সোয়েটার, মাফলার আর হাত মোজা পরে ফেলি।

এবার সবার সাথে আলোচনা করতে থাকি কোথায় যাওয়া যেতে পারে নেক্সট- এই সব নিয়ে। সিদ্ধান্ত হলো নিজামউদ্দিন আউলিয়ার দরগায় যাওয়া হবে। আমরা বের হয়ে ট্যাক্সি ঠিক করার চেষ্টা করতে থাকি, কিন্তু ট্যাক্সির বদলে মাইক্রোবাস এসে হাজির হয়। আমরা দরাদরি করে যা আছে কপালে বলে উঠে পড়ি মাইক্রোতে। আমি আর সারা গাদা গাদি করে পিছনে বসি। সারা আবার মাথা নেড়ে আমাকে বলতে থাকে, ‘সাহস খুব বেড়ে গেছে রে, মাইক্রোতে করে কয়েকজন মেয়ে মিলে অপরিচিত শহরে রাতের বেলা দরগায় যাচ্ছি, সাহস খুব বেশী বেড়ে গেছে রে-’।  আমিও ভেবে দেখলাম, ঢাকা শহরেও আমার এরকম রাস্তায় দাঁড়িয়ে মাইক্রো ভাড়া করে অপরিচিত জায়গায় যাওয়ার সাহস হবে না। আর এখন……

দরগার কাছাকাছি একটা জায়গায় এনে আমাদের নামিয়ে দিলো মাইক্রো বাস। পার হেড ভাড়া পড়লো ৪০ রুপি। আমরা নেমে চিপা গলি দিয়ে হাঁটতে লাগলাম। দুপাশে খাবার দোকান। কাবাব ভাজা হচ্ছে, মাংস ঝলসানো হচ্ছে, বিশাল বিশাল কড়াইয়ে শত শত লালমোহন মিষ্টি ডুবিয়ে জ্বাল দেওয়ায় হচ্ছে- এই শীতের মধ্যে এই রকম ধোঁয়া ওঠা খাবারের দোকান পার হতে গিয়ে আমাদের সবারই খিদে লেগে গেলো। আমরা ঠিক করলাম ফেরার সময় পেট ভরে খেয়ে নিবো। রাস্তার ধারে নানা রকমের পসরা সাজিয়ে বসেছে লোকজন। এলুমিনিয়ামের বাটি থেকে শুরু করে আতরের শিশি কি নাই সেখানে! সব কিছুই দামে সস্তা। কে জানি একটা ছোট্ট এলুমিনিয়ামের বদনা কিনলো। এই সব দেখতে দেখতে আমরা হাঁটতে লাগলাম। আস্তে আস্তে একেবারে বাজারের মত জায়গায় ঢুকে গেলাম। লোক জনের হাঁকডাক বাড়তে লাগলো। দুইপাশের দোকান গুলোতে থালা ভর্তি ফুল, মোমবাতি, গোলাপ জল, আগরবাতি, লাল সুতা, জরি দেওয়া কাপড় এইসব সাজিয়ে রেখেছে। আর আমাদের চিৎকার করে বলতে লাগলো স্যান্ডেল খুলে জমা দিয়ে ভিতরে যেতে। যারা আগে কখনো দরগায় যায় নাই তারা লোকজনের এই রকম আচরন দেখে নার্ভাস হয়ে গেলো। আমরা কয়েকজন মিলে ঐসব লোকদের ধমক ধামক উপেক্ষা করে হাঁটতে লাগলাম। যতই সামনে যেতে লাগলাম ততই লোকজন আমাদের ধরেবেঁধে ওই সব থালা কিনতে বাধ্য করার চেষ্টা করতে লাগলো। আমরা সবশেষে একেবারে বাজারের শেষ মাথায় এসে জুতা খুললাম। ওইখানে এক দোকানে জুতা জমা দিয়ে ঢুকলাম দরগার উঠানে।

একটা ছবি থেকে তোলা নিজামুদ্দিন দরগার এরিয়াল ভিউ
একটা ছবি থেকে তোলা নিজামুদ্দিন দরগার এরিয়াল ভিউ

এই দরগার খোলা জায়গা গুলো টুকরা টুকরা। আর সারা উঠান ছড়িয়ে ছিটিয়ে আছে কবর। মনে হলো উনারা যে যেই জায়গায় মারা গিয়েছিলেন ঠিক সেই জায়গাতেই উনাদের কবর দেওয়া হয়েছে। আমরা সাবধানে কবর পাশ কাটিয়ে হেঁটে হেঁটে নিজামুদ্দিনের দরগার সামনে আসলাম। খুব সুন্দর সাদা রঙয়ের পাথরের উপর সোনালি কারুকাজ করা দরগা। ছেলেরা ভিতরে সেই থালা নিয়ে ঢুকছে। আর বাইরে চারপাশে ভীড় করে বসে মহিলারা মোনাজাত করছে, কুরআন শরীফ পড়ছে, কাউকে মনে হলো সেজদা দিতেও দেখলাম। চারিদিকে লাল সুতার সমাহার। দরগার সামনে ছোট উঠানটা জুড়ে কাওয়ালি গানের আসর বসেছে। একজন গায়ক হারমোনিয়াম বাজিয়ে জোর গলায় গান করছে আর তার সাথে অনেকেই ঝুনঝুনি, খঞ্জনি এইসব বাজিয়ে সুর দিচ্ছে। পুরা উঠান জুড়ে লোকজন ভীড় করে গান শুনছে। কেউ কেউ আবেগে মাথা নাড়ছে, হাতে তালি দিচ্ছে। আমার মনে হলো আমাদের দেশে মাজার যেমন শান্ত, নিরিবিলি জায়গা, ইন্ডিয়াতে মাজার বেশ উৎসবমুখর জায়গা। এত বড় একজন আউলিয়ার মাজারের পাশেই উচ্চস্বরে গান বাজনা হচ্ছে ব্যাপারটা দেখে আমার খুব কষ্ট লাগলো। চারিদিকে পুরাই বিদাতি পরিবেশ। এর মাঝে একটু নফল নামাজ পড়া যাবে কিনা বুঝতে পারছিলাম না। তবে খুঁজে পেলাম মেয়েদের নামাজের জায়গা। বলতে গেলে সেটা পুরাই খালি। যাই হোক আমি কোন মতে দু রাকাত নফল নামাজ পড়েই বের হয়ে আসলাম। দেখি কাওয়ালির আসর ভেঙ্গে গিয়েছে। সবাইকে নকুলদানা শিন্নি হিসেবে দেওয়া হয়েছে। আমিও সেই শিন্নির ভাগ পেলাম। লোকজনের হৈচৈ চিৎকার শুনে মনে হলো যেন কোন মেলার মধ্যে দাঁড়িয়ে আছি।

আবার রাত নয়টার সময় শুরু হবে কাওয়ালি। তার আগেই ঘুরেফিরে আমরা বের হয়ে যাওয়ার প্ল্যান করলাম। রাতের বেলায় খুব বেশি ঘোরাঘুরি করতে ইচ্ছা করলো না।  এমনিতেও পরিবেশটা শান্ত নয়, তাই আমরা বের হয়ে এলাম। সেই চিপা বাজারের রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে বাইরে চলে আসলাম। এক লোক দেখলাম ছোট ছোট শিক কাবাব বিক্রি করছে। আমরা ২০ রুপি দিয়ে ৪টা শিক কাবাব কিনে খেলাম। খুব বেশি মজা লাগলো না। পরে ঘোরাঘুরি করে এক হোটেলের দোতলায় উঠে বসলাম। সেই হোটেলে আমরা ছাড়া আর কোন মেয়ে নাই। সারা এলাকাতেই অবশ্য আমরা ছাড়া তেমন কোন  মেয়েই ছিলো না। আমরা আরাম করে বসে নানা রকম আইটেম অর্ডার দিলাম।  গল্পগুজব করতে করতে আমরা হোটেলটাকে গমগমে বানিয়ে ফেললাম। নিচে যেসব লোক বসা ছিলো, ওনারা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে লাগলো যে কারা এত হৈচৈ করছে। এক সময় আমাদের অর্ডার আসলো। আমার ৩৯ রুপির ডাল গোস্ত আর নান মজা ছিলো। এছাড়া মগজ, নেহেরি, ফ্রায়েড চিকেন, সিল্মা রুটি সবই টেস্ট করে দেখলাম। সবগুলোই মজা। খেয়ে দেয়ে অনেকে আবার চা অর্ডার দিলো। সব শেষে বিল মিটিয়ে আমরা বের হয়ে আসলাম। দেখি বড় বড় লাল মোহন যাকে ওরা বলে ‘গুলাব্জামুন’ জ্বাল দেওয়া হচ্ছে। আমরা ছোট বাটিতে করে সিরায় ডুবানো লাল মোহন খেলাম। অনেকে হালুয়াও টেস্ট করলো। পেট ভরে সব খেয়ে দেয়ে আমরা ফাইনালি বের হয়ে আসলাম। একটা অটো ভাড়া নিলাম মোড়ের থেকে। ১০০ রুপি ভাড়া নিয়ে সেই অটো আমাদের হোটেলের সামনে নামিয়ে দিলো।

হোটেলে ফিরে ছোট্ট রুমটাতে ঢুকে আমার আবার মন খারাপ হয়ে গেলো। কিন্তু কি আর করা, একজন লোককে ডাকিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিতে বললাম। কিন্তু যেই লাউ সেই কদুই রইলো। কিছুক্ষণ পাশের রুমের সুমাইয়া, রাত্রির সাথে গল্পগুজব করে রুমে ফিরে আসলাম। ওদিকে মজুমদার আর মৌলিও ফেরত এসেছে। সবাই মিলে বিছানাটায় চাপাচাপি করে শুয়ে পড়লাম। সহসা ঘুম আসতে চাইলো না। তারপর এক সময় ঘুমিয়ে পড়লাম।

 

The Mighty INDIA CALLING: মানালির পথে রুদ্ধশ্বাস দৃশ্যাবলী (পর্ব ১১)

ঘুম ভাঙল ভোরবেরলা। সেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম খানিকক্ষণ। দেওয়ালে টানিয়ে রাখা ছবির মত সুন্দর এক দৃশ্য। এত সুন্দর দৃশ্যও তাহলে আছে পৃথিবীতে! যাই হোক, আমাদেরকে বের হতে হবে। চটজলদি ফ্রেশ হয়ে আগের রাতের গুছানো সব মালপত্র একে একে রুম থেকে বের করলাম। হোটেলের এন্ট্রির সামনে গিয়ে আক্কেল গুড়ুম হয়ে গেলো। হোটেলে ঢুকার সময় তো খাড়া ঢাল দিয়ে গড়িয়ে লাগেজ নামিয়েছি। কিন্তু এখন? এখন তো টেনে উপরে তুলতে হবে। ইয়া আল্লাহ বাঁচাও!

হোটেলের কেউ লাগেজ তুলে দিতে পারবে কিনা খোঁজ খবর নিলাম। কিন্তু কোন মানুষ পেলাম না। যা আছে কপালে, ফী আমানিল্লাহ বলে শুরু করলাম ঢাল বেয়ে লাগেজ টেনে উপরে তোলা। কয়েক সেকেন্ডের মধ্যেই হাতের কব্জিটা মনে হলো জয়েন্ট থেকে ছুটে যাবে। পায়ের মাংস পেশি টনটন করতে লাগলো। হাতের তালুতে লাগেজের হ্যান্ডেলের লাল দাগ পড়ে গেলো। পিঠের ব্যাকপ্যাকটাকে মনে হলো আমাকে পিছন দিয়ে টানছে। বড় বড় নিঃশ্বাস ছাড়তে লাগলাম। গাল মুখ লাল হয়ে গেলো। এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও দারুন পরিশ্রমে আমার গরম লাগা শুরু হলো।  বার বার রাস্তার দিকে মাথা তুলে দেখতে লাগলাম কখন শেষ হবে এই যাত্রা? যখন আমি রাস্তার লেভেলে উঠে গোয়েলের পিছনে লাগেজ নিয়ে রাখলাম, বুকের পাজড় তখন হাপড়ের মতন ঊঠা নামা করছে। বেশ কিছুক্ষণ সময় লাগলো ধাতস্থ হতে। মোটামুটি স্বাভাবিক হয়ে আমি যখন ঢালের নিচে আমাদের হোটেলের দিকে তাকালাম, আমি অবাক হলাম। এই এত বড় ঢালের রাস্তা পার হয়ে আমি কেমন করে এই ভারি মাল্পত্রগুলো টেনে আনলাম, নিজেরই বিশ্বাস হচ্ছিলো না। নিজের প্রতি নিজেই বেশ খুশি হয়ে গেলাম। বাহ- আমি তো বেশ পরিশ্রমী! গোয়েলের গায়ে হেলান দিয়ে দেখতে লাগলাম আমাদের মানুষজন সবাই লাইন ধরে ঢাল বেয়ে লাগেজ টানতে টানতে আসছে।

কয়েক জন মিলে তাড়াতাড়ি নাশতা করার জন্য ছুটলাম। হোটেলের সামনেই ছোট একটা দোকান, সেখানে শুধু কেক, পাউরুটি আর চা আছে। কেকটা দেখে ভালো মনে হলো না। আমরা কয়েকজন মিলে পাউরুটি কিনলাম। সবাই চা দিয়ে ভিজিয়ে খেলো, আমি শুকনা পাউরুটিই চিবিয়ে খেলাম। সবশেষে পাঁচ রুপি দিয়ে একটা পার্ক কিনে বের হয়ে আসলাম। সবার আসা হয়ে গিয়েছে। আমরা বাসে উঠে পড়লাম। মোটামুটি ১০টার দিকে আমরা রওয়ানা হলাম মানালির দিকে।

বাস ছাড়ার দশ পনের মিনিট পর কমিটির লোকজন টের পেল যে যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না। সৌরভ, জুবায়ের ওরা গিয়ে ড্রাইভারের সাথে কথা বলে রাস্তা চেঞ্জ করতে বললো। ড্রাইভার কিছুক্ষন পর রাস্তার বাইরে বাসটা পার্ক করলো। উনি জানালো, মানালি যাওয়ার দুইটা রাস্তা আছে। একটা রাস্তা নিরাপদ, দেখার মতন তেমন কিছু নাই। আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। অন্যটা ভয়ানক বাঁকযুক্ত, কিন্তু দুপাশের দৃশ্য অনেক সুন্দর। কিন্তু সেই রাস্তা দিয়ে দিনের বেলা গেলে যাত্রীরা ভয়ে চিৎকার করে তখন ড্রাইভারের চালাতে খুব অসুবিধা হয়। আমাদের ছেলেরা বললো যে আমরা দ্বিতীয় রাস্তা দিয়েই যেতে চাই। তখন ড্রাইভার আমাদের বললো যে উনার কোন অসুবিধা নাই, কিন্তু উনি শর্ত দেয় যে আমরা কোন চিৎকার করতে  পারবো না। শর্ত শুনে আমরা ভয় পেয়ে যাই। কিন্তু তারপরও রাজি হই। তখন আমাদের পাংকু হেল্পার এসে ড্রাইভার আর আমাদের মাঝের দরজাটা বন্ধ করে লক করে দেয়। তখন আমরা বুঝি টুরিস্ট বাসগুলোতে ড্রাইভার আর যাত্রীদের মাঝে দরজা কেন দেওয়া হয়।

আমরা উল্টা ঘুরে নতুন রাস্তা দিয়ে যাত্রা শুরু করি। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা যে পথ দিয়ে আমরা যাচ্ছিলাম সেটার বাঁকগুলো যেন আমাদের বাসের মাপে মাপেই বানানো হয়েছে। আমি বাংলাদেশের মানুষ। পাহাড় পর্বত বললেই চট্টগ্রামের পাহাড়ের ছবিই চোখে ভেসে ওঠে। কিন্তু এত বড় বড় পাহাড় আমি কখনোও দেখি নাই। মাঝে মাঝে হিন্দি সিনেমাতে এই রাস্তার ছবি দেখা যায়। আমরা একটা পাহাড়কে পেচিয়ে পেচিয়ে উপরে উঠি আবার পেচিয়ে পেচিয়ে নামতে থাকি। তবে নিচে নামা কম, উপরে উঠা বেশি। সমতল ভূমি থেকে অনেক উপরে ঊঠে যাওয়ার পর আমার কানে সমস্যা হতে লাগলো। প্লেনে যেরকম কানে তালা লেগে যায় সেরকম না। কেমন যেন অস্বস্তি। আমি দুই হাত দিয়ে কান চেপে বসে থাকলাম।

ঘন্টা খানেকের মধ্যেই বাস একটা ধাবা টাইপের দোকানে থামলো। ড্রাইভার জানালো সামনে আর খাবারের দোকান পাওয়া যেতে নাও পারে। তাই আমরা নেমে চিপস বিস্কুট এই সব খেলাম। অনেকে অমলেট, ম্যাগি নুডুলস খেয়ে নিলো। আরও কিছু খাওয়া দাওয়া কিনে নিয়ে বাসে উঠে পড়লাম। একটু বিরতির পর বাস আবার চলতে শুরু করলো। দুই পাশের অবাস্তব সব পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটতে লাগলাম।

এফ
ঐ দূরে নকশা কাটা কঠিন সব পাহাড়

একই রকম পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই লীলচে সবুজ রঙয়ের পানির জলাশয় দেখতে পেলাম রাস্তার এক পাশে। অল্প পানির জলাশয়ে সাদা ফেনার স্রোত তুলে ঝরঝর করে বয়ে চলছে টলটলে পানি, তাতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা আকারের পাথর- দৃশ্যটা এতই নৈসর্গিক যে মনে হল আমি বোধহয় পৃথিবীর বাইরে কোথাও চলে এসেছি। এই রকম অপরূপ জলাশয় আমি কোনদিন কল্পনাও করি নাই। জানলাম এই জলাশয়ের নাম বিয়াস নদী। পানদহ নামের এক জায়গার কাছাকাছি এসে বিয়াস নদীর শ্বাস রুদ্ধকর সৌন্দর্য দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। পথেই একটা জল বিদ্যুত পাওয়ার সেন্টার দেখলাম। এই বিয়াস নদীতে বাঁধ দিয়ে বিদ্যুত উৎপাদন করা হয়। আমরা চলতে লাগলাম, আমাদের সাথে সাথে বিয়াস নদীও এঁকে বেঁকে চলতে লাগলো। সবাই একটু উসখুস করতে লাগলো। বাসটা একটু থামানো যায় না, একটু নেমে নিচের নদীটা দেখে আসা যেত। ড্রাইভারের দরজায় নক করে সেই কথা বলতে ড্রাইভার সুবিধাজনক জায়গায় নিয়ে বাসটা থামালো। আমরা বাস থেকে নেমে হাত পা ছাড়লাম। ততক্ষনে সূর্য অস্ত যাই যাই করছে।

দ্ভ
টল্টলে নীল পানির বিয়াস নদী আমাদের সাথে এঁকেবেঁকে যাচ্ছিলো

শেষ বিকালের এই সময়টাতে আমরা বিয়াস নদীর ধার দিয়ে হেঁটে বেড়ালাম। খাদের কিনার দিয়ে হাঁটছি আর নিচেই বিয়াস নদী। অন্যপাশের পাহাড় থেকে গড়িয়ে পড়ছে সাদা পানির ঝরনা। মনের অবস্থা তখন কেমন সে কথা আর না বোঝালেও হয়। মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালাম, আমার কপালে এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য রাখার জন্য ঠিক করলাম হোটেলে পৌঁছে দুই রাকাত নফল নামাজ পড়বো। যখন সূর্য প্রায় ডুবে গেছে, তখন আমরা বাসে উঠে আবার রওয়ানা দিলাম। কোথাও থামাথামি নাই। এর মধ্যে অনেকেই থামতে বললো একটা বাথরুমের ধারে কাছে। বাসটা একবার থামলো। রাস্তার ধারে একটা জঙ্গলের মধ্যে দুইটা বাথরুম। কোন পানির ব্যবস্থা নাই, নাই কোন লাইট। লাভের লাভ তো কিছুই হলো না, কোনমতে মোবাইলের লাইট জ্বালিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে আবার বাসে উঠে বসলাম।

বাস আবার চলতে লাগলো। পথ আর শেষ হয় না। অনেকক্ষন পরে হঠাৎ রাস্তার দুই ধারে স্তুপের মতন কি যেন সব দেখা গেলো। আমরা উত্তেজিত হয়ে গবেষনা শুরু করলাম, ওগুলো কি বরফ নাকি অন্য কিছু। রাতের অন্ধকারে তেমন কিছু দেখাও যাচ্ছিলো না। তাই আমাদের তর্কও আর শেষ হচ্ছিলো না। এই করতে করতে আমরা যখন এসে পৌঁছালাম ‘চন্দ্রমুখী কটেজ’ এ তখন রাত ৯টা বাজে। কমিটির গ্রিন সিগনাল পেয়ে আমরা বাস থেকে নেমেই ঠান্ডার একটা ঝাপ্টা খেলাম। আমি তাড়াতাড়ি রাস্তার পাশে জমে থাকা স্তুপে পা দিয়ে লাথি মেরে দেখলাম এগুলো আসলেই বরফের স্তুপ। রাস্তা পরিষ্কার করার জন্য দুইপাশে বরফগুলো স্তুপ করে রাখা হয়েছে। তবে বরফের সাথে মাটি মিশ্রিত থাকার কারণে স্তুপগুলোর রঙ সাদা নয় বরং ময়লা রঙের। এই জন্যই বাস থেকে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিলো ওগুলো বরফ কিনা।

আমরা গরমের দেশের মানুষ। তাই বরফ দেখে যে আমরা উত্তেজিত হয়ে উঠবো সেই কথা অনুমেয়ই ছিলো। কিন্তু উত্তেজনার বাঁধ ভাংলো যখন আমরা রাস্তা থেকে ঢাল বেয়ে নেমে চন্দ্রমুখী কটেজে ঢুকলাম। সিড়ি হিয়ে উঠে প্রথম যে রুমটা পেলাম সেটাতে ঢুকে আমার চোখ বড় বড় হয়ে গেলো। মনে হলো যেন নেপালের কোন এক প্রাসাদে ঢুকে পড়েছি। বর্গাকৃতির বিছানা, দুইটা গদি আঁটা সোফা, চিকন লম্বা টেবিল, লাল কার্পেট দিয়ে সাজানো রুমটা ছবির মতন সুন্দর। একপাশের পুরো ওয়ালটা জুড়ে জানালা, তার সামনে কার্পেট দিয়ে ঢাকা এক সারি বসার জায়গা। ধবধবে সাদা বাথরুমে আছে বিশাল এক বাথটাব। বাথরুমের সব গুলো লাইন দিয়েই গরম পানির ব্যবস্থা। মজুমদার, মৌলি আর রুবাইদা লাগেজ টানতে টানতে রুমে এসে খুশিতে আত্মাহারা হয়ে উঠলো। আমি আর মজুমদার নাচতে শুরু করলাম। সারাটা দিন বাসের ছোট্ট সিটে বসে থাকতে থাকতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু এই রকম হোটেল পেয়ে সব বিরক্তি নিমেষেই উধাউ হয়ে গেলো।

নাচানাচি শেষ করে টের পেলাম সারাদিন কিছুই খাওয়া হয় নাই, সেই সকালবেলা শেষ চিপস খেয়েছি আর এখন রাত হয়ে গেছে। দ্রুত খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। রুম থেকে বের হয়ে শুনলাম হোটেল আমাদের অফার দিয়েছে ওনারা আমাদের জন্য রান্না করতে পারে তবে ভেজ আর রুটি। আমরা তাতে রাজি হলাম না। হোটেলের সামনের ঢাল পার হয়ে রাস্তায় উঠে আমরা ডান দিকে গেলাম। একটা খাবারের দোকান দেখে তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম। কিন্তু সেই দোকানের লোকরা জানালো উনাদের রান্না করতে অনেক সময় লাগবে। তাছাড়া অল্প কিছু আইটেম পাওয়া যাবে। আমরা অনেকেই সেখান থেকে বের হয়ে গেলাম। এবার হাঁটতে হাঁটতে হোটেল থেকে বাম দিকের রাস্তা ধরলাম। রাত হয়ে গেছে। সব দোকানপাটই বন্ধ। একটা দোকান খোলা পেয়েই ঢুকে পড়লাম। দেখলাম আমাদের মানুষজন সব ভিতরে বসে আছে।

ঝটপট ৮০ রুপির ভেজ চাওমিন অর্ডার দিয়ে বসে রইলাম। দোকানটা ছোট্ট। দেখতে মনে হয় যেন নেপাল বা তিব্বতের কোন ঘরের ভিতর বসে আছি। কাঠের টেবিল আর বেঞ্চ গুলা সারি করে বসানো। পুরাই ফ্যামিলি দোকান। বাবা মা রান্না করেন, বড় ছেলে ক্যাশে বসে, মেজ ছেলে বাবা মাকে সাহায্য করে আর সবচেয়ে ছোট্ট যে মেয়ে যার নাম কাঞ্চন বা কান্নু, সে একটা বেবি কটে বসে কাস্টমারদের বিনোদন দেয়। এত্ত কিউট একটা মেয়ে, গোলাপি দুটা গাল- ওর সাথে খাতির করার জন্য আমাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেলো। পিচ্চিটা তার কটে বসেই সবার সাথে হাসছিলো, ভেংচি কাটছিলো, রাগ করছিলো। হঠাৎ করে এতগুলো অর্ডার পেয়ে ওনাদের উপর বেশ চাপ পড়ে গেলো। ওনারা সময় লাগবে বলে দিলো। আমরাও বসে থেকে গল্পগুজব করতে লাগলাম। দোকানের দরজাটা স্লাইডিং, এর একটা পাল্লা আছে আরেকটা নাই। এই খোলা পাল্লার জায়গা দিয়ে হু হু করে হিম শীতল বাতাস ঢুকতে লাগলো। একটু পরেই বৃষ্টি পরার টিপ টিপ শব্দ হতে লাগলো। আমরা কপাল চাপড়ালাম, হায় বৃষ্টি- তুমি আর আমাদের পিছু ছাড়লে না!

আফচদ
কান্নু নামের ছোট্ট পুতুলটা

যখন সাদা ধবধবে বাটিতে করে ধোঁয়া ওঠা চাওমিন আসলো, সবার পেটের খিদে গুড়গুড় করে উঠলো। দারুন মজা ছিলো সে খাবারটা। শুধু চাওমিনই না, যারা সুপ, ভেজ মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস চপসুয়ে অর্ডার দিয়েছিলো তাদের সবার খাবারই অত্যন্ত মজা ছিলো।  আমরা গপাগপ খেয়ে ফেললাম। খেয়েদেয়ে দেরি না করেই আমরা বের হয়ে পড়লাম। বৃষ্টি মাথায় নিয়ে শীতের রাতে দৌঁড় লাগলাম হোটেলের দিকে। এই রকম -২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় বৃষ্টিতে দৌড়াতে হবে এটা কল্পনাতীত ছিলো। যাই হোক দৌড়াতে দৌড়াতে হোটেলের সিড়ি ঘরে এসে পৌছালাম আমরা। সিড়ির আলোতে রুবাইদা একটা আর্তচিৎকার দিলো। নিজের ওভারকোটের দিকে তাকিয়ে দেখলাম- হাজার হাজার চকচকে কণা ঝিকমিক করছে। তু-ষা-র-পা-ত।

আমি চিৎকার দিয়ে উঠলাম। তাহলে যেটাকে বৃষ্টি মনে করেছি সেটা আসলে তুষার পাত! আমার খুশিতে নাচতে ইচ্ছা হলো। দৌড়িয়ে রুমে ঢুকে সবাইকে চিৎকার করে বললাম তুষারপাতের কথা। কিন্তু মজুমদার আর মৌলি মুখ শুকনা করে লেপের তলা থেকে বললো, প্রচন্ড ঠান্ডায় কিছুতেই শরীর গরম হচ্ছে না। এই ঠান্ডায় ঘুমানো সম্ভব নয়। আমি দৌড়াদৌড়ি করে এসেছি বলে ততটা টের পাচ্ছিলাম না। রুম সার্ভিসে ফোন দিয়ে বলি রুম হিটারের ব্যবস্থা আছে কিনা। ওরা বলে রুম হিটারে নেই তবে প্রত্যেক রুমের ক্যবিনেটে এক্সট্রা লেপ দেওয়া আছে। আমি ক্যাবিনেট খুলে এক্সট্রা লেপটা বের করে ওদের গায়ে ছড়িয়ে দেই।

ওভারকোটটা খুলে বাকিসব গরম কাপড় পরেই লেপের নিচে ঢুকে পড়ি। কানে উলের টুপি, গলায় মাফলার, হাতে আর পায়ে মোজা, গায়ে একাধিক গরম কাপড়, দুইটা লেপ আর নিজেদের একটা করে কম্বলের নিচে চাপা পড়ে ঘুমাতে চেষ্টা করি। একসময় আরামদায়ক একটা তাপমাত্রা তৈরি হয় লেপের নিচে আর সাথে সাথেই আমি ঘুমিয়ে পড়ি।

The Mighty INDIA TOUR: কোলকাতা টু দিল্লী বাই ‘কলকা মেল’ (পর্ব ৫)

আমার পাশের চেয়ারে সম্ভবত লিয়া বসেছিলো। লিয়ার কম্বলটায় ভাগ বসিয়ে সারা রাত এপাশ ওপাশ করলাম। এক পর্যায়ে কে জানি বললো সামনে নিচে শুয়ে আছে এক মহিলা, তার আচরণ সন্দেহজনক। মহিলাকে নজরে রাখা দরকার। সবাই পালাক্রমে মহিলার উপর চোখ রাখতে লাগলো। অবনীকে দেখলাম চেয়ার ছেড়ে উঠে নিচে শাল মুড়ি দিয়ে শুয়ে থাকা অপরিচিত মহিলাদের মাঝে ঘুমিয়ে পড়তে। অবনীর এই স্বভাবটা ভালো, যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারে।

প্রচন্ড ঠান্ডায় আমরা জমে যাচ্ছিলাম। মোটা সোয়েটার, কানটুপি, কম্বল কিছুতেই শীত মানছিলো না। আমি লাগেজ খুলে ওভারকোট বের করে পড়ে নিলাম। সাড়ে পাঁচটা থেকেই সবাই আস্তে আস্তে উঠতে লাগলো। ফ্রেশ টেশ হয়ে আমরা সবকিছু গুছিয়ে রাখলাম। অবনীও ঘুম থেকে উঠলো। আমি আশ্চর্য হয়ে দেখলাম অবনী যাদের সাথে ঘুমিয়েছে তারা হিজড়া। তবে এখানকার হিজড়ারা মোটেও ভীতিকর কিছু নয়। তারাও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে লাগলো।

৬টার দিকে আমরা আবার নিচে নেমে জন আহারে নাস্তা খেতে গেলাম। অর্ডার দিলাম ২৫ রুপির ভেজ কাটলেট আর বাটার পাউরুটি। ভেজ কাটলেটটা অদ্ভুত লাল রঙের, খেতে ভালো না। তাড়াতাড়ি করে খেয়ে আমরা উপরে উঠে লাগেজ নামাতে লাগলাম। একটা মাত্র লিফট। সবাই দৌড়াদৌড়ি করে নামতে লাগলো। সাড়ে ছয়টার সময় আমরা নেমে দৌড় দিলাম ৬ নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু কোন ট্রেন আসে নাই দেখে আমরা ইতস্তত দাঁড়িয়ে রইলাম।

এত মানুষের জটলা দেখে স্টেশনের কয়েকজন গার্ড টাইপের লোক এগিয়ে আসলো। শুভ তখন আমাদের টিকেট দেখালো। উনারা বললো ট্রেন অত্যন্ত কম সময়ের জন্য থামবে। বগি নম্বর দেখে এক্ষুনি আমাদের দৌড়ে প্ল্যাটফর্মের যার যার বগি নম্বর লিখা জায়গাটাতে দাঁড়িয়ে থাকা দরকার। না হলে উঠার আগেই ট্রেন ছেড়ে দিবে। শুনে আমরা ভয় পেয়ে গেলাম। জুবায়ের, শুভ চিৎকার করে আমাদের সিট নম্বর আর বগি নম্বর বলতে লাগলো। আমরা একেকজন একেক বগিতে পড়েছি। সবার চেহারা রক্তশূন্য হয়ে পড়লো। অনেকেই বগি নম্বর জেনে দৌড়াতে লাগলো। আমার বগি নম্বর এস থ্রি আর সিট নম্বর ৬৭। শুনে আমি পাগলের মত লাগেজ নিয়ে দৌড়াতে লাগলাম। এর মধ্যে ট্রেন চলে আসলো। পিঠে ব্যাকপ্যাক, কাঁধে হ্যান্ড ব্যাগ আর হাতে ট্রলি এই নিয়ে দৌড়াতে দৌড়াতে এক সময় দেখলাম বগি নম্বর এস ওয়ান, বগি নম্বর এস টু- কিন্তু তারপর বগি নম্বর এ ওয়ান! এরপর এগিয়ে দেখলাম বগি এ টু। মেরুদন্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেলো আমার। এখন আবার আমাকে এ বি সি ডি শুরু করে এস পর্যন্ত দৌড়াতে হবে? তার মানে আমি নিশ্চয়ই ট্রেন মিস করবো। আমার মাথায় কি ঘটে গেল আমি জানি না। আবার দৌড় শুরু করলাম। রুদ্ধশ্বাসে দৌড়ানোর এক পর্যায়ে ঘাড় ঘুরিয়ে দেখলাম আমার আশেপাশে পরিচিত কেউ নাই। কি করবো এখন? একে তো বগি খুঁজে পাচ্ছি না, তার উপর হাতে কোন টিকেট নাই। ট্রেনটাও যে কোন সময় ছেড়ে দিবে। কি হবে আমার?

হঠাৎ তানভীরকে দেখলাম ওর সুটকেসটা নিয়ে দৌড়াতে। পরিচিত একজনকে পেয়ে আমি আবার দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে এক সময় তানভীর ওর বগি পেয়ে গেলো। তারও কয়েকটা বগি পার হয়ে আমি আমার কাংখিত এস থ্রি লিখা বগি খুঁজে পেলাম। কোনমতে ট্রলিটা টেনে বগিতে উঠলাম। বেশি খুঁজতে হলো না, একটা খোপ পার হয়েই ৬৭ নম্বর সিট খুঁজে পেলাম। আমি তখনও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। এর মধ্যে নিলয়, উর্মি আর চিং হাপাতে হাপাতে লাগেজ টেনে টেনে আমার খোপের মধ্যে আসলো।

আমরা দ্রুত আমাদের লাগেজগুলা সিটের নিচে রেখে ভালো করে তালা মারতে লাগলাম। একটু পর আবিষ্কার করলাম আমরা চারজন ছাড়াও আরও চারজনের সিট আছে এই খোপের মধ্যে, তারা যেহেতু আমাদের কেউ না- অবশ্যই তারা ‘বিদেশি’ মানুষ। চারজন ‘বিদেশি’ মানুষের সাথে একই খোপে আগামী প্রায় দেড় দিন কাটাতে হবে ভাবতেই আমাদের মেজাজ বিগড়ে গেলো। উর্মি মারাত্মক টেনশনে পড়ে গেলো। ও এক্সট্রা প্রটেকশন স্বরূপ আরও শিকল তালা কিনে ওর লাগেজে জড়াতে লাগলো। আর আমাদের এক খোপ পাশেই ট্রেনের ক্লিনার টাইপের লোকদের বসার ব্যবস্থা। বাংলাদেশি শুনে ওনারা বারবার সাবধান করে দিতে লাগলো আর বিভিন্ন সময়ের বিভিন্ন চুরির কথা মনে করিয়ে দিতে লাগলো। ওনাদের সাবধানতা অমান্য করার ফলে কেমন করে যাত্রীদের মোবাইল আর লাগেজ চুরি গেছে সেই সব কাহিনী বারবার বলতে লাগলো। সেই সব শুনে উর্মির ভয় আরও চৌদ্দগুন বেড়ে গেলো।

ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। এর মধ্যে টের পাচ্ছি মায়িশাদের কামরাতে কোন একটা গন্ডোগোল লেগেছে। কমিটির কয়েকজন অস্থির হয়ে ছোটাছুটি করছে। খানিক পরেই মায়িশা আর ঐশি ওদের লাগেজ টানতে টানতে রাগে গজগজ করতে করতে জাফরের সাথে আমাদের কামরা ক্রস করলো। ওদের কামরার সহযাত্রী কি সব জানি ঝামেলা করেছে তাই ওরা জাফর আর রাফাতের সাথে সিট বদল করছে। সব দেখে উর্মির প্রায় কাঁদো কাঁদো অবস্থা। তখন চিং আর নিলয় একের পর এক সান্তনা দিতে লাগলো। কয়েক মিনিট পর আমরা চিন্তা করলাম যে এখনো যেহেতু কোন বাইরের লোক আসে নাই তাহলে দেখাই যাক না কি হয়। যখন কেউ আসবে তখন দেখা যাবে। তার আগ পর্যন্ত আমরা চারজন মিলে আটটা সিট ব্যাগ রেখে দখল করে রাখলাম। তারপর আমরা ঘুরতে বের হলাম।

আমাদের পাশের খোপেই রিজভী, আফরা আর ইশ্তিয়াক ছিলো। আমরা হেঁটে হেঁটে এক কামরা থেকে বাম দিকে অন্য কামরায় যাই। বেচারা হিমির জ্বর। ওকে দেখলাম ওর সহযাত্রী মহিলার কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকতে। একই খোপে রুবাইদাও ছিলো। ওর সাথে খানিক্ষণ গল্প করলাম। তারপর আরও সামনে গেলাম। সবশেষে নিশাত, অদিতিসহ ওরা ছয়টা মেয়ে একসাথে বসে ছিলো। এরপর একটা দলের সাথেই শুধু দেখা হওয়া বাকি ছিলো। সেটা প্রায় ২২ টা বগি পরে জেরিন, ফাহাদের দল। আলসেমির জন্য সেটাতে আর গেলাম না। আমাদের কামরার ডান দিকে অন্য কামরায় জাফর, রাফাত, মৌলি আর মজুমদারকে বসে থাকতে দেখলাম। ছাড়া ছাড়া ভাবে সিট পড়ায় সব খানে সবার মন কমবেশি খারাপ দেখেছিলাম। কিন্তু এই বগিতে এক্সট্রিম থমথমে অবস্থা। কথা বলে জানলাম, সহযাত্রী আংকেলের সাথে মায়িশা আর ঐশির মনোমালিন্য হওয়ায় কেউই আর স্বাভাবিক হতে পারছে না।

সবার সাথে দেখা করে আমরা বুঝলাম যে আসলে আমরা সব থেকে ভালো অবস্থায় আছি। আমাদের এখনও পর্যন্ত কোন সহযাত্রী নাই। আমাদের কামরা বেশ আলো ঝলমলে এবং খোলামেলা। আর পাশেই ক্লিনাররা থাকায় একটু পর পর অনারা ঝাড়ু দিচ্ছিলো আর এয়ার ফ্রেশ্নার দিচ্ছিলো। আমাদের কাছাকাছি বাথরুমটাও পরিষ্কার- কোন গন্ধ নাই তবে বদনাও নাই। পানির কলটা আরও অদ্ভূত, টিপকল বলা চলে ঐটাকে। সব কিছু চিন্তা করে আমরা পজিটিভ মনোভাব নিয়ে বসি। যার যার মালপত্র সুন্দর করে গুছিয়ে খোশমেজাজে বসি।

বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠতে লাগলো। একটু পর পর বিভিন্ন ফেরিওয়ালা আমাদের পার হয়ে যেতে লাগলো। বাদাম, চিপস, ডালমুট, ছোলা ভুনা, সিংগারা, কালোজাম, ড্রিংকস, তালা চাবি, খেলনা, চা, নারিকেল কুচি আরও হাজারো রকমের জিনিস। আবার ট্রেনের নিজস্ব চা, চাওমিন, রাতের খাবার আর দুপুরের খাবার ছিলো। আমার বেশ ঘুম পাচ্ছিলো। আমি হ্যান্ড ব্যাগটা মাথার কাছে রেখে কম্বল জড়িয়ে ছোটখাটো একটা ঘুম দিলাম।

ঘুম থেকে উঠে আমি আর সুমাইয়া শেয়ারে লাঞ্চ খেলাম ভাত, সবজি আর ডিম। দাম পড়লো ১১০ রুপি। খাওয়া শেষে একটা লুডু কিনে আমরা চারজন খেলা শুরু করলাম। এর মধ্যে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য আমি আর মায়িশা একটা বোতল কেটে ‘বদনা’ বানালাম। অনেকেই ঘুরতে আসলো আমাদের খোপের মধ্যে। আমাদের ‘ফার্স্ট ক্লাস’ আরাম দেখে সবাই ‘হিংসা’ করতে লাগলো। মুখে মুখে ছড়িয়ে গেলো আমাদের পরিষ্কার বাথরুম আর ‘বদনা’র কথা। দূর দূরান্ত বগি থেকে লোকজন আমাদের খোপে আসতে লাগলো ‘বদনা’ নিয়ে পরিষ্কার বাথরুমে যাওয়ার জন্য। চারটা খালি সিট থাকায় অনেকেই বসে গল্পগুজব করে। এক পর্যায়ে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখলে বাংলাদেশের মতই দেখা যায়। ফসলের মাঠ আর মাঠ, কিন্তু কোন ঘর বাড়ি নাই। তবে বাংলাদেশ অনেক বেশি কালারফুল, দেখতে বিরক্ত লাগে না। ট্রেন একেকটা স্টেশনে থামে আর তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই ছেড়ে দেয়। সবাই এর মধ্যেই ঝাঁপাঝাঁপি করে ওঠা নামা করে।

আস্তে আস্তে সন্ধ্যা নামতে থাকে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে শীত। আমরা অনেক গল্প করতে থাকি। এক সময় আবার অন্যদের সাথে দেখা করার জন্য ঘুরতে বের হই। অবাক হয়ে আবিষ্কার করি রুবাইদার পাশে বসে আছেন একজন সাধু বাবা। জীবনে কোনদিন সামনা সামনি সাধু দেখেছি বলে মনে হয় না। সাধু বাবার পরনে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল সাদা ডোরাকাটা দেওয়া। বিস্তর চুল দাড়ির মধ্যে উনার হাসি হাসি মুখটা দেখা যাচ্ছে। ফাহাদ রুবাইদার উপরের সিটে বসে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ‘ রুবাইদার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর’ কথাটা লিখে রেখেছে। আর যেই সামনে দিয়ে যাচ্ছে তাকেই দেখাচ্ছে স্ক্রিনটা। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে লিখাটা দেখে। আর আমাদের হাসি দেখে সাধু বাবাও বেশ মজা পাচ্ছেন। উনি হিন্দিতে একবার বলেই ফেললেন এই কথা। ঘুরতে ঘুরতে বুঝলাম সবার মন মেজাজ বেশ ভালো আর আমাদের ‘বদনা’ সুপার হিট। এর মধ্যে জুবায়েরের সাথে খানিক্ষণ কথা বললাম ট্যুর শুরু হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে। আমি সব খুলে বললাম কি কি ভুল আমাদের হয়েছে, কি কি বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে, আর সবাইকে নিয়ে ট্যুরের উপর ওভারঅল একটা ব্রিফিংয়ের কথা বললাম। তারপর যখন নিজের কামরায় ফেরত যেতে থাকি তখন দেখি সাধু বাবা চলে গেছেন। রুবাইদা একাই বসে আছে। আসার সময় সামনে এক মহিলাকে দেখলাম দু হাতে দুই ভারি ব্যাগ নিয়ে আস্তে আস্তে হাঁটতে। হিন্দিতে উনি বললেন উনার সিট এস ফোর এ। আমিও বললাম আমিও সেইদিকেই যাচ্ছি। উনি অনুরোধ করলেন উনার ব্যাগটা টেনে দেওয়ার জন্য। আমি টেনে দিলাম। এক পর্যায়ে উনাকে এস ফোরে নামিয়ে দিয়ে আমি গেলাম মজুমদারদের কাছে। জাফর এক বুদবুদ বানানোর খেলনা পিস্তল কিনে বাতাসে খালি বুদবুদ ওড়াচ্ছে। মৌলি একটা কাপে করে কি যেন খাচ্ছে, জিজ্ঞেস করতেই বললো ‘কাপল ড্যান্স”। জিনিসটা আসলে কাপ নুডুলস কিন্তু লোকগুলোর উচ্চারণ শুনে ওরা মনে করে কাপল ড্যান্স। কৌতুহলী হয়ে এক কাপ কিনতেই বোঝা যায় আসল রহস্য।

াফেদ
প্রচন্ড শীতের সাথে লড়াইরত দুই দ্বিমিকবাসী (কৃতজ্ঞতায় সারাহ তাবাসসুম)

আমি যখন আবার ফিরে আসি তখন দেখি আমাদের খোপের সব চেয়ে উপরের দুইটা সিটে দুইজন লোক শুয়ে আছে আর নিচে একটু আগে পরিচয় হওয়া মহিলাটাকে টিটি টিকেট ইস্যু করে দিচ্ছেন আমাদের এখানে থাকার জন্য। মহিলার টিকেট নিয়ে কি যেন ঝামেলা হয়েছে। যাই হোক মহিলাকে আমরা নিচের একটা সিট ছেড়ে দেই। উনি ব্যাগ খুলে একটা ভর্তা হয়ে যাওয়া সুন্দর কেক বের করে আফসোস করতে থাকেন যে কেকটা নষ্ট হয়ে গেছে। আমাদের অবশ্য খাওয়ার জন্য সাধেন একবার। বলেন যে, ওনাদের কেকের দোকান আছে। স্বামী দিল্লী চাকরি করেন – তার জন্যই কেক নিয়ে যাচ্ছেন।

ডিনার করি আমি আর তমা শেয়ারে ১০০ রুপি দিয়ে। আইটেম ছিলো রুটি, চিজের টুকরা দেওয়া সবজি আর ডাল। সবাই ডিনার খেয়েদেয়ে শোয়ার ব্যবস্থা করি। আমি নিচে, উর্মি আর চিং মাঝের দুই সিটে দুইজন। আর আমাদের সাথে ৯০ ডিগ্রী আঙ্গেলে নিচে নিলয়, ওর উপরের সিটটা একবার ফাঁকা থাকে একবার কেউ এসে বসে। নিলয় আমাদের সব গুলো ব্যাগ প্যাক নিয়ে ওর সিটে গুটিশুটি মেরে বসে থাকলো। আমরা অনেক বললাম ব্যাগগুলো নামিয়ে দিতে কিন্তু ও কিছুতেই রাজি হলো না। বারবার বলতে লাগলো, তোরা ঘুমা, টেনশন করিস না, আমি জেগে আছি- বলে শাল মুড়ি দিয়ে বসে থাকলো।

আর আমি জানালার ফাঁক দিয়ে ঢোকা হিহি ঠান্ডা বাতাস বন্ধ করার জন্য মাস্কিং টেপ লাগালাম। আমার পাশের মহিলা বড়বড় চোখ করে সেটা দেখলো। তারপর শোয়ার সাথে সাথেই ঘুম।

 

The Mighty INDIA CALLING: দ্বিমিকবাসীর ভারত ভ্রমণের শুরুর কথা (পর্ব ১)

 

( প্রথমেই বলে রাখি, যাদের পরিচিত দুই একজন আর্কিটেক্ট আছেন বা যাদের বাসায় স্থাপত্যের শিক্ষার্থী আছে তারা কমবেশি সবাই জানেন যে আর্কিটেকচার জীবনে একটা ট্যুর হয়, যার নাম ‘ইন্ডিয়া ট্যুর’। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, সাধারনত থার্ড ইয়ার শেষে আর্কিটেকচারের শিক্ষার্থীরা পাশের দেশ ভারত ভ্রমণে যায়। এটা কোন অফিশিয়াল ট্যুর নয়। শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোগী হয়ে এই ট্যুরটা দেয়। এই ট্যুরের চলটা অনেক আগে থেকেই হয়ে আসছে। ৮০র দশকে যারা শিক্ষার্থী ছিলেন তাদের ট্যুর শুধুমাত্র দিল্লী আগ্রাতেই সীমাবদ্ধ ছিলো। তারপর দিনে দিনে ট্যুরের পরিসর বাড়তে থাকে। বাড়তে বাড়তে এখন এই ট্যুর ষোল সতেরটা শহর জুড়ে চল্লিশ থেকে পয়তাল্লিশ দিন ব্যাপী হয়ে থাকে। যে কোন শিক্ষার্থীর কাছেই এই ধরনের ট্যুর একটা স্বপ্নের মতন ব্যাপার। কারণ এইরকম বয়সে সচরাচর এত বড় ট্যুর কারও ভাগ্যেই জোটে না। আবার অনেকের জন্য এইটাই থাকে প্রথম বিদেশ ভ্রমণ!

তাই দেখা যায় ফার্স্ট ইয়ার থেকেই স্থাপত্য শিক্ষার্থীর মনে নানা রকম জল্পনা কল্পনা চলতে থাকে এই ট্যুর নিয়ে। বিশেষ করে প্রতি বছর যখন একেক ব্যাচের সিনিয়ারদের কাছ থেকে ইন্ডিয়ায় যাওয়া এবং ফেরত আসার কাহিনী শোনা হয় তখন থেকেই ট্যুরের স্বপ্ন ডালপালা মেলতে থাকে। সিনিয়ারদের দেখে দেখে তার মনে স্বপ্ন বোনা হতে থাকে, ‘আমি যখন মানালি যাবো তখন বরফের মধ্যে ডুবে একটা ছবি তো তুলবোই’ ইত্যাদি ইত্যাদি। তাই বলা যায় একেবারে স্থাপত্য জীবনে গোড়া থেকেই একজন শিক্ষার্থীর মোটামুটিভাবেই জীবনের একটা ‘লক্ষ্য ও উদ্দেশ্য’ থাকে  ইন্ডিয়া ট্যুরে যাওয়া। আর ট্যুরে যাওয়াটাতো সোজা ব্যাপার না। সেটার জন্য সবার আগেই বিশাল আর্থিক সামর্থ্য দরকার। সেটার যোগান তো এক দিনে হবে না, তাই ট্যুরে যাওয়ার এক-দুই বছর আগে থেকেই চলতে থাকে টাকা জমানোর কাজ। প্রতিদিনের টিউশনি বা প্রোফেশনাল কাজ দ্বারা উপার্জিত অর্থ থেকে একটা বড় অংশ আলাদা করে রাখতে হয় ইন্ডিয়া ট্যুরের জন্য। তাই কোন না কোনভাবে একজন শিক্ষার্থী ট্যুরে যাওয়ার আগ পর্যন্ত কোনভাবেই স্মৃতি থেকে সরিয়ে রাখতে পারে না ‘ইন্ডিয়া ট্যুর’এর ব্যাপারটা!)

সেই ২০১৪ সালের কথা। থার্ড ইয়ারে ক্লাস শুরু হওয়ার পরপরই আমরা বলাবলি করতাম, ‘আমরা না এবার ইন্ডিয়ায় যাবো?’ । থ্রি টুতে একদিন আমাদের মিটিং হলো। সেদিন শুভ জানিয়ে দিলো, ‘যাবো না মানে, অবশ্যই যাবো!’। সেই থেকে আমাদের প্রিপারেশন শুরু। প্রথমে শুরু হলো টাকা জমানো। অ্যাডমিশনের কোচিং করিয়ে সবাই রোজগার জমিয়ে রাখতে লাগলো। তবে সেটা আসলে কিছুই না। যে যেভাবে পারলো টাকা জমাতে লাগলো। কথায় কথায় সবার টাকা বাঁচানোর ফন্দি, ‘বুঝলি সামনে ট্যুর আছে, এখন টাকা খরচ করতে পারবো না’। এরই মধ্যে এক ফাঁক দিয়ে আমাদের কমিটি গঠন হয়ে গেলো।

এর সাথে প্যারালালি আসলো পাসপোর্টের কাজ। যাদের যাদের পাসপোর্ট নাই তারা ফাঁকে ফোকড়ে ছুটলো পাসপোর্ট অফিসে। ক্লাস শেষ হওয়ার আগেই আমরা একবার পরীক্ষা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম যাতে পরীক্ষার পরের ছুটিটা লম্বা হয়। কিন্তু সে চেষ্টা ব্যার্থ গেলো। রুটিন অনুযায়ী পরীক্ষার আগে আমরা দেড়মাসেরও বেশি সময় পাবো, কিন্তু পরীক্ষার পর পাবো কাটায় কাটায় এক মাসের মত।

ক্লাস শেষ হতেই নভেম্বর মাসে পাসপোর্ট রেডি হওয়ার পাশাপাশি ভিসার চেষ্টা শুরু হলো। প্রথমে আমরা নিয়ম অনুযায়ী অনলাইনে অ্যাপ্লাই করলাম। কাজ হলো না। তারপর ধরা হলো দালাল। দালাল ধরার পর প্রতিদিন তিন চারজনের ইন্টারভিউয়ের ডেট পড়তে লাগলো। এভাবেই ধীরে ধীরে ভিসা হচ্ছিলো। ভিসার পুরো ব্যাপারটা অবনী নিদারুণ ধৈর্য্য নিয়ে সামাল দিচ্ছিলো।

ভিসা হতে তো সময় লাগবে। কিন্তু তাতে কি, কেনাকাটা আছে না? সবাই চলে গেলাম ঢাকা কলেজ আর বংগ বাজার। শীতের কাপড়চোপড়, মোটা প্যান্ট, হাতমোজা, পা মোজা, মাফলার, উলের টুপি, ইনার- আরও কত কি কিনলাম! দোকানে দোকানে তখন আমাদের লোকজনকে দেখা যায়। তখন একজন আরেকজনের সাথে সলাপরামর্শ করে কেনাকাটা করি। আমি বাটা থেকে ওয়াটারপ্রুফ কেডস কিনলাম। তারপর নিউমার্কেট থেকে কিনলাম হ্যান্ড ব্যাগ আর ট্রলি ব্যাগ বা মেইন লাগেজ।

এইসব কেনাকাটা করতে করতে তিনজন ছাড়া বাকি সবার ভিসা মোটামুটি হয়ে গেলো। জানুয়ারি মাসে আমাদের পরীক্ষার মধ্যেই একদিন ডেট পড়লো পাসপোর্ট জমা দেওয়ার। ঠিক তার আগের দিন নাটকীয়ভাবে রিন্তু ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললো! নাটকীয় বলছি এই জন্য কারণ দীর্ঘদিন ধরেই রিন্তু বলে আসছিলো যে ও ট্যুরে যাবে না। আমরা অনেক হাতে পায়ে ধরার পরেও ও কিছুতেই রাজী হচ্ছিলো না। তাই হঠাৎ করে যেদিন শুনলাম রিন্তু ইন্ডিয়া যাবে- আমরা আমাদের মন নেচে উঠলো। যেদিন আমরা সবাই আসলাম কমিটির হাতে পাসপোর্ট জমা দিতে, সেদিন রিন্তু নিশাতকে সাথে নিয়ে গেলো পাসপোর্ট অফিসে- ইমার্জেন্সি পাসপোর্ট করার জন্য (ওর বুকের পাটা দেখে আমি মনে মনে হতবাক হয়ে গেলাম, কী সাহস!)। তবে আল্লাহর রহমতে একেবারে শেষ মুহুর্তে রিন্তুসহ বাকি চারজনের ভিসা করানো সম্ভব হয়েছিলো।

এর মধ্যে দফায় দফায় প্ল্যান হতে লাগলো। আমরা কোন রুটে যাবো, কোথায় কয়দিন থাকবো এইসব নিয়ে আদিবা দিনরাত লিস্ট বানাতে লাগলো। একদিন মিটিং ডেকে সবাইকে ট্যুরের আউটলাইনটা বুঝিয়ে দেওয়া হলো। একেবারে শেষ মুহুর্তে লাগলো এক গণ্ডগোল।

দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আমাদের একটা পরীক্ষা সাত দিন পিছিয়ে দেওয়া হলো। আমাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। আমাদের পাশাপাশি জিরো নাইন ব্যাচের সবাই মরিয়া হয়ে উঠলো। ওনাদেরও একই সময়ে ইন্ডিয়া ট্যুরে যাওয়ার কথা।  নোটিশ আসার পরদিনই আমরা আর জিরো নাইন ব্যাচের সবাই গিয়ে ডিপার্টমেন্টের হেডকে জানালাম আমাদের সমস্যার কথা। আমরা দুই ব্যাচ অনুরোধ করলাম যেন আমাদের পরীক্ষাটা এগিয়ে নেওয়া হয়। হেড, ডিন, ডি এস ডাব্লিউর মধ্যে মিটিং বসলো। মিটিং শেষে ওনারা জানালেন পরীক্ষাটা এগিয়ে নেওয়া হয়েছে শুধু আমাদের দুই ব্যাচের জন্য। আমরা হাঁফ ছাড়লাম, যাক বাবা বাঁচা গেলো।

ঐদিকে কাস্টমসের অফিস টাইমিংয়ের  সাথে মিল রেখে রওয়ানা দিতে গেলে শেষ পরীক্ষার পরদিন রওয়ানা দেওয়া সুবিধাজনক না। ওদিকে জিরো নাইন ব্যাচও শেষ পরীক্ষা দিয়ে রাতেই রওয়ানা হচ্ছে। তাই সিদ্ধান্ত হলো আমরাও পরীক্ষা দিয়ে রাতের বেলাতেই রওয়ানা দিবো। সিদ্ধান্তটা নিজের কাছেই কেমন যেন লাগলো, তাই বলে পরীক্ষা দিয়ে রাতের বেলায়ই? ব্যাপারটা একটু বেশি বেপরোয়া হয়ে যায় না?

এমনিতেও পরীক্ষার গ্যাপ কম। তারউপর আবার একটা পরীক্ষা এগিয়ে এনেছি, মাঝে সময় খুব কম। এরমধ্যে আমাদের ব্যাগ গুছানো চলতে লাগলো। জানুয়ারির ষোল তারিখ আমরা পরীক্ষার হলে গেলাম আরবান পরীক্ষা দিতে। সারা বুয়েট ফাঁকা, শুধু আমরা কয়েকজন একটা রুমে বসে পরীক্ষা দিলাম। দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা চললো। খাতা জমা দিয়ে এক মুহূর্তও কেউ সময় নষ্ট করলাম না। সবাই বাসার দিকে দৌড় লাগালাম। আমাদের বলে দেওয়া হলো রাত দশটার মধ্যে প্লিন্থে উপস্থিত থাকতে।

আমি বাসায় ফেরার পথে একটা সানগ্লাস কিনলাম। বাসায় পৌঁছে শেষ মুহূর্তের জিনিসপত্র ভরলাম ব্যাগে। সবাই নানা রকম উপদেশ দিতে লাগলো যা বেশির ভাগই অর্থহীন। কিন্তু আমি মনোযোগ দিয়ে শুনলাম সব। পেটের মধ্যে কেমন যেন পাক খেয়ে উঠতে লাগলো আর এক অজানা আশংকায় বুকের ভেতর গুরগুর করতে লাগলো। রাত আটটা বাজতেই এশার নামাজ পড়ে, ভাত খেয়ে রেডি হয়ে নিলাম। নয়টার দিকেই বাসা থেকে রওয়ানা দিলাম বুয়েটের উদ্দেশ্যে।

cc
শীতের রাতের জমজমাট প্লিন্থ ১৬ই জানুয়ারি, ২০১৫ (কৃতজ্ঞতায় নিশাত তাসনিম)

দশটা বাজার অনেক আগেই আমি পৌঁছে গেলাম ডিপার্টমেন্টে। তখনও তেমন কোন লোকজন আসে নাই। ধীরে ধীরে একজন একজন করে আসতে লাগলো। প্রায় সবার সাথেই বাবা-মা আছে। প্রথমবারের মত আমাদের আব্বু আম্মুদের পদচারণায় শীতের রাতের প্লিন্থ গমগম করে উঠলো। ওদিকে বাস আসে নাই, কখন আসবে তার খবরও নাই। তবে আমাদের খারাপ লাগছিলো না। সিনিয়ররা এসে নানারকম উপদেশ দিয়ে গেলো। জুনিয়ররা আসলো বিদায় দিতে। আমাদের জন্য টি শার্ট আসলো, ব্যাজও আসলো, বড় ব্যানারও টানানো হলো লুভরে কিন্তু বাসের আর পাত্তা পাওয়া গেলো না। কমিটির লোকজনকে সবাই বারবার জিজ্ঞেস করতে লাগলো। ওরাও বাসের সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করে যেতে লাগলো। ওদিকে রাত এগারোটা-সাড়ে এগারোটা বেজে যাচ্ছে। আমার আম্মুর কপালে চিন্তা দেখা দিলো, ‘মেয়ে এই কাদের সাথে যাচ্ছে? এরা তো বাসই ঠিক করতে পারে না। দেশের মধ্যে একটা বাস কখন আসবে বলতে পারে না- এরা ইন্ডিয়া গিয়ে কি করবে?’ । এই সব চিন্তা করে আমার আম্মু হতাশ দৃষ্টিতে কমিটির লোকজনদের দিকে তাকাতে লাগলো।

রাত বারোটার দিকে বাস এসে হাজির হয়। আমরা আমাদের ব্যাগট্যাগ নিয়ে দৌড়িয়ে ছুটে যাই বাসের দিকে। লাগেজ কম্পার্টমেন্টে আমাদের লাগেজ উঠাতে দেই। যতক্ষণ না লাগেজ ভিতরে ঢুকানো হচ্ছে ততক্ষণ নিচে দাঁড়িয়ে থাকি। খুব তাড়াতাড়ি আমাদের লাগেজ ওঠানো হয়ে যায়। সাথে সাথে আমরাও উঠে পড়ি বাসে। জানালা দিয়ে আম্মুর দিকে হাত নেড়ে বিদায় জানাই। ঠিক সাড়ে বারোটার সময় আমাদের বাস যাত্রা শুরু করে। তারপর-

 

তারপর?

তারপর হলো শুরু-

৪৬ জন শিক্ষার্থীর জীবনে ঘটে যাওয়া সোনার কালিতে লেখা এক ঐতিহাসিক মহাকাব্য যার নাম ‘ইন্ডিয়া কলিং’- এর ভূমিকা রচিত হলো মাত্র। ৪৩ দিন, ১৫টা শহর, অচেনা দেশ, টানটান অ্যাডভেঞ্চার , নতুন নতুন অভিজ্ঞতা আর পদে পদে অনিশ্চয়তায় ভরা এক মহা কাব্যিক উপাখ্যানের শুরু হলো এখান থেকেই………

Why in Architecture?

‘কেন আর্কিটেকচার পড়তে এসেছো?’

আমি ডিপার্টমেন্টে ঢুকার পর প্রথম দিন থেকেই প্রশ্নটির মুখোমুখি হয়ে আসছি। ফার্স্ট ইয়ারে থাকার সময় আমরা যে উত্তর দিতাম সেটা অনেকটা এরকম, ‘ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আর্কিটেক্ট হবো’ বা ‘আমি আঁকাআঁকি করতে খুব পছন্দ করি তাই…’ অথবা ‘ইচ্ছা ছিলো সৃজনশীল পেশায় কাজ করবো এজন্য……’। আরেকটা উত্তর ছিলো যেটা সবার সামনে বলা যেত না সেটা হলো, ‘চান্স পেয়েছি তাই পড়তে এসেছি।’

স্যাররা এইসব উত্তর শুনে হাসতেন।

আমি বুঝতাম এসব উত্তর আসলে ঠিক নয়। ওনারা অন্য কিছু জানতে চাচ্ছেন। তাহলে সঠিক উত্তরটা কি? কেন আমি আর্কিটেকচার পড়ছি- এটাই কি প্রশ্নটা? নাকি এত সাব্জেক্ট বাদ দিয়ে আর্কিটেকচার পড়ার পিছনে কারণ কি? আর্কিটেকচার পড়ে আমি কি করবো? কি সেই উদ্দেশ্য- এটাই কি স্যাররা জানতে চাচ্ছেন?

অনেকদিন এর উত্তর খুঁজলাম। ঘরবাড়ি ডিজাইন করার জন্য আর্কিটেকচার পড়ছি। আর্কিটেক্ট হয়ে সুন্দর সুন্দর ঘরবাড়ি ডিজাইন করবো। মোটামুটি এই রকম উত্তর একটা ঠিক করলাম প্রথম সেমিস্টারে।

দ্বিতীয় সেমিস্টারে উঠে মনে হলো উত্তরটায় ঘাপলা আছে।সারা পৃথিবীর প্রায় সব সাবজেক্টে যেখানে চার বছরে স্নাতক ডিগ্রি দেয়া হয় সেখানে আমরা শুধু বাড়িঘর ডিজাইন করা শিখি পাঁচ বছর ধরে। কি নেই আমাদের শেখার তালিকায়, ফিজিক্স, সোশিওলজি, আর্ট, মিউজিক, প্ল্যানিং, মেকানিক্স, ইকনোমিক্স, ফটোগ্রাফী, সাইকোলজি, স্কাল্পচার, লজিক এন্ড ফিলোসফি, ইলেক্ট্রিকাল ইকুইপমেন্ট, সেমিনার, একাউন্টিং, ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। শুধু নন ডিপার্টমেন্টাল সাব্জেক্টগুলো যদি এরকম হয় তাহলে দুইটা সম্ভসবনা হতে পারে।

এক, এসব জিনিস বেহুদা পড়ায়, কারণ এসব না পড়েও অনেক নন আর্কিটেক্ট বিল্ডিং ডিজাইন করতে পারে।

দুই, এসব জিনিস পড়ায় শুধু বিল্ডিং ডিজাইন করার জন্য না, আরও অন্যকিছু করার জন্য।

এক নম্বর সম্ভাবনা নিজের ঠিক বিশ্বাস হয় নাই। যদি দুই নম্বর সম্ভাবনা মেনে নেই, তাহলে প্রশ্ন আসে এই ‘অন্যকিছু’টা কি?

দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারে উঠে ‘ফাংশন’ নামক একটা জিনিসের সাথে পরিচয় হলো। তখন বুঝতে পারলাম আর্কিটেক্টের কাজ বাসা বাড়ি সুন্দর করে ডিজাইন করা না, আর্কিটেক্টের কাজ স্থান (space)কে দৃষ্টিনন্দনভাবে (aesthetically) ব্যবহার উপযোগী(functional) করে তোলা। স্থাপত্য অর্থটা অনেক জটিল মনে হয় নিজের কাছে। কারণ তখন থেকেই বুঝতে পারলাম কাজটা আসলে কতটা কঠিন।

দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে উঠার আগেই কিছু ভাসা ভাসা জিনিস জানতে পারলাম। একটা বাড়ি আসলে শুধু বাড়ি নয়। এটার সাথে জড়িত আসলে অনেক কিছু। আগেকার দিনে বাড়িগুলো হতো এক রকমের। পুরানো বাড়িগুলোতে দেখা যায় এক রুমের মধ্য দিয়ে অন্য রুমে যেতে হয়। রুমগুলো ছোট হলেও বারান্দা থাকে বিশাল। আবার প্রত্যেক তলার ছাদের উচ্চতা ছিলো অনেক বেশি। বাড়িগুলো তৈরি হতো চুন-সুরকি দিয়ে।

আর এখনকার ফ্ল্যাট বা বাড়িতে দেখা যায় প্রাইভেসির জন্য প্রত্যেক রুমে আলাদা প্রবেশ পথ। আবার ডিজাইন এমনভাবে করা হয় যেন এক রুম থেকে আরেক রুমের ভিতরটা দেখার সুযোগ না থাকে। প্রাইভেসির জন্য মা- বাবার রুম, ছেলের রুম, মেয়ের রুম, গেস্ট রুম, লিভিং রুম, ডাইনিং রুম ইত্যাদি বেশ পৃথক থাকে। এর ফল স্বরূপ এখনকার পারিবারিক বন্ধন পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন বাবা অফিস থেকে এসে নিজের রুমে চলে যায়। ছেলে ছেলের রুমে, মেয়ে মেয়ের রুমে যার যার মত ব্যস্ত থাকে। তাই নিজেদের মধ্যে দূরত্ব বাড়ছে। বাড়ছে মোবাইলে কথা বলা আর ফেসবুকিং এর নেশা।

আজকাল রুম একটু বড় করার জন্য বারান্দা নাই করে দেওয়া হচ্ছে। মানুষের সুস্থতার জন্য এতটুকু খোলা জায়গার প্রয়োজনীয়তা যে কি তা বলার অপেক্ষা রাখে না। একটু আউটডোর স্পেসের অভাবে  বন্দি হয়ে যাচ্ছে নগরবাসী যার প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যে এবং মানসিকতায়। ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা হাসপাতাল আর ডায়াগনসিস সেন্টার দেখলেই বোঝা যায় নগরবাসীর লাইফ স্টাইলে বড়সড় ধরনের ঘাপলা আছে। আর সংকীর্ণ্‌, ঘুপচি, দম বন্ধ করা বাসায় থেকে যে কোন মানুষ সৎচিন্তাশীল এবং বিশাল হৃদয়ের অধিকারী হবে না এ কথা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না।

বাসাবাড়িতে ছাদের উচ্চতা কমে যাওয়ার জন্য গরম বাতাস ঘুলঘুলি দিয়ে বের করে দেওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া ছিল তা বাদ হয়ে যাচ্ছে। এখন তাই পাখার বাতাসেও কাজ হচ্ছে না। দরকার হচ্ছে এসির। বাড়ছে বিদ্যুত বিল, বাড়ছে লোডশেডিং। জাতীয় পর্যায়ে বিদ্যুত আমদানির কথাও ভাবা হচ্ছে এখন।

চুন সুরকির বদলে কনক্রিট ব্যবহার বেড়ে গেছে। কনক্রিট নন ডিসপোজেবল ম্যাটেরিয়াল। তাই দিন দিন মাটির উপর শক্ত শক্ত আবর্জনা বাড়ছে যেটা কোন দিনও মাটির সাথে মিশবে না।

এতগুলো কথা বললাম এই কথা বোঝাতে যে ছোট্ট একট বাড়ি ডিজাইন করা মানে যে শুধু বাড়ি ডিজাইন করা তা নয় এর সাথে মানুষের জীবনধারা, স্বাস্থ্য, দেশের ভবিষ্যত, দেশের অর্থনীতি, পরিবেশ সরাসরিভাবে জড়িত। যার অর্থ দাঁড়ায় একটা দেশের স্থপতিরা মিলে দেশের মানুষের জীবনধারা, স্বাস্থ্য, দেশের ভবিষ্যত, দেশের অর্থনীতি, পরিবেশ বদলে দিতে পারেন- সেটা ভালো দিকেও হতে পারে, খারাপ দিকেও হতে পারে। তাহলেই বোঝা যায় একটা দেশের জাতীয় পরিসরে একজন স্থপতির ভুমিকা কত বি-শা-ল।

এখন আমি সেই প্রশ্নটির উত্তর খুঁজে পেয়েছি। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, ‘কেন আর্কিটেকচার পড়তে এসেছো?(য)’, আমি মাথা উঁচু করে বলবো, “দেশকে বদলে দিতে চাই, এজন্য আর্কিটেকচার পড়তে এসেছি।’’